কলকাতা, 9 মার্চ : বাংলায় বোমা তৈরির কারখানার অস্তিত্ব নেই ৷ একটি আরটিআইয়ের জবাবে 3 মার্চ একথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ আজ সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য় বসু৷ তিনি বলেন, "গত অক্টোবর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি সভায় এবং তার আগে একটি সংবাদমাধ্য়মে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন বাংলার প্রতিটি জেলায় বোমা তৈরির কারখানা আছে ৷ এর পরিপ্রেক্ষিতে শাকেত গোখলে নামে এক ব্য়ক্তি আরটিআই করেন ৷ তার জবাব এসেছে চলতি মাসের 3 তারিখে৷"
শাকেত গোখলে আরটিআইয়ের মাধ্য়মে যে প্রশ্নগুলি করেছিলেন সেগুলি হল- 1) বাংলায় বোমা তৈরির কারখানাগুলির কোনও তালিকা আছে ? 2) স্বরাষ্ট্রমন্ত্রক কি স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে কিছু জানিয়েছে ? 3)অমিত শাহ যে মন্তব্য় করেছেন তা তথ্য়ের ভিত্তিতে করেছেন কি না 4) এই বোমা কারখানার তথ্য় পশ্চিমবঙ্গ সরকারকে কি জানানো হয়েছে ?
আরও পড়ুন- কাজের নিরিখে কত নম্বর পেলেন বিধায়ক মনোজ টিগ্গা ?
ব্রাত্য় বসু বলেন, "শাকেত গোখলের করা প্রশ্নগুলির উত্তর দেয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এবং তারা জানিয়েছে, রাজ্য়ে বোমা তৈরির কোনও কারখানা নেই ৷" একই সঙ্গে তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ভোটে জিততে বাংলাকে অপমান করতে চাইছেন ৷ তিনি সুরক্ষার বিষয়ে কিছু না জেনেই বাংলাকে অপদস্থ করছেন ৷
গতবছর 18 অক্টোবর একটি বেসরকারি সংবাদমাধ্য়মে সাক্ষাৎকার দেন অমিত শাহ ৷ সেখানে তিনি অভিযোগ করেন, বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানা তৈরি হয়েছে ৷ দুর্নীতি চরমে ৷ তিনি বলেন, "‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি শাসন জারি করলে ভুল হবে না।" অমিত শাহের ওই মন্তব্য়ের জেরেই আরটিআই করা হয় ৷ যার জবাব এসেছে চলতি মাসের 3 তারিখে ৷
একই অভিযোগ তুলেছিলেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ 29 অক্টোবর তিনি অমিত শাহের কাছে গিয়ে অভিযোগ করেন, বাংলায় বোমা তৈরির কারখানা হচ্ছে ৷ আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে৷ এদিকে গতকাল স্ট্র্যান্ড রোডে আগুন লাগা নিয়েও বিজেপিকে খোঁচা দেন ব্রাত্য় ৷ মুখ্য়মন্ত্রীর ঘটনাস্থলে যাওয়া উল্লেখ করে তিনি বলেন, "মুখ্য়মন্ত্রী সেখানে গেলেও বিজেপির কোনও নেতাকে দেখা যায়নি৷ রেলের কোনও আধিকারিকও যাননি সেখানে ৷" মুখ্য়মন্ত্রীর পথে হেঁটে তিনিও পুরো ঘটনার জন্য় রেলের অব্য়বস্থাকে দায়ি করেন৷