ETV Bharat / state

Rajya Sabha Election: বিধানসভায় মনোনয়ন জমা তৃণমূলের 6 রাজ্যসভার প্রার্থীর

বুধবার রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার ছয় প্রার্থী । মনোনয়ন জমা দেন ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম এবং প্রকাশ চিক বড়াইক ৷ বৃহস্পতিবার অনন্ত মহারাজ বিজেপির হয়ে মনোনয়ন জমা দিতে পারেন ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jul 12, 2023, 10:59 PM IST

কলকাতা, 12 জুলাই: পঞ্চায়েতের ফল এবং রাজ্যে ভোট হিংসা নিয়ে হইচইয়ের মধ্যেই বুধবার রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার ছয় প্রার্থী । গত দুদিন ধরে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন নিয়ে প্রস্তুতি চলছে । সেইমতো এদিন তৃণমূল কংগ্রেসের ঘোষিত 6 প্রার্থী ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম এবং প্রকাশ চিক বড়াইকরা বেলা বারোটার মধ্যেই বিধানসভায় পৌঁছে যান ।

এরপর দুপুর দুটো নাগাদ রাজ্যসভার নির্বাচনের দায়িত্বে থাকা রাজ্যের তিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের নেতৃত্বে বিধানসভার সচিবের ঘরে গিয়ে এই 6 প্রার্থী তাদেঁর মনোনয়নপত্র জমা দেন । মনোনয়ন পর্ব চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন তাপস রায়, নির্মল ঘোষের মতো দলের প্রবীণ নেতারা । এদিন মনোনয়ন জমা দেওয়ার পর এই ছয় নেতাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন । একইসঙ্গে তাঁরা সমস্বরে জানিয়েছেন, আগামী দিনে তাঁদের লক্ষ্য হবে মোদি সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করা ।

প্রসঙ্গত জুলাই এবং অগস্ট মাসে রাজ্যসভায় বিভিন্ন রাজ্য থেকে প্রায় দশটি আসন ফাঁকা হচ্ছে । এরমধ্যে ছটি আসন হল এই রাজ্যের । এই ছটি আসনেই নির্বাচন হবে 24 জুলা ই। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ লুইজিনো ফেলেরিওর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনেও উপনির্বাচন হচ্ছে একই দিনে । আগামিকাল এই সাত আসনে মনোনয়নের শেষ । একদিন বাকি থাকতেই তৃণমূলের হাতে থাকা ছটি রাজ্যসভার আসনে মনোনয়ন জমা দিলেন গলের প্রার্থীরে ৷

আরও পড়ুন: ত্রিস্তর পঞ্চায়েতে এবার বেড়েছে বিরোধীদের উপস্থিতি, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাম-কংগ্রেসের

যতদূর জানা যাচ্ছে, আগামিকাল বিজেপির তরফ থেকে অনন্ত মহারাজ রাজ্য বিধানসভায় মনোনয়ন জমা দিতে পারেন রাজ্যসভা প্রার্থী হিসেবে । এ দিন তিনি কলকাতায় এসেছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেই তিনি কলকাতায় এসেছেন এদিন । যান রাজ্য বিধানসভাতেও‌ । তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি অনন্ত মহারাজ । বৃহস্পতিবার সকাল 11টায় তিনি মনোনয়ন জমা করবেন বলে খবর । এদিন বিধানসভায় বসে তিন সেট মনোনয়নের কপি প্রস্তুতির কাজ করেছেন তিনি ।

এদিন যখন অনন্ত মহারাজ বিধানসভায় গিয়েছিলেন তখন বিধানসভায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সম্ভবত একটি আসনেই প্রার্থী দিচ্ছে বিজেপি । বিধায়ক সংখ্যার জোরে একটি আসনেই তাদের জয় প্রায় নিশ্চিত ৷ অতএব সবকিছু ঠিকঠাক থাকলে মনোনয়ন স্ক্রুটিনির দিন অর্থাৎ আগামী 17 জুলাই কারা এই রাজ্য বিধানসভা থেকে রাজ্যসভায় যাবেন তা ঠিক হয়ে যাবে । আলাদা করে আর ভোটাভুটির প্রয়োজন পড়বে না ।

