ETV Bharat / state

TMC Wins Asansol By Poll : বিজেপির থেকে আসানসোল ছিনিয়ে নিল তৃণমূল, মাস্টারস্ট্রোক মমতার - বিজেপির থেকে আসানসোল ছিনিয়ে নিল তৃণমূল, মাস্টারস্ট্রোক মমতার

এই প্রথম আসানসোল লোকসভা কেন্দ্রে জিতল তৃণমূল (TMC Wins Asansol By Poll), বিষয়টিকে তৃণমূল নেত্রীর বিচক্ষণতা হিসেবেই দেখা হচ্ছে ৷

TMC Wins in Asansol
বিজেপির থেকে আসানসোল ছিনিয়ে নিল তৃণমূল
author img

By

Published : Apr 16, 2022, 8:36 PM IST

কলকাতা, 16 এপ্রিল : আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের রেকর্ড জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোকই দেখছে রাজনৈতিকমহল ৷ এই প্রথম আসানসোল লোকসভা কেন্দ্রে জয় পেল ঘাসফুল শিবির ৷ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জিতেছেন 3 লক্ষে 3 হাজার 209 ভোটে (TMC candidate Shatrughan Sinha wins in Asansol By Poll) ৷ তাঁর প্রাপ্ত ভোট 6 লক্ষ 56 হাজার 358 ৷ এই কেন্দ্রে তৃণমূল পেয়েছে 56.62 শতাংশ ভোট ৷ অন্যদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পেয়েছেন 3 লাখ 53 হাজার 149টি ভোট ৷ গেরুয়া শিবির পেয়েছে 30.46 শতাংশ ভোট ৷

ভোটের এই ফলাফলে অন্য ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল ৷ আসানসোলে যে অবাঙালি ভোট ব্যাংক এতদিন বঙ্গ বিজেপির সব থেকে বড় পুঁজি ছিলও তাতেও এবার থাবা বসিয়েছে তৃণমূল ৷ বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে এই কেন্দ্রে দাঁড় করিয়ে হিন্দিভাষী ভোট নিজেদের দিকে টানতে সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমোর এই সিদ্ধান্তকে তাই মাস্ট্রারস্ট্রোক হিসেবেই দেখা হচ্ছে ৷ 2014 ও 2019 লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভায় ফুটেছিল পদ্ম ফুল ৷ জিতেছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ তার আগে আসানসোল বাম দুর্গ হিসেবেই পরিচিত ছিল ৷ আর এবার সেখানে তৃণমূলের ঘাসফুল ফোটালেন শত্রুঘ্ন সিনহা ৷

আরও পড়ুন : আসানসোলে তৃণমূলের সুনামি, খড়কুটো বিজেপি

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আসানসোলে জিততে এবার মরিয়া ছিল তৃণমূল কংগ্রেস ৷ হিন্দিভাষী ভোটের অঙ্কও মাথায় ছিল তৃণমূল নেত্রীর ৷ শত্রুঘ্ন সিনহাকে তাঁর প্রার্থী নির্বাচনে অনেকেই অবাক হয়েছিলেন প্রথমে ৷ উঠেছিল বহিরাগত তত্ত্ব ৷ তৃণমূলের বিরুদ্ধে এই তত্ত্ব সামনে এনে প্রচারেও ঝড় তুলেছিল গেরুয়া শিবির ৷ কিন্তু তাতে কাজ হয়নি ৷ মমতার সফল চালে হিন্দিভাষী ভোটের কার্যত ঢল নেমেছে তৃণমূলের পক্ষে ৷ বড় ব্যবধানে বিজেপির থেকে আসানসোল ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় মাত করে দিয়েছেন বিরোধীদের ৷ বিরোধী প্রার্থীদের 'খামোশ' করিয়ে দিয়েছেন শত্রুঘ্ন সিনহা ৷

