ETV Bharat / state

খিদিরপুরে রহস্যমৃত্যু : ঘরে দু'ভাইয়ের পচা-গলা দেহ, মৃত বোনও - SSKM হাসপাতাল

খিদিরপুরে উদ্ধার হয়েছে তিন ভাই বোনের দেহ ৷ পচা-গলা অবস্থায় উদ্ধার হয়েছে ত্রিলোকি ও ভোলাপ্রসাদের দেহ । শান্তিকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পথেই তাঁর মৃত্যু হয় । দেহ তিনটি উদ্ধার করে SSKM হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 2, 2019, 1:28 PM IST

Updated : Aug 2, 2019, 2:01 PM IST

কলকাতা, 2 অগাস্ট : খিদিরপুরে উদ্ধার হল তিন ভাই-বোনের দেহ । তাদের নাম ত্রিলোকিপ্রসাদ গুপ্তা, ভোলাপ্রসাদ গুপ্তা ও শান্তি গুপ্তা । তিনজনেই পঞ্চাশোর্ধ্ব । পচা-গলা অবস্থায় উদ্ধার হয়েছে ত্রিলোকি ও ভোলাপ্রসাদের দেহ । শান্তিকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পথেই তাঁর মৃত্যু হয় । আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ । ঘটনাস্থানের দিকে রওনা দিয়েছেন ডেপুটি কমিশনার পোর্ট ডিভিশন ।

সকাল থেকে গুপ্তা পরিবারের কারও কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ বাড়ি থেকে পচা গন্ধও বের হচ্ছিল । তাতে সন্দেহ আরও বাড়ে ৷ খবর দেওয়া হয় দক্ষিণ বন্দর থানায় । দ্রুত 49/5/H/146 নম্বর কার্লমার্কস সরণির বাড়িটিতে পৌঁছায় পুলিশ ৷ দরজা খুলে দেখে পড়ে রয়েছে ত্রিলোকিপ্রসাদ ও ভোলাপ্রসাদের দেহ । অচৈতন্য অবস্থায় পড়েছিল শান্তিও ৷ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয়৷

দেহ তিনটি উদ্ধার করে SSKM হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ আত্মহত্যার ঘটনা না কি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ ।

কলকাতা, 2 অগাস্ট : খিদিরপুরে উদ্ধার হল তিন ভাই-বোনের দেহ । তাদের নাম ত্রিলোকিপ্রসাদ গুপ্তা, ভোলাপ্রসাদ গুপ্তা ও শান্তি গুপ্তা । তিনজনেই পঞ্চাশোর্ধ্ব । পচা-গলা অবস্থায় উদ্ধার হয়েছে ত্রিলোকি ও ভোলাপ্রসাদের দেহ । শান্তিকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পথেই তাঁর মৃত্যু হয় । আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ । ঘটনাস্থানের দিকে রওনা দিয়েছেন ডেপুটি কমিশনার পোর্ট ডিভিশন ।

সকাল থেকে গুপ্তা পরিবারের কারও কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ বাড়ি থেকে পচা গন্ধও বের হচ্ছিল । তাতে সন্দেহ আরও বাড়ে ৷ খবর দেওয়া হয় দক্ষিণ বন্দর থানায় । দ্রুত 49/5/H/146 নম্বর কার্লমার্কস সরণির বাড়িটিতে পৌঁছায় পুলিশ ৷ দরজা খুলে দেখে পড়ে রয়েছে ত্রিলোকিপ্রসাদ ও ভোলাপ্রসাদের দেহ । অচৈতন্য অবস্থায় পড়েছিল শান্তিও ৷ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয়৷

দেহ তিনটি উদ্ধার করে SSKM হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ আত্মহত্যার ঘটনা না কি খুন, তা খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:Body:ভিস্যুয়ালConclusion:
Last Updated : Aug 2, 2019, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.