ETV Bharat / state

Morbi Bridge Collapse: পোস্তার সেতু কাটমানি দিয়ে তৈরি হচ্ছিল, মোরবির সঙ্গে তার তুলনা হয় না ! তোপ বঙ্গ বিজেপির - মোরবি সেতু বিপর্যয়

পোস্তার সেতু (Posta bridge collapse) কাটমানি দিয়ে তৈরি হচ্ছিল ৷ মোরবির সেতু বিপর্যয়ের সঙ্গে তার কোনও তুলনা হয় না ৷ প্রধানমন্ত্রী মন্তব্যের হয়ে সাফাই গেয়ে এ ভাবেই শাসকদলের বিরুদ্ধে তোপ দাগল বঙ্গ বিজেপি ৷

there is no similarities between Morbi and Posta bridge collapse, says Bengal BJP
পোস্তার সেতু কাটমানি দিয়ে তৈরি হচ্ছিল, মোরবির সঙ্গে তার তুলনা হয় না ! তোপ বঙ্গ বিজেপির
author img

By

Published : Nov 1, 2022, 8:17 PM IST

কলকাতা, 1 নভেম্বর: রবিবার গুজরাতে (Morbi bridge collapse) প্রায় 100 বছরের পুরনো মোরবি সেতু ভেঙে প্রাণহানি হয়েছে 135 জনের । ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দিকে কটাক্ষের তির ছুড়তে শুরু করেছে রাজ্যের শাসকদল । 2016 সালে নির্বাচনী প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পোস্তা ব্রিজ ভেঙে (Posta bridge collapse) পড়ার ঘটনা তৃণমূল সরকারের বিরুদ্ধে ঈশ্বরের ইঙ্গিত ৷ সেই মন্তব্যকে কটাক্ষ করে মোরবির প্রসঙ্গ টেনে পালটা তোপ দাগতে শুরু করেছে তৃণমূল ৷ এই নিয়ে সরব হয়েছেন সুখেন্দুশেখর রায় ও ফিরহাদ হাকিমের মতো নেতারা ৷ তাই অস্বস্তি কাটাতে এ বার আসরে নামল বঙ্গ বিজেপি (BJP on Posta Bridge Collapse)৷

2016 সালে প্রধানমন্ত্রীর এ হেন মন্তব্যকে কটাক্ষ করে গতকালই নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় এবং মেয়র ফিরহাদ হাকিম । তবে সেই যুক্তি মানতে নারাজ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "এই দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত হোক এবং দোষীরা সাজা পাক । ওইদিন ঘটনাটি ঘটার 15 মিনিটের মধ্যেই সাহায্য পৌঁছে গিয়েছিল । তার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যান । আজ প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং আহতদের সঙ্গে দেখা করলেন । যে সংস্থা একটা 100 বছরের পুরনো ব্রিজ সংস্কার করেছে, সেখানে কারও কোনও ভুল নিশ্চয়ই হয়েছে । পাশাপাশি অনেক বেশি মানুষজন উঠে পড়েছিল । এই সব বিষয়গুলি সরকারিভাবে খতিয়ে দেখা হচ্ছে । তবে পোস্তার ক্ষেত্রে একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল । তাই প্রশ্ন উঠেছিল । একটা সেতু তৈরি হওয়ার আগেই কী করে ভেঙে পড়ে ? তাই এই দুটি ঘটনার মধ্যে যাঁরা তুলনা খোঁজার চেষ্টা করছেন, তাঁরা বাঁচার চেষ্টা করছেন । তাঁরা নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছেন ।"

আরও পড়ুন: পোস্তা ব্রিজ ভাঙা নিয়ে মোদির মন্তব্যই মোরবি সেতু দুর্ঘটনায় হাতিয়ার তৃণমূলের

প্রাক্তন সভাপতি রাহুল সিনহাও (Rahul Sinha) মোদির মন্তব্যের পক্ষে সাফাই গেয়েছেন । তিনি বলেন, "দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা । এই দুটি ঘটনাকে মেলানো যাবে না । কারণ পোস্তা সেতুর ক্ষেত্রে কাটমানি খেয়ে দু নম্বরী সমস্ত মাল দিয়ে কাজ হচ্ছিল । সব থেকে বড় কথা হল মানুষ মারা যাওয়ার পরেই এই অবিবেচক সরকার মৃতদেহ পাচার করেছে । ঠিক করোনার সময় আমরা যেমনটা দেখেছিলাম । এবং তাঁরা ধরাও পড়েছে । সেই কারণেই পোস্তার ঘটনার সঙ্গে মোরবির কোনও তুলনাই হতে পারে না । আমি মনে করি, তৃণমূলের সরকার যে কাজটা করেছে তা অমানবিক, যা মানবতার সমস্ত সীমাকে লংঘন করেছে ।"

প্রসঙ্গত সুখেন্দুশেখর রায় টুইট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, "এ বার একটু চোখের জল ফেলুন মোদিজি । সদ্য সংস্কার করা ব্রিজ দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে 132 জনের । এ বার আপনিও কয়েক ফোঁটা চোখের জল ফেলুন ।’’

পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, "সমালোচনা করা খুব সহজ । দায়িত্ব পালন অনেক কঠিন কাজ । 2016 সালে মোদিজি রাজ্যে এসে আমাদের সরকারের কাজের কড়া সমালোচনা করেছিলেন । আজ তিনি কী বলবেন, দেশবাসী সেটা জানতে চায় । সংস্কারের কয়েক দিনের মধ্যেই এ ভাবে ব্রিজ ভেঙে পড়া ! এবং এতগুলো মানুষের প্রাণ যাওয়া ! এ বার কি সবটাই অ্যাক্ট অফ গড !’

