ETV Bharat / state

বিপজ্জনক মেডিকেল কলেজ, কোরোনায় আক্রান্ত আরও 3 চিকিৎসক, 4 কর্মী - ডাক্তারের কোরোনা সংক্রমণ

গতকাল মেডিকেল কলেজ ও হাসপাতালের COVID-19-এ আক্রান্ত আরও তিন চিকিৎসক এবং চারজন চতুর্থ শ্রেণির কর্মীকে ID&BG-এ হাসপাতালে ভর্তি করানো হয়েছে । তাঁদের মধ্যে একজন চিকিৎসক এবং ওই চারজন চতুর্থ শ্রেণির কর্মী এই হাসপাতালের MCH বিল্ডিংয়ে মেডিসিন বিভাগের ওয়ার্ডে ডিউটি করেছেন।

medical college
বিপজ্জনক মেডিকেল
author img

By

Published : Apr 24, 2020, 8:53 AM IST

কলকাতা, 24 এপ্রিল: ইন্টার্ন ডাক্তারদের পরিস্থিতি কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বেড়ে চলেছে এই হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের COVID-19-এ আক্রান্ত হওয়ার ঘটনা । শেষ খবর পাওয়া পর্যন্ত, মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও তিনজন চিকিৎসক এবং চারজন চতুর্থ শ্রেণির কর্মী COVID-19-এ আক্রান্ত হয়েছেন ।

সূত্রের খবর, 22 এপ্রিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের COVID-19-এ আক্রান্ত দুই চিকিৎসক এবং এক নার্স ও এক সাফাইকর্মীকে ভরতি করানো হয়েছিল ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে । তাঁরা প্রত্যেকেই হাসপাতালের প্রসূতি বিভাগে ডিউটি করেছেন। সূত্রের খবর, গতকাল মেডিকেল কলেজ ও হাসপাতালের COVID-19-এ আক্রান্ত আরও তিন চিকিৎসক এবং চারজন চতুর্থ শ্রেণির কর্মীকে ID&BG হাসপাতালে ভরতি করানো হয়েছে । তাঁদের মধ্যে একজন চিকিৎসক এবং ওই চারজন চতুর্থ শ্রেণির কর্মী এই হাসপাতালের MCH বিল্ডিংয়ে মেডিসিন বিভাগের ওয়ার্ডে ডিউটি করেছেন।

নিউটাউনের বেসরকারি একটি হাসপাতাল থেকে এক রোগীকে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল । ওই রোগীকে প্রথমে MCH বিল্ডিংয়ের মেডিসিন ওয়ার্ডে ভরতি রাখা হয়েছিল । ওই রোগীর মৃত্যু হয় । মৃত্যুর পরে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছিলেন । এই রোগীর মৃত্যুর পরে MCH বিল্ডিংয়ের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল । পরে ওই রোগীদের মধ্যে তিনজনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19-এর সংক্রমণ ধরা পড়ে । COVID-19-এ আক্রান্ত ওই তিন রোগীকে বারাসতের একটি COVID হাসপাতালে ভরতি করানো হয় বলে জানা গেছে ।

সূত্রের খবর, গতকাল যে তিন জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে একজন COVID-19-এ আক্রান্ত এই রোগীদের সংস্পর্শে এসেছিলেন । গতকাল যে চারজন চতুর্থ শ্রেণির কর্মীর শরীরে COVID-19-এর সংক্রমণ ধরা পড়েছে, তাঁরাও মেডিসিন ওয়ার্ডে ডিউটি করেছেন । তাঁরা সাফাইকর্মী হিসেবে এই হাসপাতালে কর্মরত । তাঁরাও COVID-19-এ আক্রান্ত ওই রোগীদের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে । হাসপাতালের প্রসূতি বিভাগে প্রসবের পরে এক প্রসূতির শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গেছিল । 22 এপ্রিল COVID-19-এ আক্রান্ত দুই চিকিৎসক, এক নার্স এবং এক স্বাস্থ‍্যকর্মী ওই প্রসূতির সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে ।

কলকাতা, 24 এপ্রিল: ইন্টার্ন ডাক্তারদের পরিস্থিতি কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বেড়ে চলেছে এই হাসপাতালের চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের COVID-19-এ আক্রান্ত হওয়ার ঘটনা । শেষ খবর পাওয়া পর্যন্ত, মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও তিনজন চিকিৎসক এবং চারজন চতুর্থ শ্রেণির কর্মী COVID-19-এ আক্রান্ত হয়েছেন ।

সূত্রের খবর, 22 এপ্রিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের COVID-19-এ আক্রান্ত দুই চিকিৎসক এবং এক নার্স ও এক সাফাইকর্মীকে ভরতি করানো হয়েছিল ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালে । তাঁরা প্রত্যেকেই হাসপাতালের প্রসূতি বিভাগে ডিউটি করেছেন। সূত্রের খবর, গতকাল মেডিকেল কলেজ ও হাসপাতালের COVID-19-এ আক্রান্ত আরও তিন চিকিৎসক এবং চারজন চতুর্থ শ্রেণির কর্মীকে ID&BG হাসপাতালে ভরতি করানো হয়েছে । তাঁদের মধ্যে একজন চিকিৎসক এবং ওই চারজন চতুর্থ শ্রেণির কর্মী এই হাসপাতালের MCH বিল্ডিংয়ে মেডিসিন বিভাগের ওয়ার্ডে ডিউটি করেছেন।

নিউটাউনের বেসরকারি একটি হাসপাতাল থেকে এক রোগীকে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল । ওই রোগীকে প্রথমে MCH বিল্ডিংয়ের মেডিসিন ওয়ার্ডে ভরতি রাখা হয়েছিল । ওই রোগীর মৃত্যু হয় । মৃত্যুর পরে তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায় তিনি COVID-19-এ আক্রান্ত হয়েছিলেন । এই রোগীর মৃত্যুর পরে MCH বিল্ডিংয়ের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল । পরে ওই রোগীদের মধ্যে তিনজনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19-এর সংক্রমণ ধরা পড়ে । COVID-19-এ আক্রান্ত ওই তিন রোগীকে বারাসতের একটি COVID হাসপাতালে ভরতি করানো হয় বলে জানা গেছে ।

সূত্রের খবর, গতকাল যে তিন জন চিকিৎসক COVID-19-এ আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে একজন COVID-19-এ আক্রান্ত এই রোগীদের সংস্পর্শে এসেছিলেন । গতকাল যে চারজন চতুর্থ শ্রেণির কর্মীর শরীরে COVID-19-এর সংক্রমণ ধরা পড়েছে, তাঁরাও মেডিসিন ওয়ার্ডে ডিউটি করেছেন । তাঁরা সাফাইকর্মী হিসেবে এই হাসপাতালে কর্মরত । তাঁরাও COVID-19-এ আক্রান্ত ওই রোগীদের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে । হাসপাতালের প্রসূতি বিভাগে প্রসবের পরে এক প্রসূতির শরীরে COVID-19 সংক্রমণের খোঁজ পাওয়া গেছিল । 22 এপ্রিল COVID-19-এ আক্রান্ত দুই চিকিৎসক, এক নার্স এবং এক স্বাস্থ‍্যকর্মী ওই প্রসূতির সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.