কলকাতা, 12 জুলাই: পঞ্চায়েতের ফল এবং রাজ্যে ভোট হিংসা নিয়ে হইচইয়ের মধ্যেই বুধবার রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিলেন রাজ্যসভার ছয় প্রার্থী । গত দুদিন ধরে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন নিয়ে প্রস্তুতি চলছে । সেইমতো এদিন তৃণমূল কংগ্রেসের ঘোষিত 6 প্রার্থী ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম এবং প্রকাশ চিক বড়াইকরা বেলা বারোটার মধ্যেই বিধানসভায় পৌঁছে যান ।

এরপর দুপুর দুটো নাগাদ রাজ্যসভার নির্বাচনের দায়িত্বে থাকা রাজ্যের তিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের নেতৃত্বে বিধানসভার সচিবের ঘরে গিয়ে এই 6 প্রার্থী তাদেঁর মনোনয়নপত্র জমা দেন । মনোনয়ন পর্ব চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন তাপস রায়, নির্মল ঘোষের মতো দলের প্রবীণ নেতারা । এদিন মনোনয়ন জমা দেওয়ার পর এই ছয় নেতাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গুরু দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন । একইসঙ্গে তাঁরা সমস্বরে জানিয়েছেন, আগামী দিনে তাঁদের লক্ষ্য হবে মোদি সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করা ।

প্রসঙ্গত জুলাই এবং অগস্ট মাসে রাজ্যসভায় বিভিন্ন রাজ্য থেকে প্রায় দশটি আসন ফাঁকা হচ্ছে । এরমধ্যে ছটি আসন হল এই রাজ্যের । এই ছটি আসনেই নির্বাচন হবে 24 জুলা ই। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ লুইজিনো ফেলেরিওর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনেও উপনির্বাচন হচ্ছে একই দিনে । আগামিকাল এই সাত আসনে মনোনয়নের শেষ । একদিন বাকি থাকতেই তৃণমূলের হাতে থাকা ছটি রাজ্যসভার আসনে মনোনয়ন জমা দিলেন গলের প্রার্থীরে ৷

আরও পড়ুন: ত্রিস্তর পঞ্চায়েতে এবার বেড়েছে বিরোধীদের উপস্থিতি, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাম-কংগ্রেসের

যতদূর জানা যাচ্ছে, আগামিকাল বিজেপির তরফ থেকে অনন্ত মহারাজ রাজ্য বিধানসভায় মনোনয়ন জমা দিতে পারেন রাজ্যসভা প্রার্থী হিসেবে । এ দিন তিনি কলকাতায় এসেছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেই তিনি কলকাতায় এসেছেন এদিন । যান রাজ্য বিধানসভাতেও‌ । তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের কোনও উত্তর দেননি অনন্ত মহারাজ । বৃহস্পতিবার সকাল 11টায় তিনি মনোনয়ন জমা করবেন বলে খবর । এদিন বিধানসভায় বসে তিন সেট মনোনয়নের কপি প্রস্তুতির কাজ করেছেন তিনি ।

এদিন যখন অনন্ত মহারাজ বিধানসভায় গিয়েছিলেন তখন বিধানসভায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সম্ভবত একটি আসনেই প্রার্থী দিচ্ছে বিজেপি । বিধায়ক সংখ্যার জোরে একটি আসনেই তাদের জয় প্রায় নিশ্চিত ৷ অতএব সবকিছু ঠিকঠাক থাকলে মনোনয়ন স্ক্রুটিনির দিন অর্থাৎ আগামী 17 জুলাই কারা এই রাজ্য বিধানসভা থেকে রাজ্যসভায় যাবেন তা ঠিক হয়ে যাবে । আলাদা করে আর ভোটাভুটির প্রয়োজন পড়বে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.