ETV Bharat / state

অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি, খুনের হুমকি কৌশিক সেনকে! - letter on intolerance

অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বুদ্ধিজীবীরা ৷ অনুরাগ কাশ্যপ, বিনায়ক সেন, গৌতম ঘোষের সঙ্গে নাম ছিল কৌশিক সেনেরও ৷ আজ বিকেলেই কৌশিককে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে লালবাজারে অভিযোগ জানান তিনি ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 24, 2019, 11:44 PM IST

কলকাতা, ২৪ জুলাই : অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বুদ্ধিজীবীদের । তার জেরে এবার খুনের হুমকি পেলেন অভিনেতা কৌশিক সেন ৷ অভিযোগ, চিঠির খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয় । বলা হয়, খুন করা হবে ওই অভিনেতাকে । ঘটনার জেরে লালবাজারে ফোন করে অভিযোগ জানিয়েছেন কৌশিক সেন ।

নন্দীগ্রাম বা সিঙ্গুর আন্দোলন, বাংলায় তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও একাধিক ইশুতে তিনি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন । সামিল হয়েছেন অসহিষ্ণুতার প্রতিবাদেও । বুদ্ধিজীবীদের তরফে প্রধানমন্ত্রীকে অসহিষ্ণুতা নিয়ে যে চিঠি দেওয়া হয়েছে তাতে রয়েছে কৌশিকের নাম । তারপর আজ বিকেলেই তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে লালবাজারে অভিযোগ জানান তিনি । সূত্র জানাচ্ছে, তিনি ফোন করেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মাকে । জানান, প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির জেরে তিনি টেলিফোনে খুনের হুমকি পেয়েছেন । গোয়েন্দা প্রধান তাঁকে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন ।

কৌশিক ইতিমধ্যেই যাদবপুর থানার অফিসার ইনচার্জকে জানিয়েছেন বিষয়টি । তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ যাদবপুর থানায় জমা পড়েনি বলে খবর । কৌশিক সেনের টেলিফোনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান । প্রধানমন্ত্রীকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে রয়েছে অনুরাগ কাশ্যপ, কৌশিক সেন, বিনায়ক সেন, গৌতম ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম । সঙ্গে মণিরত্নম, কেতন মেহতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগালরা রীতিমতো কড়া ভাষায় জানিয়েছেন নিজেদের আশঙ্কার কথা ।

নিজেদের শান্তিপ্রিয় মানুষ হিসেবে দাবি করে তাঁরা “প্রিয় দেশের সাম্প্রতিক সময়ের দুঃস্বপ্নের" কথা তুলে ধরেছেন । লিখেছেন, “আমাদের দেশের সংবিধান সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের সমান অধিকার দিয়েছে । সেই অধিকার সুনিশ্চিত করার দাবিতেই আমাদের এই চিঠি ।" চিঠিতে ন্যাশনাল বিওরো অফ ক্রাইম রেকর্ডস(NCRB)-র (তথ্য ইটিভি ভারত যাচাই করেনি) দেওয়া তথ্য উদ্ধৃত করে লেখা হয়েছে, “2016 সালে 840 জন দলিতকে অসহিষ্ণুতার শিকার হতে হয়েছে । 2009 সালের 1 জানুয়ারি থেকে 2018 সালের 29 অক্টোবরের মধ্যে 254টি ধর্মভিত্তিক হিংসার ঘটনা ঘটেছে । যাতে 91 জন মানুষ মারা গেছেন । 579 জন গুরুতর আহত হয়েছেন ।" তারপরেই এসেছে “জয়শ্রীরাম"-এর প্রসঙ্গ । চিঠিতে লেখা হয়েছে, “জয়শ্রীরাম স্লোগান এখন যুদ্ধের কান্নায় পরিণত হয়েছে । যা আইন-শৃঙ্খলায় সমস্যা তৈরি করছে । ওই স্লোগান তুলে বহু গণপিটুনির ঘটনা ঘটছে । ধর্মের নামে এমন ঘটনা ঘটছে দেখে আশ্চর্য লাগছে । এটা মধ্যযুগ নয়! অনেকেই এখন রামের নাম শুনে ভয় পাচ্ছেন । এটা বন্ধ করা হোক । "

