ETV Bharat / state

Abhishek Banerjee: ধূপগুড়ি উপ-নির্বাচনে হারের প্রতিহিংসা থেকেই অভিষেককে তলব, বলছে তৃণমূল - শশী পাঁজা

নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি ৷ এরপিছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে তৃণমূল ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 10:20 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: বুধবার নয়াদিল্লিতে হওয়ার কথা 'ইন্ডিয়া' জোটের সমন্বয়ে বৈঠক রয়েছে। এই বৈঠকের দিনই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে ৷ 'ইন্ডিয়া' জোটের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই তলবে রাজনৈতিক প্রতিহিংসা বলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন দলের দুই মন্ত্রী শশী পাঁজা এবং পার্থ ভৌমিক। উভয়েরই বক্তব্য, প্রতিহিংসা থেকেই 'ইন্ডিয়া' জোটের বৈঠকের দিন অভিষেককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র সমন পাঠানো হয়েছে । এদিন শশী পাঁজা বলেন, "ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপির পরাজয়ের অবসম্ভাবী ফল হল ইডি-র সমন । ধূপগুড়ির সিটটা ছিল বিজেপির। উপ-নির্বাচনে বড় ভূমিকা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই হারটা সহ্য করতে না-পারার জন্যই অভিষেকের ওপর রাগ।"

তাঁর আরও দাবি, আসলে 'ইন্ডিয়া' জোটকে ভয় পেয়েছে বিজেপি । আর সেই কারণেই প্রথম সমন্বয় বৈঠকে অভিষেক যাতে যোগদান করতে না-পারে সেজন্যই এই সমন । এদিন বিজেপিকে আরও একবার ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী। তার খোঁচা, বিজেপি ওয়াশিং মেশিনের মতো কাজ করছে, যেখানে দুর্নীতিবাজরা প্রবেশ করলেই সমস্ত অভিযোগ মুক্ত হয়ে যান।

এদিন শশী পাঁজা আরও বলেন,"এই ধরণের অসংখ্য উদাহরণ রয়েছে । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, কে নেই এই তালিকায় ! আজ যে শুভেন্দু অধিকারীকে দেখছেন বিজেপিতে যাওয়ার আগে তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল। কিন্তু যখন তিনি শিবির বদল করে গেরুয়া শিবিরে যোগদান করেছেন তখন তিনি সমস্ত অভিযোগমুক্ত । আমরা দেখে অবাক হচ্ছি, এই ইডি এবং সিবিআই তার দিকে তাকাচ্ছেই না ।

আরও পড়ুন: জিজ্ঞাসাবাদ করলেও অভিষেককে এখনই গ্রেফতার নয়, ইডিকে নির্দেশ হাইকোর্টের

অপরদিকে, রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "আসলে অভিষেকের শিরদাঁড়া সোজা, শুভেন্দুর মতো শিরদাঁড়া বিক্রি করেননি ৷ সেকারণেই বারেবারে উদ্দেশ্য প্রোণদিতভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনগুলিতে জিজ্ঞাসাবাদের নামে ডেকে হেনস্থা ও বিব্রত করার চেষ্টা হচ্ছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তের মুখোমুখি হতে ভয় পান না । সেটা আগামিকাল ফের প্রমাণ হয়ে যাবে।"

আরও পড়ুন: 30 আইপিএস বদল ও পদোন্নতি রাজ্যে, তালিকায় 6 আইজি-ডিআইজি-সহ 10 জেলার এসপি

এদিন তৃণমূল কংগ্রেসের নেতারা স্পষ্ট ভাষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমালোচনা করে বলেছেন, বিজেপির শাখা সংগঠনের নয়, ইডি-সিবিআই আধিকারিকরা মেরুদণ্ড সোজা রেখে দায়িত্ব পালন করুন । পার্থ ভৌমিকের কথায়, "ইডি, সিবিআই কর্তাদের বলছি, খামোখা নিজেদের আত্মসম্মান ক্ষুন্ন হতে দিচ্ছেন কেন? আর তো 6 মাস, তারপর তো ভোট !"

এদিন জি20 বৈঠক নিয়েও বিজেপিকে আক্রমণ শানিয়েছেন শশী পাঁজা । তিনি বলেন, "জি-২০ সম্মেলনের জন্য বাজেটে 990 কোটি বরাদ্দ ছিল, অথচ 4 হাজার কোটি টাকা ব্যয় করা হল । এই বিপুল পরিমাণ অর্থ নষ্টের জবাব দেবে কে? এতে ভারতের কি শিল্পোন্নতি হল? বাংলার বাড়ি প্রকল্প, 100 দিনের কাজের বেলায় টাকা নেই, অথচ এসবে খরচ করার টাকা আছে ! বিজেপি এভাবে যত বাংলার সঙ্গে বঞ্চনা করবে ধূপগুড়ির মতো প্রতিটা ভোটে বাংলার মানুষ তার জবাব ফিরিয়ে দেবে ।

