কলকাতা, 18 নভেম্বর : শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন । আগামী 26 নভেম্বর থেকে অধিবেশন শুরু হবে । চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত । যদিও রাজ্যপালের সমন এখনও বিধানসভায় আসেনি । সাংবিধানিক প্রথা অনুযায়ী বিধানসভার অধিবেশনের জন্য রাজ্যপাল সমন জারি করেন ।
চলতি বছরে বিধানসভার অধিবেশন অল্প দিন হওয়ায় বারবার বিরোধীরা অভিযোগ জানিয়ে আসছিল । সূত্রের খবর, প্রয়োজনীয় কার্যবিবরণী না থাকায় বিধানসভার অধিবেশন শুরু করা যাচ্ছিল না । এখনও পর্যন্ত বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে আসন্ন অধিবেশনে কার্যবিবরণী নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি । সূত্রের খবর, সিভিক ভলান্টিয়ারদের আরও বেশি সুযোগ-সুবিধা বাড়ানো সহ স্থায়ীকরণের বিষয়টি নিয়ে একটি বিল আসতে পারে ৷ এছাড়াও দশটির মতো নতুন এবং সংশোধনী বিল আসতে পারে আসন্ন শীতকালীন অধিবেশনে ৷
![The winter session of the Assembly is starting from 26th November](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-03-assembly-copy-7203847_18112019175702_1811f_02297_650.jpg)
আসন্ন শীতকালীন অধিবেশন সরগরম হয়ে উঠতে পারে বিরোধীদের প্রতিবাদে । রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অধিবেশনে শাসক দলকে আক্রমণ করবে বাম এবং কংগ্রেস । অন্যদিকে বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কেন্দ্রীয় সাহায্য পর্যাপ্তভাবে না পাওয়ায় BJP - র প্রতি ক্ষোভ উগরে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, প্রদেশ কংগ্রেসের রাজ্য সদর অফিসে BJP কর্মীদের আক্রমণের বিরুদ্ধে সরব হবেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ।