ETV Bharat / state

নিজের প্রতি আস্থা রাখুন, জেলা নেতৃত্বকে বার্তা মমতার

জেলার নেতাদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুনলেন নানা অভাব-অভিযোগ ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 10, 2019, 11:45 AM IST

কলকাতা, 10 জুলাই : নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরে চার জেলার দলীয় নেতাদের উদবুদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় নিজের ঘরে বসে দলীয় নেতাদের তিনি বার্তা দেন, "সকলে নিজের প্রতি আস্থা রাখুন । নিজেদের পায়ে দাঁড়ান । পরনির্ভরশীল হবেন না ।"

লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ফল খুব একটা ভালো হয়নি । বেশ কিছু আসন কমেছে । আবার জেলা নেতৃত্বের ক্ষোভ-অসন্তোষের বিষয়টি বার বার সামনে আসছে । সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা ।

বৈঠকে চার জেলার বিভিন্ন সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনেন মমতা । কীভাবে সমস্যার সমাধান করা সম্ভব, তা নিয়েও আলোচনা করেন । সেই বৈঠকেই কীভাবে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব, তা নিয়ে আলোচনা করেন মমতা ।

কলকাতা, 10 জুলাই : নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরে চার জেলার দলীয় নেতাদের উদবুদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভায় নিজের ঘরে বসে দলীয় নেতাদের তিনি বার্তা দেন, "সকলে নিজের প্রতি আস্থা রাখুন । নিজেদের পায়ে দাঁড়ান । পরনির্ভরশীল হবেন না ।"

লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ফল খুব একটা ভালো হয়নি । বেশ কিছু আসন কমেছে । আবার জেলা নেতৃত্বের ক্ষোভ-অসন্তোষের বিষয়টি বার বার সামনে আসছে । সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা ।

বৈঠকে চার জেলার বিভিন্ন সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনেন মমতা । কীভাবে সমস্যার সমাধান করা সম্ভব, তা নিয়েও আলোচনা করেন । সেই বৈঠকেই কীভাবে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব, তা নিয়ে আলোচনা করেন মমতা ।

Intro:বৈঠকে নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরে দলীয় নেতাদের উদ্বুদ্ধ করলেন মমতা

কলকাতা, ৯ জুলাই : নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরে চার জেলার দলীয় নেতাদের উদ্বুদ্ধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় নিজের ঘরে বসে দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, 'সকলে নিজের প্রতি আস্থা রাখুন। নিজেদের পায়ে দাঁড়ান। পরনির্ভরশীল হবেন না।'
Body:

বিপর্যয় পূর্ণ অবস্থা থেকে দলকে বের করে আনতে জেলাগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেইমতো আজ বিধানসভায় নিজের ঘরে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের দলীয় নেতাদের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেছেন তিনি। প্রতি জেলার ১০ জন করে নেতা উপস্থিত ছিলেন বৈঠকে। প্রত‍্যেকের উদ্দেশ্যে কার্যত ভোকাল টনিক দিলেন তৃণমূল নেত্রী। লোকসভা নির্বাচনে পর্ব ভুলে সামনে পুরসভা এবং বিধানসভা ভোটের জন‍্য একযোগে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিলেন তিনি। গোষ্ঠী দ্বন্দ্ব ভুলে সমন্বয় রেখে কাজ করার বার্তা দেন মমতা। নিজের জীবনের একসময়ের কঠিন পরিস্থিতির কথা তুলে ধরলেন উপস্থিত সকলের সামনে। চার জেলার নেতাদের চাঙা করতে জীবন সংগ্রামের গল্প শোনান। কিভাবে কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করে সাফল্য পাওয়া যায় সেই উপদেশ দিলেন। সূত্রের খবর, অন‍্যান‍্য জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ করলেও আজ চার জেলার সঙ্গে বৈঠকে ছিলেন অনেকটাই নরম। উপস্থিত প্রত‍্যেকের এলাকার সাংগঠনিক পরিস্থিতির কথা মন দিয়ে শোনেন নেত্রী। বেশিরভাগ ক্ষেত্রে জায়গায় বসেই সমস‍্যা সমাধানের পথ বাতলে দিলেন।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.