ETV Bharat / state

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আশুতোষ, প্রেসিডেন্সির সামনে রবীন্দ্রনাথের মূর্তি হবে : পার্থ - rabindranath

"স্যার আশুতোষের মূর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে আছে । কিন্তু তা অন্দরে হওয়াতে অনেকেই সেটা লক্ষ্য করেন না । যাদের শতবার্ষিকী হলে কাজ থাকে তাঁরা শুধু সেই মূর্তি দেখেন । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্যার আশুতোষের মূর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে করব ।" মঙ্গলবার একথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : May 29, 2019, 11:44 AM IST

কলকাতা, 29 মে : "কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে স্যার আশুতোষের ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তৈরি করা হবে।" গতকাল সাংবাদিক বৈঠকে এমনই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, এই মূর্তিগুলির পাশাপাশি আরও কয়েকটি জায়গায় কয়েকজন মনীষীর মূর্তি তৈরির পরিকল্পনা রয়েছে । সব মূর্তিই পূর্ণাবয়ব হবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শিক্ষামন্ত্রী আরও বলেন, "স্যার আশুতোষের মূর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে আছে । কিন্তু তা অন্দরে হওয়াতে অনেকেই সেটা লক্ষ্য করেন না । যাদের শতবার্ষিকী হলে কাজ থাকে তাঁরা শুধু সেই মূর্তি দেখেন । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্যার আশুতোষের মূর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে করব । এর জন্য আমরা PWD, কলকাতা পৌরনিগম, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা এই মূর্তি তৈরি করব । রাজ্য সরকার অনুমোদন দিয়েছে । শিক্ষা দপ্তর চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব অন্য দপ্তরের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই কাজগুলো সম্পন্ন করতে । পাশাপাশি বিদ্যাসাগর কলেজের মধ্যে বিদ্যাসাগরের মিউজ়িয়াম হবে । এবং তাঁর যে মূর্তিটি ভাঙা হয়েছে তা তৈরির জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি । এছাড়া বিদ্যাসাগরের একটি পূর্ণাবয়ব মূর্তিও আমরা তৈরি করব ।"

শুধু রবীন্দ্রনাথ ও স্যার আশুতোষ নয়। পরিকল্পনা রয়েছে রাজা রামমোহন রায়েরও মূর্তি তৈরি করার । এই বিষয়ে তিনি বলেন, "রাজা রামমোহন রায়ের মূর্তি কলেজ স্ট্রিটের রাস্তায় কোথাও যাতে বসানো যায় সেটা দেখছি । আমরা রাস্তাটা খুঁজছি । কলেজ স্কয়্যারের যে পার্ক আছে সেখানে কাজি নজরুল ইসলামের মূর্তি বসানো যায় কি না সেটাও আমরা দেখছি । পার্কের নাম বিদ্যাসাগর উদ্যান কি না সেটা জানার চেষ্টা করছি । তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে নজরুলের মূর্তিও রাখব । এই সিদ্ধান্ত আমরা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে নিয়েছি । এবং এক্ষেত্রে আমরা PWD-র ও সাহায্য নেব । যেহেতু মূর্তিগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব PWD-র থাকে ।"

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, "বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উৎযাপন কমিটি আমাদের অনেক আগেই হয়েছে । এছাড়া আরও একটি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষ, দ্বিশত জন্মবর্ষকে সামনে রেখে বিদ্যাসাগর সেতুর সামনে রাস্তাকে ছোটো না করে সেখানে যদি একটা পূর্ণাবয়ব মূর্তি করা যায় সেটাও দেখছি । এছাড়া আমরা বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে সারা বছর ধরে পালন করব।"

লোকসভা নির্বাচনের সপ্তম দফার আগে কলকাতায় BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট এবং বিদ্যাসাগর কলেজ চত্বর । ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি । রাজনৈতিক মহলের একাংশ বলছে, সেজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় মনীষীদের মূর্তি তৈরির উদ্যোগ নিচ্ছে প্রশাসন ।

কলকাতা, 29 মে : "কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে স্যার আশুতোষের ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তৈরি করা হবে।" গতকাল সাংবাদিক বৈঠকে এমনই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, এই মূর্তিগুলির পাশাপাশি আরও কয়েকটি জায়গায় কয়েকজন মনীষীর মূর্তি তৈরির পরিকল্পনা রয়েছে । সব মূর্তিই পূর্ণাবয়ব হবে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

শিক্ষামন্ত্রী আরও বলেন, "স্যার আশুতোষের মূর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে আছে । কিন্তু তা অন্দরে হওয়াতে অনেকেই সেটা লক্ষ্য করেন না । যাদের শতবার্ষিকী হলে কাজ থাকে তাঁরা শুধু সেই মূর্তি দেখেন । তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্যার আশুতোষের মূর্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে করব । এর জন্য আমরা PWD, কলকাতা পৌরনিগম, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা এই মূর্তি তৈরি করব । রাজ্য সরকার অনুমোদন দিয়েছে । শিক্ষা দপ্তর চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব অন্য দপ্তরের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর অনুমোদনে এই কাজগুলো সম্পন্ন করতে । পাশাপাশি বিদ্যাসাগর কলেজের মধ্যে বিদ্যাসাগরের মিউজ়িয়াম হবে । এবং তাঁর যে মূর্তিটি ভাঙা হয়েছে তা তৈরির জন্য আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি । এছাড়া বিদ্যাসাগরের একটি পূর্ণাবয়ব মূর্তিও আমরা তৈরি করব ।"

শুধু রবীন্দ্রনাথ ও স্যার আশুতোষ নয়। পরিকল্পনা রয়েছে রাজা রামমোহন রায়েরও মূর্তি তৈরি করার । এই বিষয়ে তিনি বলেন, "রাজা রামমোহন রায়ের মূর্তি কলেজ স্ট্রিটের রাস্তায় কোথাও যাতে বসানো যায় সেটা দেখছি । আমরা রাস্তাটা খুঁজছি । কলেজ স্কয়্যারের যে পার্ক আছে সেখানে কাজি নজরুল ইসলামের মূর্তি বসানো যায় কি না সেটাও আমরা দেখছি । পার্কের নাম বিদ্যাসাগর উদ্যান কি না সেটা জানার চেষ্টা করছি । তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে নজরুলের মূর্তিও রাখব । এই সিদ্ধান্ত আমরা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে নিয়েছি । এবং এক্ষেত্রে আমরা PWD-র ও সাহায্য নেব । যেহেতু মূর্তিগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব PWD-র থাকে ।"

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, "বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উৎযাপন কমিটি আমাদের অনেক আগেই হয়েছে । এছাড়া আরও একটি সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অনুমোদন সাপেক্ষ, দ্বিশত জন্মবর্ষকে সামনে রেখে বিদ্যাসাগর সেতুর সামনে রাস্তাকে ছোটো না করে সেখানে যদি একটা পূর্ণাবয়ব মূর্তি করা যায় সেটাও দেখছি । এছাড়া আমরা বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে সারা বছর ধরে পালন করব।"

লোকসভা নির্বাচনের সপ্তম দফার আগে কলকাতায় BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট এবং বিদ্যাসাগর কলেজ চত্বর । ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি । রাজনৈতিক মহলের একাংশ বলছে, সেজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় মনীষীদের মূর্তি তৈরির উদ্যোগ নিচ্ছে প্রশাসন ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.