কলকাতা, 21 জানুয়ারি: শহরে বাড়ছে চুরির ঘটনা । শেষ ক্রাইম কনফারেন্সে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । তারপর থেকেই কলকাতার বিভিন্ন থানায় চুরির ঘটনা রুখতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে । যার ফল মিলছে হাতেনাতে । যেমনটা হল উলটোডাঙার ক্ষেত্রে ।
পুলিশ সূত্রে খবর, গতরাতে উলটোডাঙা থানা এলাকায় নীলাম্বর মুখার্জি স্ট্রিটে পল্টু শাহ নামে এক ব্যক্তির দামি গাড়ি থেকে চুরি হয়ে যায় উচ্চমানের মিউজিক সিস্টেম-সহ আরও অনেক কিছু । গাড়ির কাঁচ রীতিমতো ভেঙে দিয়ে চুরি করা হয় গাড়ির ভেতরকার সব জিনিস । রাতেই উলটোডাঙা থানায় দায়ের করা হয় অভিযোগ । দ্রুত CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । রাতভর তল্লাশি চলে ৷
আজ ভোর পাঁচটা নাগাদ অর্থাৎ চুরির কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় দীপ চক্রবর্তী নামে এক 18 বছরের যুবককে । সে ক্যানাল ইস্ট রোডের বাসিন্দা । তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চুরির সামগ্রী । ধৃতকে আজ শিয়ালদা আদালতে পেশ করা হয় ।