ETV Bharat / state

Lady Harassed in Kolkata: রাতের কলকাতায় মহিলা চিকিৎসকের গাড়ি আটকে গায়ে বাঁদর ছেড়ে দেওয়ার চেষ্টা !

রাতের কলকাতায় এক মহিলা চিকিৎসককে গাড়ি থামিয়ে হেনস্থা ও গায়ে বাঁদর ছেড়ে দেওয়ার চেষ্টার অভিযোগ 3 যুবকের বিরুদ্ধে (three bikers harrassed lady doctor at night in Kolkata) ৷ শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

ETV Bharat
Lady Harassed in Kolkata
author img

By

Published : Nov 4, 2022, 11:06 PM IST

কলকাতা, 4 নভেম্বর: রাতের শহরে এক মহিলা চিকিৎসকের গাড়ি থামিয়ে তাঁর গায়ে বাঁদর ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে হেনস্থা করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন ববিতা বসু নামে ওই চিকিৎসক ৷ যদিও পুলিশ এখনও কাউকে আটক বা গ্রেফতার করে উঠতে পারেনি (Lady Harassed in Kolkata) ৷

2 নভেম্বর গভীর রাতে পার্ক সার্কাস কানেক্টরে এই ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যেই রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে তপসিয়া থানার পুলিশ । রাতের শহরে পার্ক সার্কাস কানেক্টারের মত একটি গুরুত্বপূর্ণ রাস্তায় মহিলা চিকিৎসককে হেনস্থার ঘটনায় ইতিমধ্যেই পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে (Lady Doctor harrassed at night in Kolkata)।

এই বিষয়ে ইটিভি ভারতকে চিকিৎসক এবং হারমোনিকা শিল্পী ববিতা বসু বলেন, "আমরা যখন ডাক্তারির ছাত্রী ছিলাম সেই সময় শহর কলকাতায় রাতের বেলায় বাসে, ট্রেনে ফিরতাম ৷ কোনও অসুবিধা হত না । কিন্তু এখন রাতে শহরে বেরতেই গা শিউরে উঠছে ।" ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, "ওই যুবকদের মধ্যে একজনের কাঁধে একটি বাঁদর ছিল ৷ সেই বাঁদরটাকে যতটা না আমার ভয় লেগেছে তার থেকে বেশি ভয় লেগেছে ওই তিন যুবককে ।"

আরও পড়ুন: বিজেপি নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে ভর্ৎসনার মুখে পুলিশ

ববিতা বসু তাঁর তিন বন্ধুর সঙ্গে 2 নভেম্বর গভীর রাতে একটি জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান সেরে যোধপুর পার্কে নিজের বাড়িতে ফিরছিলেন । অভিযোগ, পার্ক সার্কাস কানেক্টারের কাছে তাঁর গাড়ি আসার পর বেশ কয়েকজন যুবক বাইকে করে এসে তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় । এর পরেই ওই মহিলা চিকিৎসককে উদ্দেশ্য করে একাধিক অশালীন মন্তব্য করতে থাকে অভিযুক্তরা । ববিতা বসু তাঁর ড্রাইভারকে গাড়ি চালিয়ে ওই জায়গা থেকে বেরোতে বললে গাড়ির সামনে বাইক নিয়ে পথ আটকায় অভিযুক্তরা (three bikers harrassed lady doctor at night in Kolkata) ৷

অভিযোগ, গাড়ির চালক কাচ নামিয়ে ওই যুবকদের সামনে থেকে সরে যেতে বলতেই বাইক থেকে নেমে এসে ওই যুবকরা চালককে রাস্তায় ফেলে বেধড়ক মারে ৷ এরপরেই অভিযুক্তদের মধ্যে এক যুবক একটি বাঁদর ববিতা বসুর গায়ের কাছে নিয়ে যায় ৷ মহিলার অভিযোগ, তাঁর গায়ে বাঁদর ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ ভয়ে গাড়ির দরজা বন্ধ করে খানিকটা দূরে চলে যান ওই চিকিৎসক ৷

ববিতা বসুর অভিযোগ, গাড়ি লক না-থাকার ফলে গাড়ির চাবি নিয়ে ওই যুবকরা বাইকে করে চম্পট দেয় । এর পরেই তিনি জগদ্ধাত্রী পুজোয় যেখানে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সেখানকার কর্তৃপক্ষ এবং তাঁর স্বামীকে ঘটনাস্থলে ডাকেন । এরপর তপসিয়া থানায় অভিযোগ দায়ের হয় ৷ তবে পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে বলে ববিতা বসুর দাবি ৷ পরে একটি জেনারেল ডায়েরি করা হয় থানায় ৷ ঘটনার পরেরদিন ওই চিকিৎসক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে ফোন করে ঘটনাটি জানান । তাঁকে আশ্বস্ত করা হয় ৷ এরপরেই সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববিতা বসু ।

