কলকাতা, 27 মার্চ : এ রাজ্যেও ফের বাড়ছে করোনা সংক্রমণ । এই অবস্থায় রঙের উৎসব দোলযাত্রা, হোলিকে কেন্দ্র করে সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য দফতর । চিকিৎসকরা বলছেন, এ বছর কোনওভাবেই ভিড় করে রং খেলা উচিত নয় । অন্যান্য বছর যেভাবে দোলযাত্রা, হোলি পালন করা হয়, সেভাবে এ বছর পালন করা যাবে না । তাই রঙের এই উৎসব এবছর বন্ধ রাখা দরকার ।
26 মার্চ রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছিল 686 । গত 24 ঘণ্টায় সেই সংখ্যাটা 812-তে পৌঁছে গিয়েছে । তারই মাঝে আজ দোলযাত্রা এবং কাল হোলি । যার জেরে উদ্বিগ্ন চিকিৎসক মহল ৷ রাজ্যের স্বাস্থ্য দফতর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, রাজ্যে সংক্রমণ ফের বৃদ্ধি পেতে পারে । তাই সাবধানতা অবলম্বনের জন্য এ বছর দোলযাত্রা, হোলি উৎসব উদযাপনে রাশ টানা একান্ত জরুরি । এই উৎসব উপলক্ষে এ বছর কোনও জমায়েত বা শোভাযাত্রার আয়োজন করা উচিত নয় । রঙের এই উৎসব এ বছর পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকুক । শারীরিকভাবে কাছে গিয়ে বা ধরে কাউকে রং বা আবির মাখানো থেকে বিরত থাকা প্রয়োজন ৷
আরও পড়ুন : বাড়ছে সংক্রমণ, রাজধানীতে প্রকাশ্যে রং খেলায় নিষেধাজ্ঞা
স্বাস্থ্য দফতর সতর্কবার্তা জারি করলেও এ বছর রঙের উৎসবে কতটা সচেতন থাকবে সমাজের বিভিন্ন অংশ তা নিয়েও চিকিৎসকদের বিভিন্ন অংশে চিন্তা রয়ে গিয়েছে । পাশাপাশি রাজ্যে এখন বিধানসভা নির্বাচন চলছে । বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং-মিছিলে যেভাবে করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অবহেলা দেখা যাচ্ছে, তা নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন এ রাজ্যের সরকারি এবং বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন অংশ । চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, "চিকিৎসক হিসাবে আমরা বলছি, এবছর কোনওভাবেই ভিড় করে বা একসঙ্গে রং খেলা একেবারেই উচিত নয় । সেকেন্ড ওয়েভ-এ আমরা আবার সংক্রমণের শীর্ষে উঠতে চলেছি ।"
সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "এই ধরনের পরিস্থিতির মধ্যে এমন এক উৎসব যেখানে সামাজিক মেলামেশা খুব বেশি হয় । ফলে সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি থাকে । অন্যান্য বছর যেভাবে দোলযাত্রা, হোলি পালন করা হয়, সেভাবে এ বছর পালন করা যাবে না । রঙের উৎসব এবছর বন্ধ রাখা দরকার । মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে যতটুকু সম্ভব ততটুকু করা যেতে পারে ।"
অ্যাসোসিযফ হেলথ সার্ভিস ডক্টরসের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "করোনা সংক্রমণ বৃদ্ধিতে রঙের উৎসবের জন্য স্বাস্থ্য দফতর সতর্কবার্তা জারি করেছে । স্বাফদফতরের এই আদেশ পালন করা জরুরি ।"