ETV Bharat / state

কোন কোরোনা হাসপাতালে কত শয্যা শূন্য ?

author img

By

Published : Jun 18, 2020, 9:02 PM IST

কোরোনা আক্রান্তদের ভরতি করার জন্য যাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে না হয়, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার ৷ আজ থেকে জানা যাবে কোন হাসপাতালে কত শয্যা শূন্য রয়েছে ৷ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে মিলবে এই তথ্য ৷

nabanna
nabanna

কলকাতা, 18 জুন : রাজ্যের হাসপাতাল চিত্রে আরও বেশি স্বচ্ছতা আনতে চাইছে সরকার। যাতে কোরোনা আক্রান্তদের ভরতি করার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে না হয়, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। আর সেই কারণেই কোন হাসপাতালে কত শয্যা শূন্য রয়েছে তার তালিকা আজ থেকেই স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ নবান্নে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।

আজ নবান্নে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সেই বৈঠকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে কোনও অভিযোগ যাতে না ওঠে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন তিনি। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে তাদের শয্যা সংখ্যার তথ্য প্রতিনিয়ত রাজ্যকে দেওয়ার কথা বলেছেন তিনি। আগামীকাল থেকে সেই তথ্যও স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

মুখ্সচিব বলেন, "রাজ‍্যের বেসরকারি হাসপাতালগুলিতে এক হাজারের বেশি শয‍্যা হয়েছে। তারমধ্যে 50 শতাংশ এখনও শূন্য রয়েছে বলে বেসরকারি হাসপাতালগুলির কর্তৃপক্ষ রাজ্য সরকারকে জানিয়েছেন। এই মুহূর্তে রাজ্যে বেসরকারি-সরকারি মিলিয়ে 10 হাজারের বেশি কোরোনা রোগীর জন্য শয‍্যা রয়েছে। এরমধ্যে চার হাজার শয‍্যা এখন শূন্য।" জানা গেছে, আজকের বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিতে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, মৃদু উপসর্গ বিশিষ্ট কোরোনা রোগীদের চিকিৎসার জন্য 104টি সেফ হোম সেন্টার তৈরি করা হয়েছে। একইরকমভাবে বেসরকারি হাসপাতালগুলি স্যাটেলাইট হেলথ ফেসিলিটি তৈরি করেছে। ফলে, কোরোনা হাসপাতালগুলির উপর আগামী দিনে চাপ আরও কমবে।

আজকের বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে কোরোনা পরীক্ষা চিকিৎসার খরচ কমানোর জন্য বলা হয়েছে। কোরোনা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলিকে নির্দিষ্ট প্যাকেজ তৈরি করার কথা বলা হয়েছে। এই বিষয়টির উপর সরকার নজর রাখছে বলে জানান মুখ্যসচিব ৷

কলকাতা, 18 জুন : রাজ্যের হাসপাতাল চিত্রে আরও বেশি স্বচ্ছতা আনতে চাইছে সরকার। যাতে কোরোনা আক্রান্তদের ভরতি করার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে না হয়, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। আর সেই কারণেই কোন হাসপাতালে কত শয্যা শূন্য রয়েছে তার তালিকা আজ থেকেই স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ নবান্নে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।

আজ নবান্নে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সেই বৈঠকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে কোনও অভিযোগ যাতে না ওঠে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেন তিনি। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে তাদের শয্যা সংখ্যার তথ্য প্রতিনিয়ত রাজ্যকে দেওয়ার কথা বলেছেন তিনি। আগামীকাল থেকে সেই তথ্যও স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

মুখ্সচিব বলেন, "রাজ‍্যের বেসরকারি হাসপাতালগুলিতে এক হাজারের বেশি শয‍্যা হয়েছে। তারমধ্যে 50 শতাংশ এখনও শূন্য রয়েছে বলে বেসরকারি হাসপাতালগুলির কর্তৃপক্ষ রাজ্য সরকারকে জানিয়েছেন। এই মুহূর্তে রাজ্যে বেসরকারি-সরকারি মিলিয়ে 10 হাজারের বেশি কোরোনা রোগীর জন্য শয‍্যা রয়েছে। এরমধ্যে চার হাজার শয‍্যা এখন শূন্য।" জানা গেছে, আজকের বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিতে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, মৃদু উপসর্গ বিশিষ্ট কোরোনা রোগীদের চিকিৎসার জন্য 104টি সেফ হোম সেন্টার তৈরি করা হয়েছে। একইরকমভাবে বেসরকারি হাসপাতালগুলি স্যাটেলাইট হেলথ ফেসিলিটি তৈরি করেছে। ফলে, কোরোনা হাসপাতালগুলির উপর আগামী দিনে চাপ আরও কমবে।

আজকের বৈঠকে বেসরকারি হাসপাতালগুলিকে কোরোনা পরীক্ষা চিকিৎসার খরচ কমানোর জন্য বলা হয়েছে। কোরোনা চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলিকে নির্দিষ্ট প্যাকেজ তৈরি করার কথা বলা হয়েছে। এই বিষয়টির উপর সরকার নজর রাখছে বলে জানান মুখ্যসচিব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.