কলকাতা, 1 নভেম্বর: রবিবার গুজরাতে (Morbi bridge collapse) প্রায় 100 বছরের পুরনো মোরবি সেতু ভেঙে প্রাণহানি হয়েছে 135 জনের । ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির দিকে কটাক্ষের তির ছুড়তে শুরু করেছে রাজ্যের শাসকদল । 2016 সালে নির্বাচনী প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পোস্তা ব্রিজ ভেঙে (Posta bridge collapse) পড়ার ঘটনা তৃণমূল সরকারের বিরুদ্ধে ঈশ্বরের ইঙ্গিত ৷ সেই মন্তব্যকে কটাক্ষ করে মোরবির প্রসঙ্গ টেনে পালটা তোপ দাগতে শুরু করেছে তৃণমূল ৷ এই নিয়ে সরব হয়েছেন সুখেন্দুশেখর রায় ও ফিরহাদ হাকিমের মতো নেতারা ৷ তাই অস্বস্তি কাটাতে এ বার আসরে নামল বঙ্গ বিজেপি (BJP on Posta Bridge Collapse)৷

2016 সালে প্রধানমন্ত্রীর এ হেন মন্তব্যকে কটাক্ষ করে গতকালই নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় এবং মেয়র ফিরহাদ হাকিম । তবে সেই যুক্তি মানতে নারাজ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "এই দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত হোক এবং দোষীরা সাজা পাক । ওইদিন ঘটনাটি ঘটার 15 মিনিটের মধ্যেই সাহায্য পৌঁছে গিয়েছিল । তার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যান । আজ প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং আহতদের সঙ্গে দেখা করলেন । যে সংস্থা একটা 100 বছরের পুরনো ব্রিজ সংস্কার করেছে, সেখানে কারও কোনও ভুল নিশ্চয়ই হয়েছে । পাশাপাশি অনেক বেশি মানুষজন উঠে পড়েছিল । এই সব বিষয়গুলি সরকারিভাবে খতিয়ে দেখা হচ্ছে । তবে পোস্তার ক্ষেত্রে একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল । তাই প্রশ্ন উঠেছিল । একটা সেতু তৈরি হওয়ার আগেই কী করে ভেঙে পড়ে ? তাই এই দুটি ঘটনার মধ্যে যাঁরা তুলনা খোঁজার চেষ্টা করছেন, তাঁরা বাঁচার চেষ্টা করছেন । তাঁরা নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছেন ।"

আরও পড়ুন: পোস্তা ব্রিজ ভাঙা নিয়ে মোদির মন্তব্যই মোরবি সেতু দুর্ঘটনায় হাতিয়ার তৃণমূলের

প্রাক্তন সভাপতি রাহুল সিনহাও (Rahul Sinha) মোদির মন্তব্যের পক্ষে সাফাই গেয়েছেন । তিনি বলেন, "দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা । এই দুটি ঘটনাকে মেলানো যাবে না । কারণ পোস্তা সেতুর ক্ষেত্রে কাটমানি খেয়ে দু নম্বরী সমস্ত মাল দিয়ে কাজ হচ্ছিল । সব থেকে বড় কথা হল মানুষ মারা যাওয়ার পরেই এই অবিবেচক সরকার মৃতদেহ পাচার করেছে । ঠিক করোনার সময় আমরা যেমনটা দেখেছিলাম । এবং তাঁরা ধরাও পড়েছে । সেই কারণেই পোস্তার ঘটনার সঙ্গে মোরবির কোনও তুলনাই হতে পারে না । আমি মনে করি, তৃণমূলের সরকার যে কাজটা করেছে তা অমানবিক, যা মানবতার সমস্ত সীমাকে লংঘন করেছে ।"

প্রসঙ্গত সুখেন্দুশেখর রায় টুইট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছিলেন, "এ বার একটু চোখের জল ফেলুন মোদিজি । সদ্য সংস্কার করা ব্রিজ দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে 132 জনের । এ বার আপনিও কয়েক ফোঁটা চোখের জল ফেলুন ।’’

পাশাপাশি ফিরহাদ হাকিম বলেন, "সমালোচনা করা খুব সহজ । দায়িত্ব পালন অনেক কঠিন কাজ । 2016 সালে মোদিজি রাজ্যে এসে আমাদের সরকারের কাজের কড়া সমালোচনা করেছিলেন । আজ তিনি কী বলবেন, দেশবাসী সেটা জানতে চায় । সংস্কারের কয়েক দিনের মধ্যেই এ ভাবে ব্রিজ ভেঙে পড়া ! এবং এতগুলো মানুষের প্রাণ যাওয়া ! এ বার কি সবটাই অ্যাক্ট অফ গড !’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.