ETV Bharat / state

"দলে স্তাবকদের নম্বর বেশি", মুখ খুললেন রাজীব - তৃণমূল কংগ্রেস

কয়েক মাস আগে হাওড়ার দলীয় নেতাদের সঙ্গে মন-কষাকষি তৈরি হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের । সে সময় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন । তবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সুকৌশলে বাগে নিয়ে আসেন তাঁকে ।

রাজীব বন্দ্যোপাধ্যায়
রাজীব বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 5, 2020, 10:58 PM IST

কলকাতা, ৫ ডিসেম্বর : নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেসুরো হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা । ইতিমধ্যেই মন্ত্রিত্ব ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী । বিজেপিতে যোগ দিয়েছেন মিহির গোস্বামী । তৃণমূল নেতা শীলভদ্র দত্ত, অতীন ঘোষদের গলাতেও বিদ্রোহের সুর । এবারে বিদ্রোহী হলেন রাজ্যের বনমন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় । টালিগঞ্জের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, " শুভেন্দু অধিকারী চলে গেলে দলে বিশাল শূন্যতা তৈরি হবে ।"

কয়েক মাস আগে হাওড়ার দলীয় নেতাদের সঙ্গে মন-কষাকষি তৈরি হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের । সে সময় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন । তবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সুকৌশলে বাগে নিয়ে আসেন তাঁকে । অবশেষে কিছুদিন দলের অনুগত হয়ে একপ্রকার চুপচাপই ছিলেন তিনি । কয়েকদিন আগেও তৃণমূল ভবনে এসে রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তৃণমূলে আছেন এবং থাকবেন । কিন্তু আজ টালিগঞ্জের সভাতে যেন ছন্দপতন ঘটল। বেসুরো গাইলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন :- "জয় জয় দুর্গা মা, জয় জয় মা"; পুজোর গান গাইলেন বনমন্ত্রী

শুভেন্দুর নাম নিয়ে দলীয় নেতৃত্বের ওপরে ক্ষোভ প্রকাশ করেন তিনি । রাজীব বলেন, "শুভেন্দু অধিকারী চলে গেলে দলে বিশাল ক্ষতি হবে ।" আরও এক ধাপ এগিয়ে তাঁর বক্তব্য, "নেতাদের এত ক্ষোভ বিক্ষোভ কেনও তা অনুসন্ধান করা খুবই জরুরি । আরও আগে এসব ভাবা উচিত ছিল । ভালোকে খারাপ, খারাপকে ভালো বললেই মুশকিল । যারা মাঠে ঘাটে কাজ করে তারা প্রাধান্য পায় না । ক্ষমতা লোভীরা দলে জায়গা পাচ্ছে । দলে যারা স্তাবক তাদের নম্বর বেশি । আমি ওসব করতে পারি না তাই নম্বর কম ।"

কলকাতা, ৫ ডিসেম্বর : নির্বাচন যত এগিয়ে আসছে ততই বেসুরো হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা । ইতিমধ্যেই মন্ত্রিত্ব ত্যাগ করেছেন শুভেন্দু অধিকারী । বিজেপিতে যোগ দিয়েছেন মিহির গোস্বামী । তৃণমূল নেতা শীলভদ্র দত্ত, অতীন ঘোষদের গলাতেও বিদ্রোহের সুর । এবারে বিদ্রোহী হলেন রাজ্যের বনমন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় । টালিগঞ্জের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, " শুভেন্দু অধিকারী চলে গেলে দলে বিশাল শূন্যতা তৈরি হবে ।"

কয়েক মাস আগে হাওড়ার দলীয় নেতাদের সঙ্গে মন-কষাকষি তৈরি হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের । সে সময় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন । তবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সুকৌশলে বাগে নিয়ে আসেন তাঁকে । অবশেষে কিছুদিন দলের অনুগত হয়ে একপ্রকার চুপচাপই ছিলেন তিনি । কয়েকদিন আগেও তৃণমূল ভবনে এসে রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তৃণমূলে আছেন এবং থাকবেন । কিন্তু আজ টালিগঞ্জের সভাতে যেন ছন্দপতন ঘটল। বেসুরো গাইলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন :- "জয় জয় দুর্গা মা, জয় জয় মা"; পুজোর গান গাইলেন বনমন্ত্রী

শুভেন্দুর নাম নিয়ে দলীয় নেতৃত্বের ওপরে ক্ষোভ প্রকাশ করেন তিনি । রাজীব বলেন, "শুভেন্দু অধিকারী চলে গেলে দলে বিশাল ক্ষতি হবে ।" আরও এক ধাপ এগিয়ে তাঁর বক্তব্য, "নেতাদের এত ক্ষোভ বিক্ষোভ কেনও তা অনুসন্ধান করা খুবই জরুরি । আরও আগে এসব ভাবা উচিত ছিল । ভালোকে খারাপ, খারাপকে ভালো বললেই মুশকিল । যারা মাঠে ঘাটে কাজ করে তারা প্রাধান্য পায় না । ক্ষমতা লোভীরা দলে জায়গা পাচ্ছে । দলে যারা স্তাবক তাদের নম্বর বেশি । আমি ওসব করতে পারি না তাই নম্বর কম ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.