ETV Bharat / state

দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদ, সেন্ট্রাল অ্যাভেনিউতে গ্রেপ্তার 30 - BJP

আজ সেন্ট্রাল এভিনিউ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ তারা অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বেধে যায় ৷ ঘটনাস্থান থেকে BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ 30 BJP কর্মী গ্রেপ্তার করে পুলিশ।

সেন্ট্রাল অ্যাভেনিউতে গ্রেপ্তার
author img

By

Published : Aug 30, 2019, 11:16 PM IST

কলকাতা, 30 অগাস্ট : দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল সেন্ট্রাল অ্যাভেনিউ ৷ 'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে আজ দক্ষিণ দাঁড়ি আসেন দিলীপ ঘোষ ৷ সেইসময় তাঁর উপর কয়েকজন তৃণমূল কর্মী হামলা চালায় বলে অভিযোগ ৷ এর প্রতিবাদে আজ সেন্ট্রাল অ্যাভেনিউ মোড় অবরোধ বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে BJP কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ৷ অবশেষে ঘটনাস্থান থেকে 30 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷

BJP
দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল সেন্ট্রাল অ্যাভেনিউ


'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে আজ দক্ষিণদাঁড়িতে আসেন দিলীপ ঘোষ ৷ তিনি এলাকায় আসবেন বলেই সকালে এলাকায় দলীয় পতাকা লাগান BJP কর্মী সমর্থকরা ৷ তখন তৃণমূলের সমর্থকরা তাদের বাধা দেয় ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হলে তৃণমূল কর্মী-সমর্থকরা BJP-র পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে ৷ পরে দিলীপ ঘোষ এলাকায় এলে তৃণমূল সমর্থকরা তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেয় ৷ এমনকী BJP-র রাজ্য সভপাতির উপর হামলা চালানোর চেষ্টা করে বলেও অভিযোগ ৷ কিন্তু তাঁকে রক্ষা করতে গিয়ে কয়েকজন দলীয় সমর্থক জখম হন ৷

এর প্রতিবাদে আজ সেন্ট্রাল এভিনিউ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ তারা অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বেধে যায় ৷ ঘটনাস্থান থেকে BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ 30 BJP কর্মী গ্রেপ্তার করে পুলিশ।

BJP
30 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ


সূত্রের খবর, আজ দুপুরে সেন্ট্রাল অ্যাভেনিউতে বিক্ষোভের জন্য প্রথমে উত্তর কলকাতার জেলা BJP-র পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করা হয় । কিন্তু, পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি । তাই পুলিশের অনুমতি ছাড়ায় বিক্ষোভ সামিল হয় BJP-র উত্তর কলকাতা জেলা কমিটি ৷ এই অবরোধের জেরে আজ প্রায় একঘণ্টা সেন্ট্রাল অ্যাভিনিউর রাস্তা বন্ধ থাকে ।

BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ আক্রমণ করে ৷ প্রায় 30 জন BJP-র কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয় । পুলিশ প্রথমে বাধা দেয় । পরে লাঠি চালায় । রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই । রাজ্যে পুলিশ রাজ চলছে ৷"

কলকাতা, 30 অগাস্ট : দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল সেন্ট্রাল অ্যাভেনিউ ৷ 'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে আজ দক্ষিণ দাঁড়ি আসেন দিলীপ ঘোষ ৷ সেইসময় তাঁর উপর কয়েকজন তৃণমূল কর্মী হামলা চালায় বলে অভিযোগ ৷ এর প্রতিবাদে আজ সেন্ট্রাল অ্যাভেনিউ মোড় অবরোধ বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে BJP কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ৷ অবশেষে ঘটনাস্থান থেকে 30 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷

BJP
দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল সেন্ট্রাল অ্যাভেনিউ


'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে আজ দক্ষিণদাঁড়িতে আসেন দিলীপ ঘোষ ৷ তিনি এলাকায় আসবেন বলেই সকালে এলাকায় দলীয় পতাকা লাগান BJP কর্মী সমর্থকরা ৷ তখন তৃণমূলের সমর্থকরা তাদের বাধা দেয় ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হলে তৃণমূল কর্মী-সমর্থকরা BJP-র পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে ৷ পরে দিলীপ ঘোষ এলাকায় এলে তৃণমূল সমর্থকরা তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেয় ৷ এমনকী BJP-র রাজ্য সভপাতির উপর হামলা চালানোর চেষ্টা করে বলেও অভিযোগ ৷ কিন্তু তাঁকে রক্ষা করতে গিয়ে কয়েকজন দলীয় সমর্থক জখম হন ৷

এর প্রতিবাদে আজ সেন্ট্রাল এভিনিউ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ তারা অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বেধে যায় ৷ ঘটনাস্থান থেকে BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ 30 BJP কর্মী গ্রেপ্তার করে পুলিশ।

BJP
30 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ


সূত্রের খবর, আজ দুপুরে সেন্ট্রাল অ্যাভেনিউতে বিক্ষোভের জন্য প্রথমে উত্তর কলকাতার জেলা BJP-র পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করা হয় । কিন্তু, পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি । তাই পুলিশের অনুমতি ছাড়ায় বিক্ষোভ সামিল হয় BJP-র উত্তর কলকাতা জেলা কমিটি ৷ এই অবরোধের জেরে আজ প্রায় একঘণ্টা সেন্ট্রাল অ্যাভিনিউর রাস্তা বন্ধ থাকে ।

BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ আক্রমণ করে ৷ প্রায় 30 জন BJP-র কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয় । পুলিশ প্রথমে বাধা দেয় । পরে লাঠি চালায় । রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই । রাজ্যে পুলিশ রাজ চলছে ৷"

Intro:30-08-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: লেকটাউনে দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউ মোড়ে রাস্তা অবরোধ বিজেপি কর্মীদের।
আর এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। খন্ডো যুদ্ধ বেধে যায়। দফায় দফায় গন্ডোগোল।
বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে গাড়িতে তোলে পুলিশ। অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ। বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির ৩০জন কর্মী সমর্থক কে গ্রেপ্তার করে পুলিশ।



বিজেপি সূত্রে খবর, আজ দুপুরে সেন্ট্রাল এভিনিউ বিক্ষোভ এর জন্য প্রথমে উত্তর কলকাতা জেলা বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করা হয়। কিন্তু পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয় নি। তাই পুলিশের অনুমতি ছাড়ায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় বিজেপির উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে।সেন্ট্রাল এভিনিউ অবোরোধ জেরে আজ প্রায় ১ ঘন্টা সেন্ট্রাল এভিনিউ রাস্তা বন্ধো থাকে।


বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, " আমাদের শান্তিপূন মিছিলে উপর পুলিশ আক্রমণ করে প্রায় ৩০ জন বিজেপির কার্যকর্তা পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ প্রথমে বাধা দেয়। পরে পুলিশ লাঠি চালায়। রাজ্যে গনতন্ত্র বলে কিছু নেই। রাজ্যে পুলিশ রাজ চলছে"Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.