ETV Bharat / state

চিকিৎসকের অভাব, COVID 19-র মোকাবিলায় নিধিরাম খোদ হাসপাতাল - কলকাতা

চিকিৎসকের অভাব রয়েছে বেলেঘাটা ID হাসপাতালে ৷ তাতেই সমস্যায় রোগীরা ৷ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানা নেই বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ID&BG হাসপাতালের মেডিসিন বিভাগেই নেই স্থায়ী পদের কোনও শিক্ষক-চিকিৎসক ।

বেলেঘাটা হাসপাতাল
বেলেঘাটা হাসপাতাল
author img

By

Published : Feb 26, 2020, 3:23 PM IST

কলকাতা, 26 ফেব্রুয়ারি : নভেল কোরোনা ভাইরাস (COVID-19)-এর মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের কথা বলছে এ রাজ্যের স্বাস্থ্য দপ্তর । অথচ, চিকিৎসকদের অভাবে কলকাতার খোদ ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালই কার্যত নিধিরাম সর্দার হয়ে রয়েছে । আর তাতেই সমস্যায় পড়ছেন রোগীরা । পরিস্থিতি কবে স্বাভাবিক হবে ? শেষ পাওয়া খবর অনুযায়ী, সেই বিষয়ে জানে না হাসপাতাল কর্তৃপক্ষ ।

COVID-19-র মোকাবিলায় ID&BG হাসপাতাল-সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্তের 16টি সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড মিলিয়ে মোট 92টি বেড প্রস্তুত রাখার কথা বলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । COVID-19-র মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর বেসরকারি হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার কথা বলেছে । অথচ, কলকাতার খোদ ID&BG হাসপাতালের মেডিসিন বিভাগেই নেই স্থায়ী পদের কোনও শিক্ষক-চিকিৎসক । এই হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান হিসাবে স্থায়ী পদে একজন শিক্ষক-চিকিৎসক (প্রফেসর) ছিলেন । সম্প্রতি এই হাসপাতাল থেকে তাঁকে বদলি করে দেওয়া হয়েছে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে । আর সেখান থেকে একজন শিক্ষক-চিকিৎসক (অ্যাসোসিয়েট প্রফেসর)-কে বেলেঘাটার এই হাসপাতালে ডিটেইলমেন্টে পাঠানো হয়েছে । সম্প্রতি, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শন করেছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI)-র প্রতিনিধিরা ।

সূত্রের খবর, ওই পরিদর্শনে যাতে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে শিক্ষক-চিকিৎসকের স্থায়ী পদে খামতি থেকে না যায়, তার জন্য বেলেঘাটার এই হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধানকে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি করে দেওয়া হয়েছে । ID&BG হাসপাতালের মেডিসিন বিভাগের স্থায়ী পদে দু'জন প্রফেসর, দু'জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং চারজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই আট জন শিক্ষক-চিকিৎসকের থাকার কথা । অথচ, এখন এই মেডিসিন বিভাগের শিক্ষক-চিকিৎসক হিসাবে সবেধন নীলমণি রূপে রয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বেলেঘাটার এই হাসপাতালে ডিটেলমেন্টে পাঠানো ওই অ্যাসোসিয়েট প্রফেসর । ID&BG হাসপাতালের মেডিসিন বিভাগের স্থায়ী পদে শিক্ষক-চিকিৎসকদের এই খামতির বিষয়টি নতুন নয় । এই খামতির কারণে গত বছর ডেঙ্গি মোকাবিলার সময় বেলেঘাটার এই হাসপাতাল কর্তৃপক্ষকেও সমস্যায় পড়তে হয়েছিল । এই খামতি দূর করার জন্য সিনিয়র রেসিডেন্টস হিসাবে কয়েকজন চিকিৎসককে এই হাসপাতালে দেওয়া হয়েছে । পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সময় বন্ডের অধীনে ছিলেন এই সব চিকিৎসক । ওই বন্ডের শর্তপূরণ হিসাবে এই সব চিকিৎসককে এখানে সিনিয়র রেসিডেন্টস হিসাবে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।

বেলেঘাটা হাসপাতালের মেডিসিন বিভাগে রয়েছে চিকিৎসকের অভাব

শেষ পাওয়া খবর অনুযায়ী, এরাজ্যে এখনও COVID-19 আক্রান্ত কারও খোঁজ মেলেনি । এদিকে, COVID-19-এর মোকাবিলায় এ রাজ্যে কলকাতার এই ID&BG হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অংশ । অথচ, এই ধরনের পরিস্থিতির মধ্যে, এই হাসপাতালের মেডিসিন বিভাগে স্থায়ী পদে যেমন কোনও শিক্ষক-চিকিৎসক নেই, তেমনই পদগুলিও ফাঁকা অবস্থায় রয়েছে । যার জেরে, খোদ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অংশে প্রশ্ন উঠছে, COVID-19 আক্রান্তের খোঁজ মিললে কীভাবে তখন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে? স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ID&BG হাসপাতালে COVID-19 সন্দেহে যে সব রোগী আসছেন এবং তাঁদের মধ্যে যাঁদেরকে ভরতি রাখা হচ্ছে, তাঁদের উপসর্গ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে শিক্ষক-চিকিৎসকদের অভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে । তবে, শুধুমাত্র COVID-19 সন্দেহের রোগীদের ক্ষেত্রে নয় । ID&BG হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসকদের এই অভাব অন্য রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও প্রভাব ফেলছে । সূত্রের খবর, সমস্যার এই বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে ID&BG হাসপাতাল কর্তৃপক্ষ । তবে, কবে এই সমস্যার সমাধান হবে, সেই বিষয়ে এই হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছে না বলে জানা গিয়েছে । এ দিকে, এই সমস্যার বিষয়ে এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য জানাতে চাওয়া হয়নি । তবে, চিকিৎসকদের এই অভাবের বিষয়ে এ রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি কোনও মন্তব্য করব না ।"