কলকাতা, ২৪ জুলাই : অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বুদ্ধিজীবীদের । তার জেরে এবার খুনের হুমকি পেলেন অভিনেতা কৌশিক সেন ৷ অভিযোগ, চিঠির খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয় । বলা হয়, খুন করা হবে ওই অভিনেতাকে । ঘটনার জেরে লালবাজারে ফোন করে অভিযোগ জানিয়েছেন কৌশিক সেন ।

নন্দীগ্রাম বা সিঙ্গুর আন্দোলন, বাংলায় তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও একাধিক ইশুতে তিনি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন । সামিল হয়েছেন অসহিষ্ণুতার প্রতিবাদেও । বুদ্ধিজীবীদের তরফে প্রধানমন্ত্রীকে অসহিষ্ণুতা নিয়ে যে চিঠি দেওয়া হয়েছে তাতে রয়েছে কৌশিকের নাম । তারপর আজ বিকেলেই তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে লালবাজারে অভিযোগ জানান তিনি । সূত্র জানাচ্ছে, তিনি ফোন করেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মাকে । জানান, প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির জেরে তিনি টেলিফোনে খুনের হুমকি পেয়েছেন । গোয়েন্দা প্রধান তাঁকে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন ।

কৌশিক ইতিমধ্যেই যাদবপুর থানার অফিসার ইনচার্জকে জানিয়েছেন বিষয়টি । তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ যাদবপুর থানায় জমা পড়েনি বলে খবর । কৌশিক সেনের টেলিফোনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান । প্রধানমন্ত্রীকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে রয়েছে অনুরাগ কাশ্যপ, কৌশিক সেন, বিনায়ক সেন, গৌতম ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম । সঙ্গে মণিরত্নম, কেতন মেহতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগালরা রীতিমতো কড়া ভাষায় জানিয়েছেন নিজেদের আশঙ্কার কথা ।

নিজেদের শান্তিপ্রিয় মানুষ হিসেবে দাবি করে তাঁরা “প্রিয় দেশের সাম্প্রতিক সময়ের দুঃস্বপ্নের" কথা তুলে ধরেছেন । লিখেছেন, “আমাদের দেশের সংবিধান সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের সমান অধিকার দিয়েছে । সেই অধিকার সুনিশ্চিত করার দাবিতেই আমাদের এই চিঠি ।" চিঠিতে ন্যাশনাল বিওরো অফ ক্রাইম রেকর্ডস(NCRB)-র (তথ্য ইটিভি ভারত যাচাই করেনি) দেওয়া তথ্য উদ্ধৃত করে লেখা হয়েছে, “2016 সালে 840 জন দলিতকে অসহিষ্ণুতার শিকার হতে হয়েছে । 2009 সালের 1 জানুয়ারি থেকে 2018 সালের 29 অক্টোবরের মধ্যে 254টি ধর্মভিত্তিক হিংসার ঘটনা ঘটেছে । যাতে 91 জন মানুষ মারা গেছেন । 579 জন গুরুতর আহত হয়েছেন ।" তারপরেই এসেছে “জয়শ্রীরাম"-এর প্রসঙ্গ । চিঠিতে লেখা হয়েছে, “জয়শ্রীরাম স্লোগান এখন যুদ্ধের কান্নায় পরিণত হয়েছে । যা আইন-শৃঙ্খলায় সমস্যা তৈরি করছে । ওই স্লোগান তুলে বহু গণপিটুনির ঘটনা ঘটছে । ধর্মের নামে এমন ঘটনা ঘটছে দেখে আশ্চর্য লাগছে । এটা মধ্যযুগ নয়! অনেকেই এখন রামের নাম শুনে ভয় পাচ্ছেন । এটা বন্ধ করা হোক । "

