ETV Bharat / state

দু'হাজার টাকা বেশি অনলাইনে ট্যাক্স দিতে গেলে লাগবে না সার্ভিস চার্জ : ফিরহাদ - ফিরহাদ

ফিরহাদ হাকিম বলেন, "এবার থেকে ডেবিট কার্ডে 2000 টাকার ওপরেও অনলাইনে ট্যাক্স জমা নেওয়া হবে । RBI আইন অনুসারে ডেবিট কার্ডে অনলাইনে 2000 টাকা পেমেন্ট করলে সার্ভিস ট্যাক্স কাটা হয় । সার্ভিস ট্যাক্স আমরা কখনই পৌরনিগমের গ্রাহকদের থেকে নেব না । তাই এই সার্ভিস ট্যাক্স এবার থেকে কলকাতা পুরনিগম দেবে ।"

ফিরহাদ
author img

By

Published : Aug 21, 2019, 8:43 PM IST

Updated : Aug 21, 2019, 11:14 PM IST

কলকাতা, 21 অগাস্ট :এবার থেকে পৌরনিগমে অনলাইনে ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে কোনও সার্ভিস ট্যাক্স দিতে হবে না কলকাতাবাসীকে ৷ আজ একথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এতদিন পর্যন্ত ডেবিট কার্ডের মাধ্যমে 2000 টাকার বেশি অনলাইনে ট্যাক্স জমা দেওয়া যেত না কলকাতা পৌরনিগমে । তার কারণ 2000 টাকার বেশি ট্যাক্স ডেবিট কার্ডে মাধ্যমে দিতে গেলেই একটা সার্ভিস ট্যাক্স কাটা হয় । RBI-এর আইন অনুযায়ী এই টাকা কাটা হত । এতদিন এই সার্ভিস ট্যাক্সকে দেবে সেই প্রশ্নে 2000 টাকার বেশি ট্যাক্স ডেবিট কার্ডে নিত না কলকাতা পৌরনিগম । আজ মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, এবার থেকে 2000 টাকার ওপর অনলাইনে ট্যাক্স জমা দেওয়া যাবে । সেই ক্ষেত্রে গ্রাহকদের কোন সার্ভিস ট্যাক্স দিতে হবে না ।

ভিডিয়োয় শুনুন ফিরহাজ হাকিমের বক্তব্য

এস সি মল্লিক রোড, 100 ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ ঘোষ আজ টক টু মেয়রে ফোন করে অভিযোগ করেন, কলকাতা পৌরনিগমে ডেবিট কার্ডের মাধ্যমে দু'হাজার টাকা পর্যন্ত দেওয়া যায় ৷ এর উপর কলকাতা পৌরনিগমে অনলাইনে ট্যাক্স জমা দেওয়া যায় না ৷ ফলে পৌরনিগমের ট্যাক্স জমা দেওয়ার জন্য লম্বা লাইনে লেগে যায় ৷ সেই লাইনে দাঁড়িয়ে থেকে ট্যাক্স জমা দিতে হয় । এই অভিযোগ শোনার পর ফিরহাদ বলেন, "এবার থেকে ডেবিট কার্ডে 2000 টাকার ওপরেও অনলাইনে ট্যাক্স জমা নেওয়া হবে ।" আগামী মেয়র পারিষদের বৈঠকে এই নয়া সিদ্ধান্ত লাগু করা হবে ।

কলকাতা, 21 অগাস্ট :এবার থেকে পৌরনিগমে অনলাইনে ট্যাক্স জমা দেওয়ার ক্ষেত্রে কোনও সার্ভিস ট্যাক্স দিতে হবে না কলকাতাবাসীকে ৷ আজ একথা ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এতদিন পর্যন্ত ডেবিট কার্ডের মাধ্যমে 2000 টাকার বেশি অনলাইনে ট্যাক্স জমা দেওয়া যেত না কলকাতা পৌরনিগমে । তার কারণ 2000 টাকার বেশি ট্যাক্স ডেবিট কার্ডে মাধ্যমে দিতে গেলেই একটা সার্ভিস ট্যাক্স কাটা হয় । RBI-এর আইন অনুযায়ী এই টাকা কাটা হত । এতদিন এই সার্ভিস ট্যাক্সকে দেবে সেই প্রশ্নে 2000 টাকার বেশি ট্যাক্স ডেবিট কার্ডে নিত না কলকাতা পৌরনিগম । আজ মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, এবার থেকে 2000 টাকার ওপর অনলাইনে ট্যাক্স জমা দেওয়া যাবে । সেই ক্ষেত্রে গ্রাহকদের কোন সার্ভিস ট্যাক্স দিতে হবে না ।

