কলকাতা, 14 অক্টোবর : কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ জায়গা থেকেই বর্ষা বিদায় নিয়েছে ৷ আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, আগামী 72 ঘণ্টা রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে ৷ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে ৷
রাজ্যের প্রায় সব জায়গা থেকেই সরে গেছে মৌসুমি বায়ু ৷ এর ফলে রাজ্যজুড়ে আবহাওয়ার পরিবর্তন হবে ৷ ক্রমশ শুষ্ক হয়ে উঠবে আবহাওয়া ৷ সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে ৷ বিকেলের পর থেকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ৷ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে ৷ তবে উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ৷
আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ।