কলকাতা, 31 মার্চ : গাড়ির বিভিন্ন কর জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র ও রাজ্য মোটর ভেহিকেলস দপ্তর । রোড ট্যাক্স, সার্টিফিকেট অফ ফিটনেস-সহ গাড়ি সম্পর্কিত আরও অন্যান্য কর জমার করার শেষ দিন ছিল আজ । তবে লকডাউনের জেরে বন্ধ প্রায় সব পরিষেবা । বন্ধ পরিবহনের কাজকর্মও । তাই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে 30 জুন পর্যন্ত বাড়ানো হল এই মেয়াদ ।
গাড়ির বিভিন্ন কর জমার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানো হল 30 জুন পর্যন্ত । কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে সব গাড়ির কর, CF-সহ অনান্য করের মেয়াদ 1 ফেব্রুয়ারি বা তারপরে শেষ হয়ে যাবে তাদের জন্য 30 জুন পর্যন্ত ছাড় দেওয়া হল । ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে । লকডাউন শেষ হয়ে গেলে 30 জুন পর্যন্ত কোনও গাড়ির বিরুদ্ধে কোনওরকম জরিমানা করবে না ট্র্যাফিক পুলিশ ।
তবে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি লকডাউনের শুরুতেও বলেছি আর এখনও বলছি যে, করের উপর 6 মাসের ছাড় দেওয়া হোক । আমাদের গাড়িগুলো বসে রয়েছে ৷ এরপর আরও কতদিন এরকম পরিস্থিতি থাকবে জানা নেই । আমাদের কোনওরকম আয়-উপার্জন এখন নেই । সব কাজ বন্ধ হয়ে রয়েছে । আমরা ব্যাপক আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি । তাই মেয়াদ বাড়ালে সমস্যার সমাধান হবে না ।" সঙ্গে জানান, এই মর্মে একটি চিঠিও কেন্দ্রকে পাঠানো হয়েছে ।
এর আগে পরিবহন দপ্তর থেকে সমস্ত বকেয়া রোড ট্যাক্স, সার্টিফিকেট অফ ফিটনেস (CF)-সহ আরও অন্যান্য কর মিটিয়ে দেওয়ার সময় 31 মার্চ বেঁধে দেওয়া হয়েছিল । তবে তার মধ্যেই দেখা দেয় কোরোনা ভাইরাসের সংক্রমণ । প্রথমে জনতা কারফিউ এবং পরে সম্পূর্ণ লকডাউনের ফলে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের পরিষেবা । মেটানো সম্ভব হয়নি বকেয়া কর । তাই এই সিদ্ধান্ত বহু বাস ও ট্যাক্সি মালিকদের স্বস্তি এনে দিয়েছে ।