কলকাতা, 1 ফেব্রুয়ারি : পোস্তায় স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য নিয়ে 3 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতদের নাম রূপ কিশোর, সুশীলকুমার এবং করণ । তাদের কাছ থেকে প্রায় 2 কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে গোয়েন্দারা (Three arrested in Posta Gold Businessman murder case) ।
গত 27 ফেব্রুয়ারি পোস্তায় একটি বহুতল থেকে দিলীপকুমার গুপ্ত নামের স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয় । দেহে একাধিক আঘাতের চিহ্নের পাশাপাশি মাথায় এবং ঘাড়ের একাধিক জায়গায় গভীর ক্ষতের চিহ্ন মিলেছিল । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশ জানতে পারে, ভারী কোনও বস্তু দিয়ে মাথার পিছনের দিকে বারবার আঘাত করে তাঁকে খুন করা হয়েছে ।
তদন্তে নেমে পোস্তা থানার পুলিশ মৃতের আত্মীয়ের সঙ্গে কথা বলে জানতে পারে, ঘটনার পর থেকেই রহস্যজনকভাবে উধাও কয়েক কোটি টাকার সোনা । এরপরেই গোটা ঘটনার তদন্তভার চলে যায় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের হাতে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, উত্তরপ্রদেশের আগ্রায় গা ঢাকা দিয়ে রয়েছে তিন যুবক । ওই ঘটনার দিন তারা প্রত্যেকেই কলকাতায় ছিল । প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনার নেপথ্যে ছিল সোনা লুটের মোটিভ । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, একাধিক জাল পাসপোর্ট এবং 2 কোটি টাকার সোনার গয়না ।
আরও পড়ুন : ডেটিং অ্যাপে পরিচয়, বেড়েছিল ঘনিষ্ঠতা; স্বর্ণব্যবসায়ী খুনে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
এরপরেই উত্তরপ্রদেশ পুলিশের সাহায্য চায় কলকাতা পুলিশ । আজ সকালবেলা প্রত্যেককে আগ্রা থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ এবং কলকাতা পুলিশ । তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ধৃতদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে । তাদের নিজেদের হেফাজতে নেবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ।