ETV Bharat / state

ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক, JNU হামলায় মন্তব্য মমতার - mamata banerjee

JNU হামলার কড়া সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই হামলাকে ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক বলে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন তিনি ।

mamata
ছবি
author img

By

Published : Jan 6, 2020, 1:37 PM IST

কলকাতা, 6 জানুয়ারি : JNU-তে দুষ্কৃতী হামলার তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পড়ুয়াদের উপর এই হামলাকে গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ বলে কটাক্ষ করেন তিনি । মমতা বলেন, এটি ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক ।

JNU-র ঘটনা প্রসঙ্গে মমতার বক্তব্য, যা হয়েছে খুব বিপজ্জনক । গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ এটি । কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, যারাই ওদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে পাকিস্তানির তকমা দেওয়া হচ্ছে । বলা হচ্ছে তারা দেশের শত্রু । এর আগে দেশে কোনওদিন এইরকম ঘটনা দেখিনি আমরা ।

পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা । বলেন, দিল্লি পুলিশ তো অরবিন্দ কেজরিওয়ালের অধীনে নয় । এটি কেন্দ্রীয় সরকারের অধীনে । একদিকে তারা BJP গুন্ডাদের পাঠাচ্ছে আর অন্যদিকে পুলিশকেও নিষ্ক্রিয় করে দিচ্ছে । পুলিশ আর কী করতে পারে । তারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা চালিত । এটা ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।

কলকাতা, 6 জানুয়ারি : JNU-তে দুষ্কৃতী হামলার তীব্র নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পড়ুয়াদের উপর এই হামলাকে গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ বলে কটাক্ষ করেন তিনি । মমতা বলেন, এটি ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক ।

JNU-র ঘটনা প্রসঙ্গে মমতার বক্তব্য, যা হয়েছে খুব বিপজ্জনক । গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ এটি । কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মমতা বলেন, যারাই ওদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে পাকিস্তানির তকমা দেওয়া হচ্ছে । বলা হচ্ছে তারা দেশের শত্রু । এর আগে দেশে কোনওদিন এইরকম ঘটনা দেখিনি আমরা ।

পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা । বলেন, দিল্লি পুলিশ তো অরবিন্দ কেজরিওয়ালের অধীনে নয় । এটি কেন্দ্রীয় সরকারের অধীনে । একদিকে তারা BJP গুন্ডাদের পাঠাচ্ছে আর অন্যদিকে পুলিশকেও নিষ্ক্রিয় করে দিচ্ছে । পুলিশ আর কী করতে পারে । তারা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা চালিত । এটা ফ্যাসিস্ট সার্জিকাল স্ট্রাইক।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।

New Delhi, Jan 05 (ANI): Union Home Minister Amit Shah met Sikh refugees from Afghanistan living in Delhi's Amar Colony. He met him as part of BJP's door to door campaign to create awareness on Citizenship (Amendment) Act. "We thank Modi ji and Amit Shah ji for bringing in this act," said a Sikh refugee. CAA gives Indian citizenship to non-Muslim immigrants from Pakistan, Afghanistan and Bangladesh.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.