কলকাতা, 4 নভেম্বর: রাতের শহরে এক মহিলা চিকিৎসকের গাড়ি থামিয়ে তাঁর গায়ে বাঁদর ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে হেনস্থা করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন ববিতা বসু নামে ওই চিকিৎসক ৷ যদিও পুলিশ এখনও কাউকে আটক বা গ্রেফতার করে উঠতে পারেনি (Lady Harassed in Kolkata) ৷

2 নভেম্বর গভীর রাতে পার্ক সার্কাস কানেক্টরে এই ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যেই রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে তপসিয়া থানার পুলিশ । রাতের শহরে পার্ক সার্কাস কানেক্টারের মত একটি গুরুত্বপূর্ণ রাস্তায় মহিলা চিকিৎসককে হেনস্থার ঘটনায় ইতিমধ্যেই পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে (Lady Doctor harrassed at night in Kolkata)।

এই বিষয়ে ইটিভি ভারতকে চিকিৎসক এবং হারমোনিকা শিল্পী ববিতা বসু বলেন, "আমরা যখন ডাক্তারির ছাত্রী ছিলাম সেই সময় শহর কলকাতায় রাতের বেলায় বাসে, ট্রেনে ফিরতাম ৷ কোনও অসুবিধা হত না । কিন্তু এখন রাতে শহরে বেরতেই গা শিউরে উঠছে ।" ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, "ওই যুবকদের মধ্যে একজনের কাঁধে একটি বাঁদর ছিল ৷ সেই বাঁদরটাকে যতটা না আমার ভয় লেগেছে তার থেকে বেশি ভয় লেগেছে ওই তিন যুবককে ।"

আরও পড়ুন: বিজেপি নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে ভর্ৎসনার মুখে পুলিশ

ববিতা বসু তাঁর তিন বন্ধুর সঙ্গে 2 নভেম্বর গভীর রাতে একটি জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান সেরে যোধপুর পার্কে নিজের বাড়িতে ফিরছিলেন । অভিযোগ, পার্ক সার্কাস কানেক্টারের কাছে তাঁর গাড়ি আসার পর বেশ কয়েকজন যুবক বাইকে করে এসে তাঁর গাড়ির সামনে এসে দাঁড়ায় । এর পরেই ওই মহিলা চিকিৎসককে উদ্দেশ্য করে একাধিক অশালীন মন্তব্য করতে থাকে অভিযুক্তরা । ববিতা বসু তাঁর ড্রাইভারকে গাড়ি চালিয়ে ওই জায়গা থেকে বেরোতে বললে গাড়ির সামনে বাইক নিয়ে পথ আটকায় অভিযুক্তরা (three bikers harrassed lady doctor at night in Kolkata) ৷

অভিযোগ, গাড়ির চালক কাচ নামিয়ে ওই যুবকদের সামনে থেকে সরে যেতে বলতেই বাইক থেকে নেমে এসে ওই যুবকরা চালককে রাস্তায় ফেলে বেধড়ক মারে ৷ এরপরেই অভিযুক্তদের মধ্যে এক যুবক একটি বাঁদর ববিতা বসুর গায়ের কাছে নিয়ে যায় ৷ মহিলার অভিযোগ, তাঁর গায়ে বাঁদর ছেড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ ভয়ে গাড়ির দরজা বন্ধ করে খানিকটা দূরে চলে যান ওই চিকিৎসক ৷

ববিতা বসুর অভিযোগ, গাড়ি লক না-থাকার ফলে গাড়ির চাবি নিয়ে ওই যুবকরা বাইকে করে চম্পট দেয় । এর পরেই তিনি জগদ্ধাত্রী পুজোয় যেখানে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সেখানকার কর্তৃপক্ষ এবং তাঁর স্বামীকে ঘটনাস্থলে ডাকেন । এরপর তপসিয়া থানায় অভিযোগ দায়ের হয় ৷ তবে পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে বলে ববিতা বসুর দাবি ৷ পরে একটি জেনারেল ডায়েরি করা হয় থানায় ৷ ঘটনার পরেরদিন ওই চিকিৎসক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে ফোন করে ঘটনাটি জানান । তাঁকে আশ্বস্ত করা হয় ৷ এরপরেই সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ববিতা বসু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.