ETV Bharat / state

Mamata Banerjee: পঞ্চায়েতের ফলে উচ্ছসিত তৃণমূল, ভোটারদের অভিনন্দন মমতার

author img

By

Published : Jul 11, 2023, 11:06 PM IST

মঙ্গলবার প্রকাশিত হয়েছে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফল ৷ তৃণমূলের ফলে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
ভোটারদের অভিনন্দন মমতার

কলকাতা, 11 জুলাই: 2018 সালের ধারা বজায় রেখে এবারের ত্রিস্তর পঞ্চায়েতের ফলেও উঠেছে সবুজ ঝড় । গ্রাম বাংলার দিকে দিকে ফুটেছে ঘাসফুল ৷ ভোটে সাধারণ মানুষের এই সমর্থনে আপ্লুত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার টুইটারে রাজ্যের সাধারণ মানুষকে এই জয় উৎসর্গ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়ে এদিন রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

তবে এদিন যেহেতু পঞ্চায়েতের গণনা পুরোপুরি সম্পন্ন হয়নি, সার্বিক ফল প্রকাশ হতে হতে বুধবার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে সে কারণে আনুষ্ঠানিকভাবে কোনও সাংবাদিক সম্মেলন করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এদিন বিকেলে রাজ্য বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অপর মুখপাত্র তাপস রায় । তারাই সাধারণ মানুষকে এই সমর্থনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন । পরবর্তীতে অবশ্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে জানান, এদিনের এই জনমত আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনগণের আস্থার প্রকাশ । আর সে কারণেই তিনি "নো ভোট টু মমতা"-কে 'নাউ ভোট ফর মমতা'য় পরিণত করার জন্য তিনি সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন ।

  • A MOMENTOUS DAY!

    With people's love, trust, and support, we shall emerge VICTORIOUS.

    People of Bengal, this victory belongs to YOU!#GramBanglayTMC pic.twitter.com/6AxEOPq8Zh

    — All India Trinamool Congress (@AITCofficial) July 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="

A MOMENTOUS DAY!

With people's love, trust, and support, we shall emerge VICTORIOUS.

People of Bengal, this victory belongs to YOU!#GramBanglayTMC pic.twitter.com/6AxEOPq8Zh

— All India Trinamool Congress (@AITCofficial) July 11, 2023 ">

আরও পড়ুন: নেতারা দল বদলালে মানুষ তার জবাব দেয়, দেখাল আমরাসোতা পঞ্চায়েত

এদিনের শেষে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানো হয় । একই সঙ্গে দলের প্রতি আস্থা রাখায় মানুষকে ধন্যবাদও জানিয়েছে রাজ্যের শাসকদল ৷ দিনের শেষে টুইটারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সামাজিক মাধ্যমে তৃণমূল লিখেছে,'আজ ছিল তৃণমূল কংগ্রেসের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ! জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনেই আমরা বিজয়ী । এই জয় আপনাদের ! এই জয় বাংলার মানুষের ! ' রাজনৈতিক মহল মনে করছে বিপুল জয়ের পরও বাংলার মানুষের কাছে আরও একবার মাথা নত করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।

কলকাতা, 11 জুলাই: 2018 সালের ধারা বজায় রেখে এবারের ত্রিস্তর পঞ্চায়েতের ফলেও উঠেছে সবুজ ঝড় । গ্রাম বাংলার দিকে দিকে ফুটেছে ঘাসফুল ৷ ভোটে সাধারণ মানুষের এই সমর্থনে আপ্লুত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার টুইটারে রাজ্যের সাধারণ মানুষকে এই জয় উৎসর্গ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়ে এদিন রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

তবে এদিন যেহেতু পঞ্চায়েতের গণনা পুরোপুরি সম্পন্ন হয়নি, সার্বিক ফল প্রকাশ হতে হতে বুধবার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে সে কারণে আনুষ্ঠানিকভাবে কোনও সাংবাদিক সম্মেলন করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এদিন বিকেলে রাজ্য বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অপর মুখপাত্র তাপস রায় । তারাই সাধারণ মানুষকে এই সমর্থনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন । পরবর্তীতে অবশ্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে জানান, এদিনের এই জনমত আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি জনগণের আস্থার প্রকাশ । আর সে কারণেই তিনি "নো ভোট টু মমতা"-কে 'নাউ ভোট ফর মমতা'য় পরিণত করার জন্য তিনি সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন ।

আরও পড়ুন: নেতারা দল বদলালে মানুষ তার জবাব দেয়, দেখাল আমরাসোতা পঞ্চায়েত

এদিনের শেষে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানো হয় । একই সঙ্গে দলের প্রতি আস্থা রাখায় মানুষকে ধন্যবাদও জানিয়েছে রাজ্যের শাসকদল ৷ দিনের শেষে টুইটারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সামাজিক মাধ্যমে তৃণমূল লিখেছে,'আজ ছিল তৃণমূল কংগ্রেসের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ! জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনেই আমরা বিজয়ী । এই জয় আপনাদের ! এই জয় বাংলার মানুষের ! ' রাজনৈতিক মহল মনে করছে বিপুল জয়ের পরও বাংলার মানুষের কাছে আরও একবার মাথা নত করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.