ETV Bharat / state

রাজ্যে একাধিক প্রকল্পে ১৫ হাজার চাকরির প্রতিশ্রুতি - cabinet

রাজ্যে একাধিক প্রকল্পে ১৫ হাজার জনের কর্মসংস্থান হবে। কুলপি বন্দর তৈরির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা।

অর্থমন্ত্রী অমিত মিত্র
author img

By

Published : Mar 7, 2019, 7:52 PM IST

কলকাতা, ৭ মার্চ: কুলপি বন্দর তৈরির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। এর জেরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এই প্রকল্পে মোট ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করা হয়। ঘোষণা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র। তিনি জানান, এই প্রকল্পে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ১১ শতাংশ অংশীদারিত্ব থাকবে।

২০১৯ বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটে রাজ্য সরকারের কাছে কুলপি বন্দর তৈরির প্রস্তাব আসে। সেই প্রস্তাব আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কুলপি বন্দর তৈরির অনুমোদন পাওয়া যায়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বন্দর তৈরির জন্য কোনও জমি অধিগ্রহণ করা হবে না। বন্দরটি তৈরি করবে DP WORLD সংস্থা। প্রকল্পে এই সংস্থার সঙ্গে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ১১ শতাংশ অংশীদার থাকবে।

এছাড়া লোকসভা ভোটের আগে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে গতি আনতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। শিল্পের জন্য বিভিন্ন সংস্থাকে মোট ৩৭ টি প্লট দেওয়া হয়েছে। যার মধ্যে রাজ্য সরকারের অধীনস্থ বোলপুর শিল্পতালুকে ২৩ টি প্লট ও রাজ্যের অন্যত্র ১৪ টি প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রায় ৫ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে দাবি সরকারের।

undefined

অমিত মিত্র জানান, কুলপি বন্দর এবং শিল্পতালুকগুলিতে নতুন প্রকল্পে মোট ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।

কলকাতা, ৭ মার্চ: কুলপি বন্দর তৈরির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। এর জেরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এই প্রকল্পে মোট ৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করা হয়। ঘোষণা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র। তিনি জানান, এই প্রকল্পে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ১১ শতাংশ অংশীদারিত্ব থাকবে।

২০১৯ বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটে রাজ্য সরকারের কাছে কুলপি বন্দর তৈরির প্রস্তাব আসে। সেই প্রস্তাব আজ মন্ত্রিসভার বৈঠকে আলোচিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কুলপি বন্দর তৈরির অনুমোদন পাওয়া যায়। এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বন্দর তৈরির জন্য কোনও জমি অধিগ্রহণ করা হবে না। বন্দরটি তৈরি করবে DP WORLD সংস্থা। প্রকল্পে এই সংস্থার সঙ্গে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ১১ শতাংশ অংশীদার থাকবে।

এছাড়া লোকসভা ভোটের আগে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে গতি আনতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। শিল্পের জন্য বিভিন্ন সংস্থাকে মোট ৩৭ টি প্লট দেওয়া হয়েছে। যার মধ্যে রাজ্য সরকারের অধীনস্থ বোলপুর শিল্পতালুকে ২৩ টি প্লট ও রাজ্যের অন্যত্র ১৪ টি প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রায় ৫ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে দাবি সরকারের।

undefined

অমিত মিত্র জানান, কুলপি বন্দর এবং শিল্পতালুকগুলিতে নতুন প্রকল্পে মোট ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.