ETV Bharat / state

পরিবর্তন শিয়ালদা-পুরী-শিয়ালদা ট্রেনের সময়সূচি - 02201 শিয়ালদা-পুরী স্পেশাল ট্রেন

শিয়ালদা-পুরী-শিয়ালদা ট্রেনের সময়সূচি পরিবর্তন হল ।

শিয়ালদাহ পুরী শিয়ালদহ স্পেশালটির সময়সূচিতে পরিবর্তন
শিয়ালদাহ পুরী শিয়ালদহ স্পেশালটির সময়সূচিতে পরিবর্তন
author img

By

Published : Oct 6, 2020, 10:42 AM IST

Updated : Oct 6, 2020, 10:59 AM IST

কলকাতা, 6 অক্টোবর : শিয়ালদা-পুরী-শিয়ালদা ট্রেনের সময়সূচি পরিবর্তন হল । পরিবর্তন সূচি উল্লেখ করা হল-

*02201 শিয়ালদা-পুরী স্পেশাল ট্রেন । শিয়ালদা থেকে প্রতি সোমবার ও শুক্রবার রাত 8 টার সময় ছাড়ে । প্রতি মঙ্গলবার ও শনিবার 2টো 55 মিনিটে ভুবনেশ্বর পৌঁছায় । ভুবনেশ্বরে ট্রেনটি 5 মিনিট দাঁড়ায় ।

*02202 পুরী-শিয়ালদা স্পেশাল ট্রেন । প্রতি মঙ্গলবার ও শনিবার পুরী থেকে 5টা 20 মিনিটে ছাড়ে । ট্রেনটি ওই একই দিনে ভুবনেশ্বর পৌঁছায় 8টা 25 মিনিটে । ভুবনেশ্বর স্টেশনে ট্রেনটি 5 মিনিট দাঁড়াবে ।

কলকাতা, 6 অক্টোবর : শিয়ালদা-পুরী-শিয়ালদা ট্রেনের সময়সূচি পরিবর্তন হল । পরিবর্তন সূচি উল্লেখ করা হল-

*02201 শিয়ালদা-পুরী স্পেশাল ট্রেন । শিয়ালদা থেকে প্রতি সোমবার ও শুক্রবার রাত 8 টার সময় ছাড়ে । প্রতি মঙ্গলবার ও শনিবার 2টো 55 মিনিটে ভুবনেশ্বর পৌঁছায় । ভুবনেশ্বরে ট্রেনটি 5 মিনিট দাঁড়ায় ।

*02202 পুরী-শিয়ালদা স্পেশাল ট্রেন । প্রতি মঙ্গলবার ও শনিবার পুরী থেকে 5টা 20 মিনিটে ছাড়ে । ট্রেনটি ওই একই দিনে ভুবনেশ্বর পৌঁছায় 8টা 25 মিনিটে । ভুবনেশ্বর স্টেশনে ট্রেনটি 5 মিনিট দাঁড়াবে ।

Last Updated : Oct 6, 2020, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.