ETV Bharat / state

দেশজুড়ে জালনোটের চক্র ! পুলিশের জালে হরিয়ানার 3

author img

By

Published : Sep 27, 2019, 10:06 AM IST

হরিয়ানার 3 জালনোট চক্রীকে গ্রেপ্তার করল STF ৷ গত সপ্তাহে তামিলনাড়ুর জাল নোট চক্রের পাণ্ডা ভি রাজুকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) । তাকে জিজ্ঞাসাবাদ করে STF গোয়েন্দারা খোঁজ পান হরিয়ানার জাল নোট চক্রের ।

পুলিশের জালে হরিয়ানার 3

কলকাতা, 27 সেপ্টেম্বর : দেশজুড়ে ছড়িয়ে পড়েছে জালনোট চক্র । হরিয়ানা থেকে তামিলনাড়ু রমরমিয়ে চলছে কারবার । মূলত পশ্চিমবঙ্গ থেকেই দেশে ছড়িয়ে পড়ছে জালনোট । পুলিশের অভিজ্ঞতা তেমনই । গত সপ্তাহে তামিলনাড়ুর জাল নোট চক্রের পাণ্ডা ভি রাজুকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) । তাকে জিজ্ঞাসাবাদ করে STF গোয়েন্দারা খোঁজ পান হরিয়ানার জাল নোট চক্রের । তারপর থেকেই পাতা হচ্ছিল ফাঁদ । অবশেষে গতকাল হরিয়ানার 3 জালনোট চক্রীকে গ্রেপ্তার করে STF ।

STF সূত্রে খবর, রাজুর কাছ থেকে খবর পাওয়ার পর হরিয়ানার জালনোট চক্রটির বিষয়ে খোঁজ-খবর চালাচ্ছিলেন গোয়েন্দারা । সূত্র মারফত গতকাল খবর মেলে, ওই চক্রের তিনজন কলকাতায় এসেছে জালনোট নিতে । সেই সূত্রেই শিয়ালদা স্টেশন লাগোয়া বিগ বাজারের সামনে থেকে প্রথমে আটক করা হয় রণবীর ওরফে সেক্রেটারি, বিকাশ এবং সোনু সিংকে । তারা তিনজনই হরিয়ানার রহতকের বাসিন্দা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 3 লাখ 58 হাজার টাকার জালনোট ।

Indian currency notes
উদ্ধার হওয়া জালনোট

সাধারণভাবে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । এটাই জালনোট চক্রের মোডাস অপারেন্ডি । অতীতে এমন ঘটনাই দেখা গেছে । গত মে মাস পর্যন্ত ভিন রাজ্যের জালনোট চক্র বলতে কলকাতায় ধরা পড়েছিল মূলত বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দারা । গত 13 মে তার সঙ্গে যুক্ত হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নাম । ওই দিন বিকেলে কলকাতার শহিদ মিনার চত্বর থেকে গ্রেপ্তার করা হয় তামিলনাড়ুর দুই বাসিন্দাকে । তাদের কাছে উদ্ধার হয় দু'লাখ টাকার জালনোট । আর এবার গ্রেপ্তার করা হল হরিয়ানার তিনজনকে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা ।

কলকাতা, 27 সেপ্টেম্বর : দেশজুড়ে ছড়িয়ে পড়েছে জালনোট চক্র । হরিয়ানা থেকে তামিলনাড়ু রমরমিয়ে চলছে কারবার । মূলত পশ্চিমবঙ্গ থেকেই দেশে ছড়িয়ে পড়ছে জালনোট । পুলিশের অভিজ্ঞতা তেমনই । গত সপ্তাহে তামিলনাড়ুর জাল নোট চক্রের পাণ্ডা ভি রাজুকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) । তাকে জিজ্ঞাসাবাদ করে STF গোয়েন্দারা খোঁজ পান হরিয়ানার জাল নোট চক্রের । তারপর থেকেই পাতা হচ্ছিল ফাঁদ । অবশেষে গতকাল হরিয়ানার 3 জালনোট চক্রীকে গ্রেপ্তার করে STF ।

