কলকাতা, 4 মে : রাজ্যের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ! গত 2 মে একুশের জয়ের বর্ষপূর্তি উপলক্ষে শাসকদলের দুই নেতা এরকম ইঙ্গিত করেই পোস্ট করেন ৷ যা নিয়ে তৃণমূলের অন্দরেই ছড়িয়েছে চাঞ্চল্য ৷ পোস্টদাতাদের মধ্যে একজন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ কুণালের ভবিষ্যদ্বাণী, "2036 সালে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর অভিভাবক হিসেবে পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷" অপরজন হলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ৷ মমতাকে 2024 সালে প্রধানমন্ত্রীর পদে এবং অভিষেককে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন তিনি ৷
সোশ্যাল মিডিয়ার এই দুটি পোস্ট নিয়েই এখন বাংলার রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা ৷ বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না ৷ বিজেপি নেতা রাহুল সিনহা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরা মুখ খুলেছেন ৷ অধীরের মতে, মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপোকে তোষামোদ করার কাজ চলছে ৷ রাহুল সিনহা বলেন, প্রধানমন্ত্রীর গদির টোপ দেখিয়ে মমতাকে সিংহাসন ছাড়া করার ষড়যন্ত্র শুরু হয়েছে ৷ সেই সুরে সুর মিলিয়ে আজ তৃণমূলকে বিঁধলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh Mocks TMC) ৷ তাঁর মতে, "তৃণমূলের এখন নতুন কর্মসূচি শুরু হয়েছে ৷ দিদি হটাও ৷"
আরও পড়ুন : Poster Campaign against Shah : অমিত শাহের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি-দার্জিলিংয়ে
বুধবার সন্ত্রাসমুক্ত রাজনীতি ও ভয়মুক্ত বাংলার দাবিতে রানি রাসমনিতে প্রতীকী অনশন করে রাজ্য বিজেপি । সেই মঞ্চ থেকেই দিলীপ ঘোষ, শাসকদলের সীমাহীন সন্ত্রাসের অভিযোগের পাশাপাশি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের প্রতি কটাক্ষ করেন । তিনি বলেন, "তৃণমূলে এখন দিদি হটাও কর্মসূচি চলছে । গত বছর নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করে ইঙ্গিত দিয়েছিলেন । এবার দলের মধ্য থেকে আওয়াজ উঠছে 'দিদি হটাও'। 2024-এর পর আর একদিনও নয় । প্রধানমন্ত্রীর ধুয়োটা যে সত্যি হবে না সবাই জানেন ।"
বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "দিদিকে বাণপ্রস্থে পাঠাতে চাইছে গার্হস্থ্যে থাকা তৃণমূলের নেতারা ।" এদিন ডোরিনা ক্রসিংয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ শহিদ পরিবারের জন্য নিধি (সাহায্য) সংগ্রহ করেন । আগামী 7 মে ভোট পরবর্তী হিংসায় শহিদ পরিবারগুলির হাতে সংগৃহীত অর্থ তুলে দেওয়া হবে ।