কলকাতা, 30 অগাস্ট : দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল সেন্ট্রাল অ্যাভেনিউ ৷ 'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে আজ দক্ষিণ দাঁড়ি আসেন দিলীপ ঘোষ ৷ সেইসময় তাঁর উপর কয়েকজন তৃণমূল কর্মী হামলা চালায় বলে অভিযোগ ৷ এর প্রতিবাদে আজ সেন্ট্রাল অ্যাভেনিউ মোড় অবরোধ বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে BJP কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ৷ অবশেষে ঘটনাস্থান থেকে 30 জন BJP কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ ৷
'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে আজ দক্ষিণদাঁড়িতে আসেন দিলীপ ঘোষ ৷ তিনি এলাকায় আসবেন বলেই সকালে এলাকায় দলীয় পতাকা লাগান BJP কর্মী সমর্থকরা ৷ তখন তৃণমূলের সমর্থকরা তাদের বাধা দেয় ৷ দু'পক্ষের মধ্যে বচসা শুরু হলে তৃণমূল কর্মী-সমর্থকরা BJP-র পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে ৷ পরে দিলীপ ঘোষ এলাকায় এলে তৃণমূল সমর্থকরা তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লোগান দেয় ৷ এমনকী BJP-র রাজ্য সভপাতির উপর হামলা চালানোর চেষ্টা করে বলেও অভিযোগ ৷ কিন্তু তাঁকে রক্ষা করতে গিয়ে কয়েকজন দলীয় সমর্থক জখম হন ৷
এর প্রতিবাদে আজ সেন্ট্রাল এভিনিউ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ তারা অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বেধে যায় ৷ ঘটনাস্থান থেকে BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সহ 30 BJP কর্মী গ্রেপ্তার করে পুলিশ।
সূত্রের খবর, আজ দুপুরে সেন্ট্রাল অ্যাভেনিউতে বিক্ষোভের জন্য প্রথমে উত্তর কলকাতার জেলা BJP-র পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করা হয় । কিন্তু, পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি । তাই পুলিশের অনুমতি ছাড়ায় বিক্ষোভ সামিল হয় BJP-র উত্তর কলকাতা জেলা কমিটি ৷ এই অবরোধের জেরে আজ প্রায় একঘণ্টা সেন্ট্রাল অ্যাভিনিউর রাস্তা বন্ধ থাকে ।
BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ আক্রমণ করে ৷ প্রায় 30 জন BJP-র কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয় । পুলিশ প্রথমে বাধা দেয় । পরে লাঠি চালায় । রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই । রাজ্যে পুলিশ রাজ চলছে ৷"