STF সূত্রে খবর, রাজুর কাছ থেকে খবর পাওয়ার পর হরিয়ানার জালনোট চক্রটির বিষয়ে খোঁজ-খবর চালাচ্ছিলেন গোয়েন্দারা । সূত্র মারফত গতকাল খবর মেলে, ওই চক্রের তিনজন কলকাতায় এসেছে জালনোট নিতে । সেই সূত্রেই শিয়ালদা স্টেশন লাগোয়া বিগ বাজারের সামনে থেকে প্রথমে আটক করা হয় রণবীর ওরফে সেক্রেটারি, বিকাশ এবং সোনু সিংকে । তারা তিনজনই হরিয়ানার রহতকের বাসিন্দা । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 3 লাখ 58 হাজার টাকার জালনোট ।

Indian currency notes
উদ্ধার হওয়া জালনোট

সাধারণভাবে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । এটাই জালনোট চক্রের মোডাস অপারেন্ডি । অতীতে এমন ঘটনাই দেখা গেছে । গত মে মাস পর্যন্ত ভিন রাজ্যের জালনোট চক্র বলতে কলকাতায় ধরা পড়েছিল মূলত বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দারা । গত 13 মে তার সঙ্গে যুক্ত হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নাম । ওই দিন বিকেলে কলকাতার শহিদ মিনার চত্বর থেকে গ্রেপ্তার করা হয় তামিলনাড়ুর দুই বাসিন্দাকে । তাদের কাছে উদ্ধার হয় দু'লাখ টাকার জালনোট । আর এবার গ্রেপ্তার করা হল হরিয়ানার তিনজনকে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা ।

Intro:কলকাতা, 26 সেপ্টেম্বর: দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ফেক নোট চক্রের জাল। হরিয়ানা থেকে তামিলনাড়ু রমরমিয়ে চলছে কারবার। মূলত পশ্চিমবঙ্গ থেকেই গোটা দেশে ছড়িয়ে পড়ছে জালনোট। পুলিশের অভিজ্ঞতা তেমনই। গত সপ্তাহে তামিলনাড়ুর জাল নোট চক্রের পান্ডা ভি রাজুকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে জিজ্ঞাসাবাদ করে STF গোয়েন্দারা খোঁজ পায় হরিয়ানার জাল নোট চক্রের। তারপর থেকেই পাতা হচ্ছিল ফাঁদ। অবশেষে আজ হরিয়ানার 3 জালনোট চক্রীকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্কফোর্স।Body:STF সূত্রে জানা গেছে, রাজুর কাছ থেকে খবর পাওয়ার পর হরিয়ানার জালনোট চক্রটির বিষয়ে খোঁজ-খবর চালাচ্ছিল গোয়েন্দারা। সোর্স মারফত আজ খবর পাওয়া যায়, ওই চক্রের তিনজন কলকাতায় এসেছে জালনোট নিতে। সেই সূত্রেই শিয়ালদা স্টেশন লাগোয়া বিগ বাজারের সামনে থেকে প্রথমে আটক করা হয় রণবীর ওরফে সেক্রেটারি, বিকাশ এবং সোনু সিংকে। তারা তিনজনই হরিয়ানার রহতকের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৩ লাখ ৫৮ হাজার টাকার জাল নোট।Conclusion:সাধারণভাবে মালদা থেকে জাল নোট আনা হয় কলকাতায়। তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। এটাই জালনোট চক্রের মোডাস অপারেন্ডি। অতীতে এমন ঘটনাই দেখা গেছে। গত মে মাস পর্যন্ত ভিন রাজ্যের জালনোট চক্র বলতে কলকাতায় ধরা পড়েছিল মূলত বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দারা। গত ১৩ মে তার সঙ্গে যুক্ত হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নাম। ওই দিন বিকেলের কলকাতার শহীদ মিনার চত্ত্বর থেকে গ্রেপ্তার করা হয় ওই রাজ্যের দুই বাসিন্দাকে। তাদের কাছে উদ্ধার হয় দু লাখ টাকার জাল নোট। আর এবার করা হলো হরিয়ানার তিনজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে গোয়েন্দারা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.