ETV Bharat / state

কোরোনার জেরে এ বছর লন্ডনে পাড়ি দেওয়া হল না উমার - kumartuli durga idol

এই পুজোর একজন অন্যতম উদ্যোক্তা দেবব্রত দাস জানিয়েছেন, " এবছর দুর্গাপুজো না হওয়ার সম্ভাবনাই বেশি । কারণ ব্রিটেনের সরকার পুজোর অনুমতি দেবে না ৷ "

london_durga_puja
কোরোনার জেরে এবছর লন্ডনে পাড়ি দেওয়া হল না উমার
author img

By

Published : Sep 11, 2020, 3:59 PM IST

Updated : Oct 3, 2020, 12:59 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : কোরোনা গোটা বিশ্বকে গ্রাস করেছে । শুধু ভারতেই নয়, বিশ্বের তাবড় তাবড় দেশগুলো কোরোনা সংক্রমণে জর্জরিত । এদিকে আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । দুর্গাপুজো এখন শুধু রাজ্যেই নয়, সীমান্তের বেড়াজাল পেরিয়ে পৌঁছে গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন প্রবাসী বাঙালিরা । আর এই প্রবাসী বাঙালিদের হাত ধরেই বিভিন্ন দেশে দুর্গাপুজো পালিত হয় সমান উৎসাহে ।

কোরোনা সংক্রমণের জেরে রাজ্যে ও শহরে দুর্গাপুজোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে ৷ একইরকমভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবছর কোরোনা সংক্রমণের জেরে অনিশ্চিত হয়ে পড়েছে বাঙালির প্রাণের উৎসবের ভবিষ্যৎ । লন্ডনের হানস্লোতে ব্রিটেনের প্রবাসী দুর্গাপুজোর ভবিষ্যৎ এবছর অনিশ্চিত । হানস্লোতে ব্রিটেনের প্রবাসী বাঙালিরা বহু বছর ধরে এই পুজো করে আসছেন । দেশের মতোই প্রবাসী বাঙালিরা দুর্গাপুজোয় 4 দিন আনন্দে গা ভাসান । মহাষষ্ঠীর বোধন থেকে শুরু হয় পুজো । আচার রীতি মেনে 4 দিন ধরে পুজো চলে । অষ্টমীর অঞ্জলি, খিচুড়ি ভোগ, ধুনুচি নাচ, বিসর্জনের সিঁদুর খেলা সব হয় নিয়ম মেনে । লন্ডনে যেন এক টুকরো কলকাতার ছবি স্পষ্ট দেখা যায় । দেখলে মনেই হয় না এটা প্রবাসের পুজো । প্রায় সাড়ে ছয় থেকে আট হাজার বাঙালি এই পুজো দেখতে আসেন ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে । কিন্তু এবছর কোরোনা সংক্রমণের জেরে প্রভাব পড়েছে প্রবাসের পুজোয় ।

এই পুজোর একজন অন্যতম উদ্যোক্তা দেবব্রত দাস জানিয়েছেন, " এবছর দুর্গাপুজো না হওয়ার সম্ভাবনাই বেশি । কারণ ব্রিটেনের সরকার পুজোর অনুমতি দেবে না ৷ ভারতের মতোই এখানেও মহামারীর রূপ নিয়েছে কোরোনার সংক্রমণ । প্রতিবছর একটি কমিউনিটি হল ভাড়া করে তাতে 4 দিন ধরে দুর্গাপুজো করা হয় । প্রায় 8 হাজার লোক আসেন পুজোতে ৷ তবে এবছর সামাজিক দূরত্বের বিধিনিষেধ রয়েছে । 10 থেকে 15 জনের বেশি একসঙ্গে জমায়েত করা নিষিদ্ধ । আর পুজো তো 10 জনে করা সম্ভব নয় । তাই হয়ত এবছর পুজো করা সম্ভব হবে না । এবছর পুজোর জন্য সরকারি অনুমতি মিলবে না । তাই হয়ত ছবিতে অথবা ঘটে নিয়মরক্ষার পুজো করা হবে । এ দেশের আইন খুবই কড়াকড়ি । তাই আমরা বাধ্য হয়েই অবস্থার সঙ্গে আপস করে নিয়েছি । "

কোরোনার জেরে এবছর লন্ডনে পাড়ি দেওয়া হল না উমার

দেবব্রত দাস আরও বলেন, " এছাড়াও আরও একটা বড় কারণ হল লকডাউন । লকডাউনের জন্য আর্থিক মন্দা তৈরি হয়েছে ৷ বহু মানুষ তাঁদের জীবিকা হারিয়েছেন । গত মার্চ মাস থেকে আমরা লাগাতার পুজো কমিটির পক্ষ থেকে সাধ্যমতো ত্রাণ বিতরণ করছি । তাই পুজো কমিটির অর্ধেকের বেশি অর্থ ব্যয় হয়েছে ত্রাণের কাজে । যখন মানুষ অনাহারে অভাবে দিন কাটাচ্ছেন, সেই সময় উৎসব পালন করাটা সহবত নয় । মানবিকতার দিক থেকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছর পুজো বন্ধ রাখাই উচিত । "