ভিডিয়োয় শুনুন ফিরহাজ হাকিমের বক্তব্য

এস সি মল্লিক রোড, 100 ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ ঘোষ আজ টক টু মেয়রে ফোন করে অভিযোগ করেন, কলকাতা পৌরনিগমে ডেবিট কার্ডের মাধ্যমে দু'হাজার টাকা পর্যন্ত দেওয়া যায় ৷ এর উপর কলকাতা পৌরনিগমে অনলাইনে ট্যাক্স জমা দেওয়া যায় না ৷ ফলে পৌরনিগমের ট্যাক্স জমা দেওয়ার জন্য লম্বা লাইনে লেগে যায় ৷ সেই লাইনে দাঁড়িয়ে থেকে ট্যাক্স জমা দিতে হয় । এই অভিযোগ শোনার পর ফিরহাদ বলেন, "এবার থেকে ডেবিট কার্ডে 2000 টাকার ওপরেও অনলাইনে ট্যাক্স জমা নেওয়া হবে ।" আগামী মেয়র পারিষদের বৈঠকে এই নয়া সিদ্ধান্ত লাগু করা হবে ।

Intro:এবার থেকে পুর নিগমের অনলাইনে ট্যাক্স ক্ষেত্রে সার্ভিস ট্যাক্স দিতে হবে না।এতদিন পর্যন্ত 2000 টাকার বেশি ডেবিট কার্ডে অনলাইনে ট‍্যাক্স জমা দেওয়া যত না কলকাতা পুরনিগমে। তার কারন 2000 টাকার বেশি ডেবিট কার্ডে দিতে গেলে একটা সার্ভিস ট‍্যাক্স কাটা হয়। আর বি আই এর আইন অনুযায়ী এই টাকা কাটা হত।এতদিন এই সার্ভিস ট‍্যাক্স কে দেবে সেই প্রশ্নে 2000 টাকার বেশি ট‍্যাক্স ডেবিট কার্ডে নেওয়া যাতো না কলকাতা পুরনিগম। আজ মেয়র ফিরহাদ হাকিম পুর নিগমের ঘোষণা করেন এবার থেকে 2000 টাকার ওপর অনলাইনে টেক্স জমা দেওয়া যাবে ।সেই ক্ষেত্রে গ্রাহকদের কোন সার্ভিস টেক্স দিতে হবে না।



Body:রিয়াজ ঘোষ ,এস সি মল্লিক রোড, 100 ওয়াডের বাসিন্দা আজ মেয়রের ফোন করে অভিযোগ জানান ডেবিট কার্ডে দুই হাজার টাকার উপর ট্যাক্স জমা দিতে না পারায় দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে ট্যাক্স জমা দিতে হয়ছে। যার ফলে সমস্যায় পরে হয়। আজ টকটিমে ওরে এই অভিযোগ শোনার পরেও সিদ্ধান্ত নেন এবার থেকে ডেবিট কার্ডে 2000 টাকার ওপরেও অনলাইনে ট্যাক্স জমা নেওয়া হবে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন আর বি আই আইন অনুসারে ডেবিট কার্ডে অনলাইনে 2000 টাকা পেমেন্ট করলে সার্ভিস ট্যাক্স কাটা হয়। সার্ভিস ট্যাক্স আমরা কখনই পুরনিগমের গ্রাহকদের থেকে নেব না। তাই এই সার্ভিস ট্যাক্স এবার থেকে কলকাতা পুরনিগম দেবে।


Conclusion:মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন আগামী মেয়র পারিষদে্য বৈঠকে এই লাগু করা হবে। এর ফলে আগামী দিনে 2000 টাকার বেশি ট্যাক্স ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে পুর নিগমে জমা দিতে পারবেন। মেয়র জানিয়েছেন এতদিন এই বিষয়টা ওনার জানা ছিল না। আজ আজ অভিযোগ শোনার পরে বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছেন তিনি।
Last Updated : Aug 21, 2019, 11:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.