ETV Bharat / state

এগিয়ে এল কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন ছুটি - রাজ্যের করোনা পরিস্থিতি

রাজ্যের করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে ৷ তাই আগামি সোমবার থেকে কলকাতা হাইকোর্টের কাজকর্ম আরও কমানোর নির্দেশ দেন কার্যকরী প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। আজ প্রথমে হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার থেকে শুধুমাত্র দুটি ডিভিশন বেঞ্চ ও চারটি সিঙ্গেল বেঞ্চে শুনানির কাজ চলবে ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Apr 30, 2021, 10:24 PM IST

কলকাতা, 30 এপ্রিল : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এগিয়ে এল কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন ছুটির দিনক্ষণ ৷ 3 মে থেকে কলকাতা হাইকোর্টে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হচ্ছে ৷ অর্থাৎ আগামী 3 মে থেকে 24 মে পর্যন্ত ছুটি থাকবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল ৷ ফলে আগামী সোমবার থেকে যে মামলাগুলি শুনানির তালিকা প্রকাশ করা হয়েছিল, তা 24 মে-র পর থেকে হবে বলে জানানো হয়েছে ৷ একই নির্দেশ নিম্ন আদালতগুলিতেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে ৷

রাজ্যের করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে ৷ তাই আগামি সোমবার থেকে কলকাতা হাইকোর্টের কাজকর্ম আরও কমানোর নির্দেশ দেন কার্যকরী প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। আজ প্রথমে হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার থেকে শুধুমাত্র দুটি ডিভিশন বেঞ্চ ও চারটি সিঙ্গেল বেঞ্চে শুনানির কাজ চলবে । প্রধান বিচারপতি রাজেশ বিন্দাস ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও শুভাশিস দাশ গুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি চলবে । পাশাপাশি বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি শিব কান্ত প্রসাদ, বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে শুনানির কাজ চলবে। সমস্ত কাজকর্ম অনলাইনে হবে বলেও জানানো হয়েছিল ।

আরও পড়ুন : আংশিক লকডাউনের পথে রাজ্য, জারি নয়া নির্দেশিকা

আগেই কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন অবকাশ এগিয়ে আনা যায় কি না সেই ব্যাপারে আলাপ আলোচনা চলছিল । কিন্তু সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ সেই আরজি খারিজ করে দিয়েছিলেন। কিন্তু আজ হাইকোর্টের রেজিস্টার জেনারেল একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানান ৷

কলকাতা, 30 এপ্রিল : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এগিয়ে এল কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন ছুটির দিনক্ষণ ৷ 3 মে থেকে কলকাতা হাইকোর্টে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হচ্ছে ৷ অর্থাৎ আগামী 3 মে থেকে 24 মে পর্যন্ত ছুটি থাকবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল ৷ ফলে আগামী সোমবার থেকে যে মামলাগুলি শুনানির তালিকা প্রকাশ করা হয়েছিল, তা 24 মে-র পর থেকে হবে বলে জানানো হয়েছে ৷ একই নির্দেশ নিম্ন আদালতগুলিতেও প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে ৷

রাজ্যের করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে ৷ তাই আগামি সোমবার থেকে কলকাতা হাইকোর্টের কাজকর্ম আরও কমানোর নির্দেশ দেন কার্যকরী প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। আজ প্রথমে হাইকোর্টের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার থেকে শুধুমাত্র দুটি ডিভিশন বেঞ্চ ও চারটি সিঙ্গেল বেঞ্চে শুনানির কাজ চলবে । প্রধান বিচারপতি রাজেশ বিন্দাস ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও শুভাশিস দাশ গুপ্তের ডিভিশন বেঞ্চে শুনানি চলবে । পাশাপাশি বিচারপতি দেবাংশু বসাক, বিচারপতি শিব কান্ত প্রসাদ, বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে শুনানির কাজ চলবে। সমস্ত কাজকর্ম অনলাইনে হবে বলেও জানানো হয়েছিল ।

আরও পড়ুন : আংশিক লকডাউনের পথে রাজ্য, জারি নয়া নির্দেশিকা

আগেই কলকাতা হাইকোর্টের গ্রীষ্মকালীন অবকাশ এগিয়ে আনা যায় কি না সেই ব্যাপারে আলাপ আলোচনা চলছিল । কিন্তু সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ সেই আরজি খারিজ করে দিয়েছিলেন। কিন্তু আজ হাইকোর্টের রেজিস্টার জেনারেল একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.