ETV Bharat / state

প্রাক্তন নগরপাল তুষার তালুকদারের ফ্ল্যাটে চুরি - theft at Kolkatas ex cps house

কলকাতার প্রাক্তন নগরপালের বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে গাড়ির চালক ও বাড়ির পরিচারিকাকে ৷ উদ্ধার হয় চুরি যাওয়া টাকা ও সোনার গয়না ৷

কলকাতা
কলকাতা
author img

By

Published : Feb 8, 2021, 7:25 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : এবার খোদ কলকাতা পুলিশের প্রাক্তন নগরপালের বাড়িতে চুরি ৷ লক্ষাধিক টাকার সোনার গয়না সহ বেশ কিছু সামগ্রী ও নগদ 50 হাজার টাকা চুরি চাওয়ার অভিযোগ ৷ ঘটনাটি ঘটে প্রাক্তন নগরপাল তুষার তালুকদারের বাড়িতে ৷ তদন্তে নেমে পুলিশের গোয়েন্দা বিভাগ গাড়ির চালক এবং পরিচারিকাকে গ্রেপ্তার করল ।

আরও পড়ুন : ভুয়ো ভোটার ধরতে রাজ্য়ে আসছে বুথ অ্য়াপ

পুলিশ সূত্রের খবর, তুষার তালুকদারের বাড়ি রবীন্দ্র সরোবর থানা এলাকার কেয়াতলা রোডে । তাঁর ফ্ল্যাট থেকে নগদ 50 হাজার টাকা এবং বেশ কিছু সোনার গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ আসে স্থানীয় রবীন্দ্র সরোবর থানায় । ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ ৷ তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও ৷ তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় গাড়ির চালক শংকর শীতকে ৷ পুলিশ সূত্রের খবর, চুরি যাওয়া নগদ 50 হাজার টাকা ধৃতের বাড়িতে রাখা রয়েছে ৷ কিন্তু, চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না ও বাকি জিনিসপত্রের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ এরপরেই লাগাতার শংকরকে জেরা করা হয় ৷ জেরায় সে জানায়, চুরি যাওয়া সোনার গয়না বাড়ির পরিচারিকা বৃহস্পতি হালদারের বাড়িতে রাখা রয়েছে ৷ এরপরই তার বাড়িতে তল্লাশি চালানো হয় ৷ উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়নাও ৷ গ্রেপ্তার করা হয় পরিচারিকা বৃহস্পতি হালদারকে ৷

কলকাতা, 8 ফেব্রুয়ারি : এবার খোদ কলকাতা পুলিশের প্রাক্তন নগরপালের বাড়িতে চুরি ৷ লক্ষাধিক টাকার সোনার গয়না সহ বেশ কিছু সামগ্রী ও নগদ 50 হাজার টাকা চুরি চাওয়ার অভিযোগ ৷ ঘটনাটি ঘটে প্রাক্তন নগরপাল তুষার তালুকদারের বাড়িতে ৷ তদন্তে নেমে পুলিশের গোয়েন্দা বিভাগ গাড়ির চালক এবং পরিচারিকাকে গ্রেপ্তার করল ।

আরও পড়ুন : ভুয়ো ভোটার ধরতে রাজ্য়ে আসছে বুথ অ্য়াপ

পুলিশ সূত্রের খবর, তুষার তালুকদারের বাড়ি রবীন্দ্র সরোবর থানা এলাকার কেয়াতলা রোডে । তাঁর ফ্ল্যাট থেকে নগদ 50 হাজার টাকা এবং বেশ কিছু সোনার গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ আসে স্থানীয় রবীন্দ্র সরোবর থানায় । ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ ৷ তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও ৷ তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় গাড়ির চালক শংকর শীতকে ৷ পুলিশ সূত্রের খবর, চুরি যাওয়া নগদ 50 হাজার টাকা ধৃতের বাড়িতে রাখা রয়েছে ৷ কিন্তু, চুরি যাওয়া লক্ষাধিক টাকার সোনার গয়না ও বাকি জিনিসপত্রের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ এরপরেই লাগাতার শংকরকে জেরা করা হয় ৷ জেরায় সে জানায়, চুরি যাওয়া সোনার গয়না বাড়ির পরিচারিকা বৃহস্পতি হালদারের বাড়িতে রাখা রয়েছে ৷ এরপরই তার বাড়িতে তল্লাশি চালানো হয় ৷ উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়নাও ৷ গ্রেপ্তার করা হয় পরিচারিকা বৃহস্পতি হালদারকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.