Intro:কলকাতা, ২৪ জুলাই: অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বুদ্ধিজীবীদের। আর তার জেরে এবার খুনের হুমকি পেলেন বাংলার এক প্রথিতযশা অভিনেতা তথা বুদ্ধিজীবী। অভিযোগ চিঠির খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়। বলা হয়, খুন করা হবে ওই অভিনেতাকে। ঘটনার জেরে লালবাজারে ফোন করে অভিযোগ জানিয়েছেন ওই অভিনেতা।
Body:কৌশিক সেন। মঞ্চে কিংবা পর্দায় অবাধ বিচরণ তাঁর। আজ তাঁকেই দেওয়া হয়েছে খুনের হুমকি। অথচ কৌশিককে বাংলার মানুষ প্রতিবাদী চরিত্র হিসেবেই চেনে। নন্দীগ্রাম, সিঙ্গুর আন্দোলন তো বটেই। বাংলায় তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও একাধিক ইস্যুতে তিনি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই কৌশিক সেন সামিল হয়েছেন অসহিষ্ণুতার প্রতিবাদেও। বুদ্ধিজীবীদের তরফে প্রধানমন্ত্রীকে অসুস্থতা নিয়ে যে চিঠি দেওয়া হয়েছে তাতে রয়েছে কৌশিকের নাম। সেই খবর প্রকাশিত হয় ইটিভি ভারতে। আর তারপর আজ বিকেলেই তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে লালবাজারে অভিযোগ জানান তিনি। সূত্র জানাচ্ছে, তিনি ফোন করেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মাকে। জানান, প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির জেরে তিনি টেলিফোনে খুনের হুমকি পেয়েছেন। গোয়েন্দা প্রধান তাঁকে পরামর্শ দিয়েছেন লিখিত অভিযোগ দায়েরের। অভিনেতা ইতিমধ্যেই যাদবপুর থানার অফিসার ইনচার্জকে জানিয়েছেন বিষয়টি। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ যাদবপুর থানায় জমা পড়েনি বলে খবর। কৌশিক সেনের টেলিফোনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান।
Conclusion:প্রধানমন্ত্রীকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে রয়েছে অনুরাগ কাশ্যপ, কৌশিক সেন, বিনায়ক সেন, গৌতম ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। সঙ্গে ভারতের তাবৎ সুশীল সমাজের প্রতিনিধি মণি রত্নম, কেতন মেহেতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগালরা রীতিমতো কড়া ভাষার জানিয়েছেন নিজেদের আশঙ্কার কথা। নিজেদের শান্তিপ্রিয় মানুষ হিসেবে দাবি করে তারা “প্রিয় দেশের সাম্প্রতিক সময়ের দুঃস্বপ্নের" কথা তুলে ধরেছেন। তাঁরা লিখেছেন, “আমাদের দেশের সংবিধান সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের সমান অধিকার দিয়েছে। সেই অধিকার সুনিশ্চিত করার দাবিতেই আমাদের এই চিঠি।"

চিঠিতে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইম রেকর্ডস(NCRB)র (তথ্য ইটিভি ভারত যাচাই করেনি) দেওয়া তথ্য উদ্ধৃত করে লেখা হয়েছে, “ ২০১৬ সালে ৮৪০ জন দলিতকে অসহিষ্ণুতার শিকার হতে হয়েছে। ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৯ অক্টোবরের মধ্যে ২৫৪ টি ধর্মভিত্তিক হিংসার ঘটনা ঘটেছে। যাতে 91 জন মানুষ মারা গেছেন। ৫৭৯ জন গুরুতর আহত হয়েছেন।" তারপরেই এসেছে “জয় শ্রী রাম" এর প্রসঙ্গ। চিঠিতে লেখা হয়েছে, “ জয় শ্রীরাম ধ্বনি এখন যুদ্ধের কান্নায় পরিণত হয়েছে। যা আইন-শৃংখলার সমস্যা তৈরি করছে। ওই ধ্বনি তুলে বহু গণপিটুনির ঘটনা ঘটছে। ধর্মের নামে এমন ঘটনা ঘটছে দেখে আশ্চর্য লাগছে। এটা মধ্যযুগ নয়! অনেকেই এখনো রামের নাম শুনে ভয় পাচ্ছেন। এটা বন্ধ করা হোক।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.