কুমোরটুলি থেকে প্রতিমা যায় লন্ডনের হানস্লোতে ৷ কুমোরটুলির মৃৎশিল্পী প্রশান্ত পাল এই পুজোর প্রতিমা তৈরি করেন । এবছরও প্রতিমা তৈরি করার জন্য বায়না হয়ে গেছিল । কিন্তু মার্চ মাসের লকডাউন ঘোষণার ফলে কাজ শুরু হলেও তা বন্ধ করে দেন শিল্পী । পরে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবছর পুজো হবে না । তাই বায়না হলেও এবছর আর লন্ডনের হানস্লোর উদ্দেশ্যে রওনা দেবে না উমা ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : কোরোনা গোটা বিশ্বকে গ্রাস করেছে । শুধু ভারতেই নয়, বিশ্বের তাবড় তাবড় দেশগুলো কোরোনা সংক্রমণে জর্জরিত । এদিকে আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । দুর্গাপুজো এখন শুধু রাজ্যেই নয়, সীমান্তের বেড়াজাল পেরিয়ে পৌঁছে গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন প্রবাসী বাঙালিরা । আর এই প্রবাসী বাঙালিদের হাত ধরেই বিভিন্ন দেশে দুর্গাপুজো পালিত হয় সমান উৎসাহে ।

কোরোনা সংক্রমণের জেরে রাজ্যে ও শহরে দুর্গাপুজোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে ৷ একইরকমভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবছর কোরোনা সংক্রমণের জেরে অনিশ্চিত হয়ে পড়েছে বাঙালির প্রাণের উৎসবের ভবিষ্যৎ । লন্ডনের হানস্লোতে ব্রিটেনের প্রবাসী দুর্গাপুজোর ভবিষ্যৎ এবছর অনিশ্চিত । হানস্লোতে ব্রিটেনের প্রবাসী বাঙালিরা বহু বছর ধরে এই পুজো করে আসছেন । দেশের মতোই প্রবাসী বাঙালিরা দুর্গাপুজোয় 4 দিন আনন্দে গা ভাসান । মহাষষ্ঠীর বোধন থেকে শুরু হয় পুজো । আচার রীতি মেনে 4 দিন ধরে পুজো চলে । অষ্টমীর অঞ্জলি, খিচুড়ি ভোগ, ধুনুচি নাচ, বিসর্জনের সিঁদুর খেলা সব হয় নিয়ম মেনে । লন্ডনে যেন এক টুকরো কলকাতার ছবি স্পষ্ট দেখা যায় । দেখলে মনেই হয় না এটা প্রবাসের পুজো । প্রায় সাড়ে ছয় থেকে আট হাজার বাঙালি এই পুজো দেখতে আসেন ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে । কিন্তু এবছর কোরোনা সংক্রমণের জেরে প্রভাব পড়েছে প্রবাসের পুজোয় ।

এই পুজোর একজন অন্যতম উদ্যোক্তা দেবব্রত দাস জানিয়েছেন, " এবছর দুর্গাপুজো না হওয়ার সম্ভাবনাই বেশি । কারণ ব্রিটেনের সরকার পুজোর অনুমতি দেবে না ৷ ভারতের মতোই এখানেও মহামারীর রূপ নিয়েছে কোরোনার সংক্রমণ । প্রতিবছর একটি কমিউনিটি হল ভাড়া করে তাতে 4 দিন ধরে দুর্গাপুজো করা হয় । প্রায় 8 হাজার লোক আসেন পুজোতে ৷ তবে এবছর সামাজিক দূরত্বের বিধিনিষেধ রয়েছে । 10 থেকে 15 জনের বেশি একসঙ্গে জমায়েত করা নিষিদ্ধ । আর পুজো তো 10 জনে করা সম্ভব নয় । তাই হয়ত এবছর পুজো করা সম্ভব হবে না । এবছর পুজোর জন্য সরকারি অনুমতি মিলবে না । তাই হয়ত ছবিতে অথবা ঘটে নিয়মরক্ষার পুজো করা হবে । এ দেশের আইন খুবই কড়াকড়ি । তাই আমরা বাধ্য হয়েই অবস্থার সঙ্গে আপস করে নিয়েছি । "

কোরোনার জেরে এবছর লন্ডনে পাড়ি দেওয়া হল না উমার

দেবব্রত দাস আরও বলেন, " এছাড়াও আরও একটা বড় কারণ হল লকডাউন । লকডাউনের জন্য আর্থিক মন্দা তৈরি হয়েছে ৷ বহু মানুষ তাঁদের জীবিকা হারিয়েছেন । গত মার্চ মাস থেকে আমরা লাগাতার পুজো কমিটির পক্ষ থেকে সাধ্যমতো ত্রাণ বিতরণ করছি । তাই পুজো কমিটির অর্ধেকের বেশি অর্থ ব্যয় হয়েছে ত্রাণের কাজে । যখন মানুষ অনাহারে অভাবে দিন কাটাচ্ছেন, সেই সময় উৎসব পালন করাটা সহবত নয় । মানবিকতার দিক থেকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছর পুজো বন্ধ রাখাই উচিত । "

কুমোরটুলি থেকে প্রতিমা যায় লন্ডনের হানস্লোতে ৷ কুমোরটুলির মৃৎশিল্পী প্রশান্ত পাল এই পুজোর প্রতিমা তৈরি করেন । এবছরও প্রতিমা তৈরি করার জন্য বায়না হয়ে গেছিল । কিন্তু মার্চ মাসের লকডাউন ঘোষণার ফলে কাজ শুরু হলেও তা বন্ধ করে দেন শিল্পী । পরে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবছর পুজো হবে না । তাই বায়না হলেও এবছর আর লন্ডনের হানস্লোর উদ্দেশ্যে রওনা দেবে না উমা ।

Last Updated : Oct 3, 2020, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.