বিজেপি সূত্রে খবর, আসানসোলে অবাঙালি ভোটার প্রায় 59 শতাংশ । এরমধ্যে প্রায় 40 শতাংশ ভোটেই এবার থাবা বসিয়েছে তৃণমূল ৷ এই ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ ছিল বিজেপির পক্ষে, এবার সেটা ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসেবে আসানসোলবাসীর মন জয়ে সক্ষম হয়েছেন বিহারিবাবু শত্রুঘ্ন সিনহা ৷ আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলটি বিধানসভা ছাড়া বাকি সবকটি বিধানসভাতে বিজেপির ফলাফল শোচনীয় ৷ কোনও বিধানসভাতেই দাঁড়াতে পারেনি বিজেপি । আসনসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রর বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ তাঁকেই এবার লোকসভার উপনির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি ৷ কিন্তু নিজের বিধানসভা কেন্দ্রেই জিততে পারেননি অগ্নিমিত্রা ৷

আরও পড়ুন : উপনির্বাচনে জয়ের পর কালীঘাট মন্দিরে মমতা, কটাক্ষ বিরোধীদের

এবিষয়ে প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পল বলেছেন, "মানুষের রায় মাথা পেতে নিতে হবে । কেন্দ্রীয় বাহিনী দারুণ কাজ করেছে । তাই তা নিয়ে অজুহাত দেওয়ার জায়গা নেই । রিগিং হয়েছে, এটা বলব না । আসানসোল দক্ষিণ, রানিগঞ্জের দিকে সন্ত্রাস হয়েছে । সেখানে ভোট কম পড়েছে। কেন হার জানি না । বিশ্লেষণ করে দেখতে হবে ৷ উপনির্বাচনে সাধারণত সরকারের পক্ষে রায় যাওয়ার একটা প্রবণতা থাকে । 2024 লোকসভা ভোটের জন্য তৈরি হওয়া দরকার ৷"

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,"উপনির্বাচনে হিন্দু ভোটাররা নামেননি ভোট দিতে, তাই এই ফলাফল । আসানসোলের পাণ্ডবেশ্বর, বারাবনিতে ভোট হয়নি । মিডিয়াকে ঢুকতে দেয়নি৷ কুলটি, রানিগঞ্জে উপনির্বাচনে শাসকের পক্ষে ভোট পড়েছে । কিন্তু এরপরও বলছি 2024 আসানসোল আমাদেরই হবে ৷"

কলকাতা, 16 এপ্রিল : আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের রেকর্ড জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোকই দেখছে রাজনৈতিকমহল ৷ এই প্রথম আসানসোল লোকসভা কেন্দ্রে জয় পেল ঘাসফুল শিবির ৷ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জিতেছেন 3 লক্ষে 3 হাজার 209 ভোটে (TMC candidate Shatrughan Sinha wins in Asansol By Poll) ৷ তাঁর প্রাপ্ত ভোট 6 লক্ষ 56 হাজার 358 ৷ এই কেন্দ্রে তৃণমূল পেয়েছে 56.62 শতাংশ ভোট ৷ অন্যদিকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল পেয়েছেন 3 লাখ 53 হাজার 149টি ভোট ৷ গেরুয়া শিবির পেয়েছে 30.46 শতাংশ ভোট ৷

ভোটের এই ফলাফলে অন্য ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল ৷ আসানসোলে যে অবাঙালি ভোট ব্যাংক এতদিন বঙ্গ বিজেপির সব থেকে বড় পুঁজি ছিলও তাতেও এবার থাবা বসিয়েছে তৃণমূল ৷ বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে এই কেন্দ্রে দাঁড় করিয়ে হিন্দিভাষী ভোট নিজেদের দিকে টানতে সফল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সুপ্রিমোর এই সিদ্ধান্তকে তাই মাস্ট্রারস্ট্রোক হিসেবেই দেখা হচ্ছে ৷ 2014 ও 2019 লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভায় ফুটেছিল পদ্ম ফুল ৷ জিতেছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ তার আগে আসানসোল বাম দুর্গ হিসেবেই পরিচিত ছিল ৷ আর এবার সেখানে তৃণমূলের ঘাসফুল ফোটালেন শত্রুঘ্ন সিনহা ৷

