কলকাতা, 1 জানুয়ারি: সোমবার, 2 জানুয়ারি থেকে যাত্রী সাধারণের জন্য চালু হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা (Joka Taratala Metro Service) ৷ শুক্রবার জোকা-বিবাদিবাগ (Joka BBD Bagh Metro) মেট্রো প্রকল্পের (পার্পেল লাইন) জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে মেট্রো চলাচলের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Kolkata Metro Purple Line) ৷ আগামীকাল থেকে এই রুটে যাত্রী পরিষেবা শুরুর আগে একনজরে দেখে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ৷
সপ্তাহে কদিন চলবে মেট্রো ?
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত জোকা-তারাতলা রুটে মেট্রো চলবে (Joka Taratala) ৷ অর্থাৎ শনি ও রবিবার এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে (Joka Taratala metro timing) ৷ মেট্রোর তরফে জানানো হয়েছে এই রুটে ট্রেন চলবে 'ওয়ান ট্রেন ওনলি সিস্টেম'য়ে ৷ অর্থাৎ মেট্রোর যে রেকটি জোকা থেকে ছাড়বে সেটি তারাতলা পৌঁছনোর পর আবার সেই রেকটিই জোকা অভিমুখে যাত্রা করবে ৷
আপ ও ডাউন লাইনে 6 বার করে চলবে মেট্রো ৷ জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 10টায় ৷ জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে বিকেল 5টায় ৷ জোকা থেকে মেট্রো ছাড়বে সকাল 10টা, 11টা, দুপুর 12টা, 3টে, বিকেল 4টে ও 5টায় ৷
অন্যদিকে, তারাতলা থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে দশটায় ৷ এরপর সকাল সাড়ে 11টা, দুপুর সাড়ে 12টা, সাড়ে 3টে, বিকেল সাড়ে 4 টে ও সাড়ে 5টায় মিলবে জোকা অভিমুখে যাওয়ার মেট্রো ৷
আরও পড়ুন: জোকা-তারাতলা মেট্রো চালুতে খুশি বেহালাবাসী, আয় কমার আশংকায় অটো চালকরা
ভাড়া কত?
জোকা-তারাতলা রুটে সর্বনিম্ন ভাড়া ধার্য হয়েছে 5 টাকা ৷ সর্বোচ্চ 20 টাকা (Joka Taratala metro fare) ৷