কলকাতা, 12 সেপ্টেম্বর: বুধবার নয়াদিল্লিতে হওয়ার কথা 'ইন্ডিয়া' জোটের সমন্বয়ে বৈঠক রয়েছে। এই বৈঠকের দিনই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কলকাতায় ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে ৷ 'ইন্ডিয়া' জোটের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই তলবে রাজনৈতিক প্রতিহিংসা বলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন দলের দুই মন্ত্রী শশী পাঁজা এবং পার্থ ভৌমিক। উভয়েরই বক্তব্য, প্রতিহিংসা থেকেই 'ইন্ডিয়া' জোটের বৈঠকের দিন অভিষেককে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র সমন পাঠানো হয়েছে । এদিন শশী পাঁজা বলেন, "ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপির পরাজয়ের অবসম্ভাবী ফল হল ইডি-র সমন । ধূপগুড়ির সিটটা ছিল বিজেপির। উপ-নির্বাচনে বড় ভূমিকা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই হারটা সহ্য করতে না-পারার জন্যই অভিষেকের ওপর রাগ।"

তাঁর আরও দাবি, আসলে 'ইন্ডিয়া' জোটকে ভয় পেয়েছে বিজেপি । আর সেই কারণেই প্রথম সমন্বয় বৈঠকে অভিষেক যাতে যোগদান করতে না-পারে সেজন্যই এই সমন । এদিন বিজেপিকে আরও একবার ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করেছেন রাজ্যের শিল্পমন্ত্রী। তার খোঁচা, বিজেপি ওয়াশিং মেশিনের মতো কাজ করছে, যেখানে দুর্নীতিবাজরা প্রবেশ করলেই সমস্ত অভিযোগ মুক্ত হয়ে যান।

এদিন শশী পাঁজা আরও বলেন,"এই ধরণের অসংখ্য উদাহরণ রয়েছে । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, কে নেই এই তালিকায় ! আজ যে শুভেন্দু অধিকারীকে দেখছেন বিজেপিতে যাওয়ার আগে তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল। কিন্তু যখন তিনি শিবির বদল করে গেরুয়া শিবিরে যোগদান করেছেন তখন তিনি সমস্ত অভিযোগমুক্ত । আমরা দেখে অবাক হচ্ছি, এই ইডি এবং সিবিআই তার দিকে তাকাচ্ছেই না ।

আরও পড়ুন: জিজ্ঞাসাবাদ করলেও অভিষেককে এখনই গ্রেফতার নয়, ইডিকে নির্দেশ হাইকোর্টের

অপরদিকে, রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "আসলে অভিষেকের শিরদাঁড়া সোজা, শুভেন্দুর মতো শিরদাঁড়া বিক্রি করেননি ৷ সেকারণেই বারেবারে উদ্দেশ্য প্রোণদিতভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনগুলিতে জিজ্ঞাসাবাদের নামে ডেকে হেনস্থা ও বিব্রত করার চেষ্টা হচ্ছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তের মুখোমুখি হতে ভয় পান না । সেটা আগামিকাল ফের প্রমাণ হয়ে যাবে।"

আরও পড়ুন: 30 আইপিএস বদল ও পদোন্নতি রাজ্যে, তালিকায় 6 আইজি-ডিআইজি-সহ 10 জেলার এসপি

এদিন তৃণমূল কংগ্রেসের নেতারা স্পষ্ট ভাষায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমালোচনা করে বলেছেন, বিজেপির শাখা সংগঠনের নয়, ইডি-সিবিআই আধিকারিকরা মেরুদণ্ড সোজা রেখে দায়িত্ব পালন করুন । পার্থ ভৌমিকের কথায়, "ইডি, সিবিআই কর্তাদের বলছি, খামোখা নিজেদের আত্মসম্মান ক্ষুন্ন হতে দিচ্ছেন কেন? আর তো 6 মাস, তারপর তো ভোট !"

এদিন জি20 বৈঠক নিয়েও বিজেপিকে আক্রমণ শানিয়েছেন শশী পাঁজা । তিনি বলেন, "জি-২০ সম্মেলনের জন্য বাজেটে 990 কোটি বরাদ্দ ছিল, অথচ 4 হাজার কোটি টাকা ব্যয় করা হল । এই বিপুল পরিমাণ অর্থ নষ্টের জবাব দেবে কে? এতে ভারতের কি শিল্পোন্নতি হল? বাংলার বাড়ি প্রকল্প, 100 দিনের কাজের বেলায় টাকা নেই, অথচ এসবে খরচ করার টাকা আছে ! বিজেপি এভাবে যত বাংলার সঙ্গে বঞ্চনা করবে ধূপগুড়ির মতো প্রতিটা ভোটে বাংলার মানুষ তার জবাব ফিরিয়ে দেবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.