আরও পড়ুন : আসানসোলে তৃণমূলের সুনামি, খড়কুটো বিজেপি

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আসানসোলে জিততে এবার মরিয়া ছিল তৃণমূল কংগ্রেস ৷ হিন্দিভাষী ভোটের অঙ্কও মাথায় ছিল তৃণমূল নেত্রীর ৷ শত্রুঘ্ন সিনহাকে তাঁর প্রার্থী নির্বাচনে অনেকেই অবাক হয়েছিলেন প্রথমে ৷ উঠেছিল বহিরাগত তত্ত্ব ৷ তৃণমূলের বিরুদ্ধে এই তত্ত্ব সামনে এনে প্রচারেও ঝড় তুলেছিল গেরুয়া শিবির ৷ কিন্তু তাতে কাজ হয়নি ৷ মমতার সফল চালে হিন্দিভাষী ভোটের কার্যত ঢল নেমেছে তৃণমূলের পক্ষে ৷ বড় ব্যবধানে বিজেপির থেকে আসানসোল ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায় মাত করে দিয়েছেন বিরোধীদের ৷ বিরোধী প্রার্থীদের 'খামোশ' করিয়ে দিয়েছেন শত্রুঘ্ন সিনহা ৷

বিজেপি সূত্রে খবর, আসানসোলে অবাঙালি ভোটার প্রায় 59 শতাংশ । এরমধ্যে প্রায় 40 শতাংশ ভোটেই এবার থাবা বসিয়েছে তৃণমূল ৷ এই ভোট ব্যাঙ্কের একটা বড় অংশ ছিল বিজেপির পক্ষে, এবার সেটা ছিনিয়ে নিয়েছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসেবে আসানসোলবাসীর মন জয়ে সক্ষম হয়েছেন বিহারিবাবু শত্রুঘ্ন সিনহা ৷ আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র কুলটি বিধানসভা ছাড়া বাকি সবকটি বিধানসভাতে বিজেপির ফলাফল শোচনীয় ৷ কোনও বিধানসভাতেই দাঁড়াতে পারেনি বিজেপি । আসনসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রর বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ তাঁকেই এবার লোকসভার উপনির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি ৷ কিন্তু নিজের বিধানসভা কেন্দ্রেই জিততে পারেননি অগ্নিমিত্রা ৷

আরও পড়ুন : উপনির্বাচনে জয়ের পর কালীঘাট মন্দিরে মমতা, কটাক্ষ বিরোধীদের

এবিষয়ে প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পল বলেছেন, "মানুষের রায় মাথা পেতে নিতে হবে । কেন্দ্রীয় বাহিনী দারুণ কাজ করেছে । তাই তা নিয়ে অজুহাত দেওয়ার জায়গা নেই । রিগিং হয়েছে, এটা বলব না । আসানসোল দক্ষিণ, রানিগঞ্জের দিকে সন্ত্রাস হয়েছে । সেখানে ভোট কম পড়েছে। কেন হার জানি না । বিশ্লেষণ করে দেখতে হবে ৷ উপনির্বাচনে সাধারণত সরকারের পক্ষে রায় যাওয়ার একটা প্রবণতা থাকে । 2024 লোকসভা ভোটের জন্য তৈরি হওয়া দরকার ৷"

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,"উপনির্বাচনে হিন্দু ভোটাররা নামেননি ভোট দিতে, তাই এই ফলাফল । আসানসোলের পাণ্ডবেশ্বর, বারাবনিতে ভোট হয়নি । মিডিয়াকে ঢুকতে দেয়নি৷ কুলটি, রানিগঞ্জে উপনির্বাচনে শাসকের পক্ষে ভোট পড়েছে । কিন্তু এরপরও বলছি 2024 আসানসোল আমাদেরই হবে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.