কলকাতা, 10 ফেব্রুয়ারি : স্বাস্থ্যসাথী প্রকল্পে 15 থেকে 20 শতাংশ রেট বৃদ্ধির কথা বলছে রাজ্য সরকার । অথচ বেসরকারি হাসপাতালগুলির প্রত্যাশা, রেট বৃদ্ধি করা হোক অন্তত 30 শতাংশ। সব মিলিয়ে, প্রত্যাশা পূরণ না হলেও, স্বাস্থ্যসাথী প্রকল্পে রাজ্য সরকারের তরফে রেট বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসাবে প্রশংসা করল বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া। তবে, স্বাস্থ্যসাথী প্রকল্পে জেনেরাল ওয়ার্ডের ক্ষেত্রে এই রেট বৃদ্ধির কথা হলেও, ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবেন বেসরকারি হাসপাতালগুলির প্রতিনিধিরা।
স্বাস্থ্যসাথী প্রকল্পে রেট বৃদ্ধির বিষয়টি নিয়ে গতকাল নবান্নে রাজ্য সরকারের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বেসরকারি হাসপাতালগুলির প্রতিনিধিরা। রেট অর্থাৎ, স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোনও বেসরকারি হাসপাতাল খরচের কতটা ব্যয়ভার বহন করতে পারবে , বেসরকারি হাসপাতালগুলিকে এই রেট বেঁধে দেবে রাজ্য সরকার।
আরও পড়ুন:পরিষেবা না পাওয়ার অভিযোগ, ফের প্রশ্নের মুখে স্বাস্থ্যসাথী
গতকালের বৈঠকের পরে বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার-র প্রেসিডেন্ট রূপক বড়ুয়া জানিয়েছেন, "রাজ্য সরকারের সংশ্লিষ্ট আধিকারিকরা স্বাস্থ্যসাথী প্রকল্পে রেট বৃদ্ধির বিষয়ে সহমত পোষণ করেছেন। মঙ্গলবারের ওই বৈঠকে রাজ্য সরকারের তরফে স্বাস্থ্যসাথী প্রকল্পে 105 টি প্যাকেজের জন্য 15 থেকে 20 শতাংশ রেট বৃদ্ধির কথা জানান হয়েছে ।যদিও রাজ্য সরকারের তরফে এই 15 থেকে 20 শতাংশ রেট বৃদ্ধির বিষয়টি আমাদের প্রত্যাশার তুলনায় অনেক কম। তবে, রাজ্যের মানুষের জন্য গুণগত মানের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকারের এই ইতিবাচক পদক্ষেপ প্রশংসনীয়।" জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালগুলির তরফে প্রত্যাশা, অন্তত 30 শতাংশ রেট বৃদ্ধি করা হোক।
এদিকে, এই 15 থেকে 20 শতাংশ রেট বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র জেনেরাল ওয়ার্ডের ক্ষেত্রে। ক্রিটিক্যাল ওয়ার্ডের ক্ষেত্রে দিন প্রতি 3,300 টাকা নেওয়ার কথা রাজ্য সরকারের তরফে বৈঠকে জানানো হয়েছে। তবে, বেসরকারি হাসপাতালগুলির তরফে জানানো হয়েছে, দিন প্রতি এই 3,300 টাকায় ক্রিটিক্যাল কেয়ারের পরিষেবা প্রদান সম্ভব নয়। ক্রিটিক্যাল কেয়ারের পরিষেবা প্রদানের জন্য দিন প্রতি 10 থেকে 12 হাজার টাকা করা হোক। এই বিষয়ে রূপক বড়ুয়া বলেন, “ক্রিটিক্যাল কেয়ারের ক্ষেত্রে কত টাকা নেওয়া সম্ভব হবে, এই বিষয়ে আলোচনার জন্য শীঘ্রই আবার আমরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসব। আমাদের আশা, পরিস্থিতি অনুযায়ী বিষয়টির পুনর্বিবেচনা করবে রাজ্য সরকার ৷"