কলকাতা, 26 ফেব্রুয়ারি : নভেল কোরোনা ভাইরাস (COVID-19)-এর মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের কথা বলছে এ রাজ্যের স্বাস্থ্য দপ্তর । অথচ, চিকিৎসকদের অভাবে কলকাতার খোদ ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালই কার্যত নিধিরাম সর্দার হয়ে রয়েছে । আর তাতেই সমস্যায় পড়ছেন রোগীরা । পরিস্থিতি কবে স্বাভাবিক হবে ? শেষ পাওয়া খবর অনুযায়ী, সেই বিষয়ে জানে না হাসপাতাল কর্তৃপক্ষ ।

COVID-19-র মোকাবিলায় ID&BG হাসপাতাল-সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্তের 16টি সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড মিলিয়ে মোট 92টি বেড প্রস্তুত রাখার কথা বলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । COVID-19-র মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর বেসরকারি হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার কথা বলেছে । অথচ, কলকাতার খোদ ID&BG হাসপাতালের মেডিসিন বিভাগেই নেই স্থায়ী পদের কোনও শিক্ষক-চিকিৎসক । এই হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান হিসাবে স্থায়ী পদে একজন শিক্ষক-চিকিৎসক (প্রফেসর) ছিলেন । সম্প্রতি এই হাসপাতাল থেকে তাঁকে বদলি করে দেওয়া হয়েছে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে । আর সেখান থেকে একজন শিক্ষক-চিকিৎসক (অ্যাসোসিয়েট প্রফেসর)-কে বেলেঘাটার এই হাসপাতালে ডিটেইলমেন্টে পাঠানো হয়েছে । সম্প্রতি, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শন করেছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া (MCI)-র প্রতিনিধিরা ।

সূত্রের খবর, ওই পরিদর্শনে যাতে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে শিক্ষক-চিকিৎসকের স্থায়ী পদে খামতি থেকে না যায়, তার জন্য বেলেঘাটার এই হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধানকে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি করে দেওয়া হয়েছে । ID&BG হাসপাতালের মেডিসিন বিভাগের স্থায়ী পদে দু'জন প্রফেসর, দু'জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং চারজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই আট জন শিক্ষক-চিকিৎসকের থাকার কথা । অথচ, এখন এই মেডিসিন বিভাগের শিক্ষক-চিকিৎসক হিসাবে সবেধন নীলমণি রূপে রয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বেলেঘাটার এই হাসপাতালে ডিটেলমেন্টে পাঠানো ওই অ্যাসোসিয়েট প্রফেসর । ID&BG হাসপাতালের মেডিসিন বিভাগের স্থায়ী পদে শিক্ষক-চিকিৎসকদের এই খামতির বিষয়টি নতুন নয় । এই খামতির কারণে গত বছর ডেঙ্গি মোকাবিলার সময় বেলেঘাটার এই হাসপাতাল কর্তৃপক্ষকেও সমস্যায় পড়তে হয়েছিল । এই খামতি দূর করার জন্য সিনিয়র রেসিডেন্টস হিসাবে কয়েকজন চিকিৎসককে এই হাসপাতালে দেওয়া হয়েছে । পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সময় বন্ডের অধীনে ছিলেন এই সব চিকিৎসক । ওই বন্ডের শর্তপূরণ হিসাবে এই সব চিকিৎসককে এখানে সিনিয়র রেসিডেন্টস হিসাবে দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর ।

বেলেঘাটা হাসপাতালের মেডিসিন বিভাগে রয়েছে চিকিৎসকের অভাব

শেষ পাওয়া খবর অনুযায়ী, এরাজ্যে এখনও COVID-19 আক্রান্ত কারও খোঁজ মেলেনি । এদিকে, COVID-19-এর মোকাবিলায় এ রাজ্যে কলকাতার এই ID&BG হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অংশ । অথচ, এই ধরনের পরিস্থিতির মধ্যে, এই হাসপাতালের মেডিসিন বিভাগে স্থায়ী পদে যেমন কোনও শিক্ষক-চিকিৎসক নেই, তেমনই পদগুলিও ফাঁকা অবস্থায় রয়েছে । যার জেরে, খোদ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অংশে প্রশ্ন উঠছে, COVID-19 আক্রান্তের খোঁজ মিললে কীভাবে তখন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে? স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, ID&BG হাসপাতালে COVID-19 সন্দেহে যে সব রোগী আসছেন এবং তাঁদের মধ্যে যাঁদেরকে ভরতি রাখা হচ্ছে, তাঁদের উপসর্গ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে শিক্ষক-চিকিৎসকদের অভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে । তবে, শুধুমাত্র COVID-19 সন্দেহের রোগীদের ক্ষেত্রে নয় । ID&BG হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসকদের এই অভাব অন্য রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও প্রভাব ফেলছে । সূত্রের খবর, সমস্যার এই বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে ID&BG হাসপাতাল কর্তৃপক্ষ । তবে, কবে এই সমস্যার সমাধান হবে, সেই বিষয়ে এই হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বুঝতে পারছে না বলে জানা গিয়েছে । এ দিকে, এই সমস্যার বিষয়ে এই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও বক্তব্য জানাতে চাওয়া হয়নি । তবে, চিকিৎসকদের এই অভাবের বিষয়ে এ রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমি কোনও মন্তব্য করব না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.