কলকাতা, 22 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সায়নী ঘোষকে (Saayoni Ghosh) ত্রিপুরায় গ্রেফতারের জের এসে পড়ল কলকাতাতেও ৷ ওই ঘটনার প্রতিবাদে বিজেপির সদর কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল ।
আজ সকালে বিজেপির রাজ্য দফতরের বাইরে বিক্ষোভে বসে যান তৃণমূল কর্মী-সমর্থকরা । সদর দফতরের মূল প্রবেশদ্বারের বাইরে এই বিক্ষোভ হয় । গেটের বাইরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ধিক্কার জানিয়ে পোস্টর লাগানো হয়েছে । ঘটনাস্থলে রয়েছে জোড়াসাঁকো থানার পুলিশ ৷
তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, অবিলম্বে তাঁদের নেত্রী সায়নী ঘোষকে মুক্তি দিতে হবে । তাঁদের অভিযোগ, "ত্রিপুরায় একটা স্বৈরাচারী সরকার চলছে । একটা অপদার্থ সরকার । ত্রিপুরায় সরকারের কার্যাকলাপের বিরুদ্ধেই আমাদের আন্দোলন ।"
পুলিশ সূত্রে খবর, আগাম কোনও ঘোষণা ছাড়াই মধ্য কলকাতার তৃণমূল কর্মীরা এখানে বিক্ষোভ শুরু করেন । তবে পুলিশ পুরো বিষয়টি নিয়ন্ত্রণে এনেছে । প্রথমে বিজেপির সদর দফতরের মূল প্রবেশদ্বার আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা । পরে জোড়াসাঁকো থানার পুলিশ সেই গেট থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় । পরে তৃণমূল কর্মী-সমর্থকরা সেন্ট্রাল অ্যাভিনিউ-এর রাস্তার বাইর বিক্ষোভ দেখাতে থাকেন ।
আরও পড়ুন: Abhishek Banerjee in Tripura : ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে, আগরতলায় নেমেই বিপ্লবকে নিশানা অভিষেকের
মধ্য কলকাতার স্থানীয় তৃণমূল নেতা রাহুল রায় বলেন, "ত্রিপুরায় স্বৈরাচারী সরকার চলছে । আমাদের নেত্রী সায়নী ঘোষকে বিনা কারণে পুলিশ গ্রেফতার করেছে । এর প্রতিবাদেই আমাদের আন্দোলন । আজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ত্রিপুরায় পৌঁছেছেন । তাঁকে বাধা দেওয়া হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ৷"
রবিবার দিনভর উত্তপ্ত ছিল আগরতলা ৷ পৌর নির্বাচনের প্রচারের জন্য তৃণমূলের নেতারা ত্রিপুরার যে হোটেলে উঠেছেন, সেখান থেকে সায়নীকে থানায় নিয়ে যায় পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ ৷ কয়েক ঘণ্টা জেরা করার পর সায়নীকে গ্রেফতার করা হয় ৷ এরই মধ্যে থানায় একদল লোক মাথায় হেলমেট পরে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ তৃণমূলের দাবি, পুলিশের সামনেই তাদের দলীয় কর্মীদের মারধর করে বিজেপি আশ্রিত গুন্ডারা ৷
আরও পড়ুন: Supreme Court on Tmc plea : আগামিকাল তৃণমূলের আদালত অবমাননা মামলা শুনবে সুপ্রিম কোর্ট
এদিকে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ সকালে ত্রিপুরা পৌঁছেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগরতলা বিমানবন্দরে নেমেই ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি ৷ ধমকে, চমকে ত্রিপুরায় তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