কলকাতা, 9 জানুয়ারি : পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্যে । বৃষ্টি হতে পারে কলকতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও । আগামীকাল থেকে ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ।
আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । গতকালের থেকে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে কলকাতায় । গত 24 ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস ।
আজ কলকাতাসহ উত্তরবঙ্গের সব জেলা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে বীরভূম, মুর্শিদাবাদে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে । অবশ্য অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যজুড়ে এই বৃষ্টির কারণ । বৃষ্টি বেশি না হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতে আকাশ মেঘলা থাকবে এবং রাজ্যজুড়ে থাকবে কুয়াশার প্রভাব ।
আগামী তিন দিন কুয়াশাচ্ছন্ন থাকবে রাজ্য । অতি ঘন কুয়াশার সর্তকতা ইতিমধ্যে জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । জাতীয় সড়কগুলিতে ইতিমধ্যেই সর্তকতা ও সাবধানতার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস । পশ্চিমী ঝঞ্ঝা কেটে যেতেই উত্তর-পশ্চিমে ফের আরও একবার পারদ কমবে । পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও । আগামী দু' থেকে তিন দিন ঘন কুয়াশার সর্তকতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার ও মধ্যপ্রদেশে ।