ETV Bharat / state

Chaos in WB Assembly: জবাবি ভাষণে নেই শুভেন্দু ! চন্দ্রিমার 'অমানুষ' মন্তব্যে উত্তপ্ত অধিবেশন - WB Assembly Session News

বিধানসভায় বাজেট নিয়ে জবাবি বক্তৃতা চলছে ৷ সেখানে অনুপস্থিত বিরোধী দলনেতা ৷ আরেকদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে 'অসংসদীয়' শব্দ ব্যবহারের অভিযোগ এনেছে বিজেপি ৷ দু'পক্ষের তর্ক-বিতর্কে উত্তপ্ত বিধানসভা (West Bengal Assembly Budget Session) ৷

West Bengal Assembly
বিধানসভা
author img

By

Published : Feb 18, 2023, 7:05 AM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: বিধানসভায় শুভেন্দুর গড়হাজিরা এবং চন্দ্রিমার 'অসংসদীয়' শব্দ উচ্চারণ নিয়ে চাপানউতোর চলছে ৷ শুক্রবার শাসকদল তৃণমূল কংগ্রেস বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে সরব হয় ৷ ঠিক তখনই বিরোধীদের অস্ত্র রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের 'অসংসদীয়' শব্দ ৷ তুমুল হইহট্টগোল শুরু হয় ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিরোধীদের তরফ থেকে মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ (privileged motion Notice) জমা দেওয়া হয় (West Bengal Assembly Budget Session 2023) ৷

ঘটনার সূত্রপাত, বাজেট নিয়ে জবাবি ভাষণের সময় ৷ বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে অভিযোগ, বক্তব্য রাখতে গিয়ে নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ একজন মন্ত্রী হিসাবে তাঁর এই আচরণ শাস্তিযোগ্য ৷ এখনই তাঁকে এ বিষয়ে সতর্ক করা না-হলে ভবিষ্যতে অন্যরাও বিধানসভাকক্ষে এই ধরনের কাজ করতে পারে ৷

এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "অর্থ প্রতিমন্ত্রী নিজের বক্তৃতায় একটি অসংসদীয় শব্দের ব্যবহার করেছেন ৷ তিনি মিহির গোস্বামীকে 'অমানুষ' বলেছেন ৷ আমরা সেই কারণে প্রতিবাদ জানিয়ে একটি স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনছি ৷ শাসকদল বলেই কি আমাদের 'অমানুষ' বলবে ? আইনসভায় দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক অসংসদীয় শব্দ বলবেন ? এধরনের ঘটনা আমরা সহ্য করব না ৷ তাই আমরা এই প্রস্তাব আনছি ৷"

আরও পড়ুন: বিধানসভায় খইনি, না জোয়ান ! অধ্যক্ষের তোপের মুখে বিজেপি বিধায়ক

এদিনই বিরোধীদের পালটা জবাব দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও ৷ তিনি বলেন, "আমি এই স্বাধিকারভঙ্গের নোটিশকে ভয় পাচ্ছি না ৷ কিন্তু যে বিধায়ক আমাকে অপমান করেছেন, তাঁর বিরুদ্ধে তো বিরোধীদের মহিলা বিধায়করা চুপ রইলেন ৷ ওরা স্বাধিকারভঙ্গের নোটিশ আনছে, এটা ওদের বিষয় ৷ কিন্তু যে ভাবে আমাকে অপমান করা হল, সেটা তো দেখল না ৷ যিনি নোটিশ জমা দিয়েছেন, সেই সময় তিনি অধিবেশন কক্ষে ছিলেন না ৷ থাকার প্রয়োজন বোধ করেননি ৷" মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলনেতার অনুপস্থিতি নিয়ে এ দিন সরব হয়ে বলেন, "আমার স্বল্প বিধায়ক জীবনে কখনও দেখিনি যে বিধানসভার বাজেট অধিবেশনের জবাবী ভাষণে বিরোধী দলনেতা উপস্থিত নেই ৷" তাঁর মতে এই ঘটনা নজিরবিহীন ৷ এই কাজ করে তিনি বাস্তবে অর্থমন্ত্রীকে অসম্মান করেছেন ৷

কলকাতা, 18 ফেব্রুয়ারি: বিধানসভায় শুভেন্দুর গড়হাজিরা এবং চন্দ্রিমার 'অসংসদীয়' শব্দ উচ্চারণ নিয়ে চাপানউতোর চলছে ৷ শুক্রবার শাসকদল তৃণমূল কংগ্রেস বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে সরব হয় ৷ ঠিক তখনই বিরোধীদের অস্ত্র রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের 'অসংসদীয়' শব্দ ৷ তুমুল হইহট্টগোল শুরু হয় ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিরোধীদের তরফ থেকে মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ (privileged motion Notice) জমা দেওয়া হয় (West Bengal Assembly Budget Session 2023) ৷

ঘটনার সূত্রপাত, বাজেট নিয়ে জবাবি ভাষণের সময় ৷ বিজেপি পরিষদীয় দলের তরফ থেকে অভিযোগ, বক্তব্য রাখতে গিয়ে নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ একজন মন্ত্রী হিসাবে তাঁর এই আচরণ শাস্তিযোগ্য ৷ এখনই তাঁকে এ বিষয়ে সতর্ক করা না-হলে ভবিষ্যতে অন্যরাও বিধানসভাকক্ষে এই ধরনের কাজ করতে পারে ৷

এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "অর্থ প্রতিমন্ত্রী নিজের বক্তৃতায় একটি অসংসদীয় শব্দের ব্যবহার করেছেন ৷ তিনি মিহির গোস্বামীকে 'অমানুষ' বলেছেন ৷ আমরা সেই কারণে প্রতিবাদ জানিয়ে একটি স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনছি ৷ শাসকদল বলেই কি আমাদের 'অমানুষ' বলবে ? আইনসভায় দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক অসংসদীয় শব্দ বলবেন ? এধরনের ঘটনা আমরা সহ্য করব না ৷ তাই আমরা এই প্রস্তাব আনছি ৷"

আরও পড়ুন: বিধানসভায় খইনি, না জোয়ান ! অধ্যক্ষের তোপের মুখে বিজেপি বিধায়ক

এদিনই বিরোধীদের পালটা জবাব দিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও ৷ তিনি বলেন, "আমি এই স্বাধিকারভঙ্গের নোটিশকে ভয় পাচ্ছি না ৷ কিন্তু যে বিধায়ক আমাকে অপমান করেছেন, তাঁর বিরুদ্ধে তো বিরোধীদের মহিলা বিধায়করা চুপ রইলেন ৷ ওরা স্বাধিকারভঙ্গের নোটিশ আনছে, এটা ওদের বিষয় ৷ কিন্তু যে ভাবে আমাকে অপমান করা হল, সেটা তো দেখল না ৷ যিনি নোটিশ জমা দিয়েছেন, সেই সময় তিনি অধিবেশন কক্ষে ছিলেন না ৷ থাকার প্রয়োজন বোধ করেননি ৷" মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলনেতার অনুপস্থিতি নিয়ে এ দিন সরব হয়ে বলেন, "আমার স্বল্প বিধায়ক জীবনে কখনও দেখিনি যে বিধানসভার বাজেট অধিবেশনের জবাবী ভাষণে বিরোধী দলনেতা উপস্থিত নেই ৷" তাঁর মতে এই ঘটনা নজিরবিহীন ৷ এই কাজ করে তিনি বাস্তবে অর্থমন্ত্রীকে অসম্মান করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.