ETV Bharat / state

Kolkata Chakra Rail : ছটপুজোয় আগামী দু'দিন চক্ররেলের সময়সূচি বদল - কলকাতায় ছটপুজো

ছটপুজো হয় নদীর ধারে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে গঙ্গার পাড়ে এই পুজো করেন ভক্তরা ৷ তাই তাঁদের কথা ভেবে 10 ও 11 তারিখ বেশ কিছু চক্ররেলের সময় ও স্থান পরিবর্তন করা হয়েছে ৷

ছটপুজোয় ট্রেনের সময়সূচি বদল
ছটপুজোয় ট্রেনের সময়সূচি বদল
author img

By

Published : Nov 9, 2021, 8:31 AM IST

কলকাতা, 9 নভেম্বর : ছটপুজোর দিন পুণ্য অর্জনে গঙ্গাস্নান ও নদীর ধারে দণ্ডী কাটেন হাজার হাজার ভক্ত । তাই পুণ্যার্থীদের কথা ভেবে 2 দিন নিয়ন্ত্রণ করা হবে চক্ররেলের যাতায়াত । আগামী 10 ও 11 নভেম্বর ভোর থেকে সন্ধে পর্যন্ত পরিবর্তন করা হয়েছে চক্ররেলের সময় । 10 নভেম্বর দুপুর 1টা থেকে পরের দিন অর্থাৎ 11 নভেম্বর 3টে পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ।

10 নভেম্বর যে সব ট্রেনের সময় বদল হয়েছে

  • 3 জোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ও আবার কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
  • 2 জোড়া ইএমইউ লোকাল শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শেষ করবে এবং ওই স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
  • 1 জোড়া ইএমইউ লোকাল বালিগঞ্জ স্টেশনের সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে আবার ওই স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
  • 1 জোড়া ইএমইউ লোকাল কাঁকুড়গাছি রোড জংশন হয়ে বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করে ওই স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
  • 1 জোড়া ইএমইউ লোকাল মাঝেরহাট স্টেশনে যাত্রা শেষ করে ফের ওই স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • এছাড়াও 1 জোড়া ইএমইউ লোকাল কাঁকুড়গাছি রোড জংশন হয়ে বালিগঞ্জ স্টেশন পৌঁছাবে ।

আরও পড়ুন : Lalbazar : কালীপুজোর পর ছটপুজো, শব্দবাজির দৌরাত্ম্য নিয়ে দুশ্চিন্তায় লালবাজার

11 নভেম্বর যে ট্রেনগুলো সময়সূচি পরিবর্তন করা হয়েছে

  • 3 জোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করে ওই স্টেশন থেকে ট্রেন ছাড়বে ৷
  • 3 জোড়া ইএমইউ লোকাল সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে শিয়ালদা নর্থ স্টেশনে ৷ আবার ওখান থেকে ট্রেন ছাড়বে ।
  • 1 জোড়া ইএমইউ লোকাল সংক্ষিপ্ত যাত্রা সেরে বালিগঞ্জ স্টেশনের পৌঁছবে এবং ওই স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • 1 জোড়া ইএমইউ লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । ট্রেন দু'টি কাঁকুড়গাছি রোড জংশন হয়ে বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে । পুনরায় ওই স্টেশন থেকে ট্রেনটি সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • 1 জোড়া ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে ।
  • এছাড়াও 2 টি ইএমইউ লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । কাঁকুড়গাছি রোড জংশন হয়ে ট্রেন দু'টি বালিগঞ্জ স্টেশনে পৌঁছাবে ।

কলকাতা, 9 নভেম্বর : ছটপুজোর দিন পুণ্য অর্জনে গঙ্গাস্নান ও নদীর ধারে দণ্ডী কাটেন হাজার হাজার ভক্ত । তাই পুণ্যার্থীদের কথা ভেবে 2 দিন নিয়ন্ত্রণ করা হবে চক্ররেলের যাতায়াত । আগামী 10 ও 11 নভেম্বর ভোর থেকে সন্ধে পর্যন্ত পরিবর্তন করা হয়েছে চক্ররেলের সময় । 10 নভেম্বর দুপুর 1টা থেকে পরের দিন অর্থাৎ 11 নভেম্বর 3টে পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ।

10 নভেম্বর যে সব ট্রেনের সময় বদল হয়েছে

  • 3 জোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে ও আবার কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
  • 2 জোড়া ইএমইউ লোকাল শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শেষ করবে এবং ওই স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
  • 1 জোড়া ইএমইউ লোকাল বালিগঞ্জ স্টেশনের সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে আবার ওই স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
  • 1 জোড়া ইএমইউ লোকাল কাঁকুড়গাছি রোড জংশন হয়ে বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করে ওই স্টেশন থেকে যাত্রা শুরু করবে ।
  • 1 জোড়া ইএমইউ লোকাল মাঝেরহাট স্টেশনে যাত্রা শেষ করে ফের ওই স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • এছাড়াও 1 জোড়া ইএমইউ লোকাল কাঁকুড়গাছি রোড জংশন হয়ে বালিগঞ্জ স্টেশন পৌঁছাবে ।

আরও পড়ুন : Lalbazar : কালীপুজোর পর ছটপুজো, শব্দবাজির দৌরাত্ম্য নিয়ে দুশ্চিন্তায় লালবাজার

11 নভেম্বর যে ট্রেনগুলো সময়সূচি পরিবর্তন করা হয়েছে

  • 3 জোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করে ওই স্টেশন থেকে ট্রেন ছাড়বে ৷
  • 3 জোড়া ইএমইউ লোকাল সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে শিয়ালদা নর্থ স্টেশনে ৷ আবার ওখান থেকে ট্রেন ছাড়বে ।
  • 1 জোড়া ইএমইউ লোকাল সংক্ষিপ্ত যাত্রা সেরে বালিগঞ্জ স্টেশনের পৌঁছবে এবং ওই স্টেশন থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • 1 জোড়া ইএমইউ লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । ট্রেন দু'টি কাঁকুড়গাছি রোড জংশন হয়ে বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে । পুনরায় ওই স্টেশন থেকে ট্রেনটি সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ।
  • 1 জোড়া ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে ।
  • এছাড়াও 2 টি ইএমইউ লোকালের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে । কাঁকুড়গাছি রোড জংশন হয়ে ট্রেন দু'টি বালিগঞ্জ স্টেশনে পৌঁছাবে ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.