কলকাতা, 13 জানুয়ারি: এবার গঙ্গা আরতিকে নিয়ে রাজনৈতিক তরজায় শুরু হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি'র মধ্যে । গেরুয়া শিবিরের দাবি, রাজ্য সরকারের তরফ থেকে বিজেপি-কে গঙ্গা আরতি থেকে আটকানোর চেষ্টা করা হলেও সরকারের সেই চেষ্টাকে ব্যর্থ করেই গঙ্গারতি (Ganga Aarti ) করেছেন বিজেপি নেতারা । অতএব রাজ্য চেষ্টা করেও তাঁদের আটকাতে পারেনি বলেই দাবি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের মতো বিজেপি নেতাদের (BJP Leaders performed Ganga Aarti) ।
কিন্তু শুক্রবার গঙ্গা আরতি নিয়ে মুখ খুলে পালটা বিজেপি নেতাদের নিশানা করল তৃণমূল । এমনকি রাজ্যের শাসকদলের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে ভুল পদ্ধতিতে গঙ্গা আরতি করে রাজ্যের হিন্দুদের অপমান করেছেন বিজেপি নেতারা । প্রসঙ্গত রাজ্যের শাসক দলের তরফ থেকে এদিন একটি ভিডিও প্রকাশ করা হয় । সেখানে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গঙ্গা আরতি করছেন । তার সঙ্গে রয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরাও। এই ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেস দাবি করেছে সৌমিত্র খাঁ যে পদ্ধতিতে গঙ্গারতি করেছেন তা সঠিক নয় (TMC raised question on Ganga Aarti of Saumitra Khan ) । আর এমনটি করে মা গঙ্গার অপমান করেছে বিজেপি (Saumitra Khan performed Ganga Aarti)।
-
While BJP State President @DrSukantaBJP claimed that 'Ganga Aarti' was not permitted, @BJP4Bengal MP @KhanSaumitra performed the same but INCORRECTLY.
— All India Trinamool Congress (@AITCofficial) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Firstly, did BJP CONTRADICT their own claim?
Secondly, how many more times will BJP DISRESPECT the religious beliefs of people? pic.twitter.com/G0juF60JLI
">While BJP State President @DrSukantaBJP claimed that 'Ganga Aarti' was not permitted, @BJP4Bengal MP @KhanSaumitra performed the same but INCORRECTLY.
— All India Trinamool Congress (@AITCofficial) January 13, 2023
Firstly, did BJP CONTRADICT their own claim?
Secondly, how many more times will BJP DISRESPECT the religious beliefs of people? pic.twitter.com/G0juF60JLIWhile BJP State President @DrSukantaBJP claimed that 'Ganga Aarti' was not permitted, @BJP4Bengal MP @KhanSaumitra performed the same but INCORRECTLY.
— All India Trinamool Congress (@AITCofficial) January 13, 2023
Firstly, did BJP CONTRADICT their own claim?
Secondly, how many more times will BJP DISRESPECT the religious beliefs of people? pic.twitter.com/G0juF60JLI
এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক । সেই ভিডিয়োও প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে ৷ তিনি দাবি করেছেন, আসলে ধর্মীয় রীতির উলটো দিকে হাত ঘুরিয়ে গঙ্গা আরতি হিন্দু রীতিনীতির অসম্মান । যারা নিজেদের প্রকৃত হিন্দু বলে দাবি করেন, তাদের ধর্মের প্রতি এই অনাচার আদতে হিন্দু ধর্মের প্রতি অপমান বলেই মনে করছেন তিনি । একইভাবে এই ঘটনার কড়া সমালোচনা করেছেন, রাজ্য সরকারের অপর মন্ত্রী শশী পাঁজা । তিনিও বলেছেন, "সৌমিত্র খাঁ যেভাবে গঙ্গা আরতি করেছেন সেটা ধর্মের অবমাননার সামিল । কখনওই অ্যান্টিক্লক ওয়াইজ (ঘড়ির কাঁটার উলটো দিকে) হাত ঘুরিয়ে গঙ্গা আরতি হয় না । এমনটা করে গঙ্গা মায়ের অসম্মান করেছেন তিনি ।"
আরও পড়ুন: 'পর্যটনে নয়া যুগ', বিশ্বের দীর্ঘতম নদী-প্রমোদতরী গঙ্গা বিলাসের উদ্বোধনে বললেন মোদি
প্রসঙ্গত, গঙ্গা আরতি নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতি উত্তাল (Bengal Ganga Aarti controversy)। কাশী-বিশ্বনাথ দর্শনে গিয়ে গঙ্গা আরতি দেখে আকৃষ্ট হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ঘোষণা করেন সেখানকার কায়দায় এরাজ্যের গঙ্গার ঘাটেও গঙ্গা আরতি হবে । সেই মতো কলকাতা পৌরনিগমকে স্থান নির্বাচনের দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী । বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন বাবুঘাটেই হবে গঙ্গা আরতি এবং এই গঙ্গা আরতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ তিনি দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ।
এসবের মাঝেই বিজেপি নেতাদের তরফ থেকে দফায় দফায় গঙ্গা আরতি করার কার্যত হিড়িক পড়ে যায় । এমনকি দেখা যায়, গঙ্গা আরতি করতে গিয়ে বাবুঘাটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়েছেন বিজেপি নেতারা । তারপর থেকেই দুই পক্ষের মধ্যে এই নিয়ে বাকযুদ্ধ চলছে । আর এসবের মধ্যেই নতুন করে বিতর্ক ছড়াল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ'য়ের গঙ্গা আরতিকে নিয়ে । এখন দেখার এর জল কতদূর পর্যন্ত গড়ায় ।