ETV Bharat / state

প্রকাশিত মাধ্যমিকের সূচি, 1 জুন শুরু পরীক্ষা

মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হল পর্ষদের তরফে । 2021 সালের 1 জুন শুরু হবে পরীক্ষা । চলবে 10 জুন পর্যন্ত ।

author img

By

Published : Dec 26, 2020, 5:54 PM IST

The schedule of  madhyamik exam published
প্রকাশিত মাধ্যমিকের সূচি

কলকাতা, 26 ডিসেম্বর : 23 ডিসেম্বর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জুন মাসে হবে 2021 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । প্রথমে মাধ্যমিক ও তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে । আগে উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশিত হয়ে যাওয়ার পর আজ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । এই সূচি অনুযায়ী, 2021 সালের 1 জুন শুরু হবে পরীক্ষা । চলবে 10 জুন পর্যন্ত ।

23 ডিসেম্বর শিক্ষামন্ত্রীর ঘোষণার পরের দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের সূচি প্রকাশ করে দিয়েছিল । সেই অনুযায়ী 15 জুন থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । কিন্তু, মাধ্যমিকের সূচি প্রকাশ করছিল না পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । অবশেষে আজ মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হল পর্ষদের তরফে ।

The schedule of  madhyamik exam published
প্রকাশিত মাধ্যমিকের সূচি

একনজরে দেখে নেওয়া যাক 2021 সালের মাধ্যমিক পরীক্ষার সূচি :

  • 1 জুন: প্রথম ভাষা
  • 2 জুন: দ্বিতীয় ভাষা
  • 3 জুন: ভূগোল
  • 5 জুন: ইতিহাস
  • 7 জুন: গণিত
  • 8 জুন: জীবন বিজ্ঞান
  • 9 জুন: ভৌতবিজ্ঞান
  • 10 জুন: অপশনাল ইলেকটিভ সাবজেক্ট

আরও পড়ুন : পিছিয়ে গেল উচ্চমাধ্যমিকের শেষ দিনের পরীক্ষা, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা, 26 ডিসেম্বর : 23 ডিসেম্বর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, জুন মাসে হবে 2021 সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা । প্রথমে মাধ্যমিক ও তারপর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে । আগে উচ্চমাধ্যমিকের সূচি প্রকাশিত হয়ে যাওয়ার পর আজ 2021 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । এই সূচি অনুযায়ী, 2021 সালের 1 জুন শুরু হবে পরীক্ষা । চলবে 10 জুন পর্যন্ত ।

23 ডিসেম্বর শিক্ষামন্ত্রীর ঘোষণার পরের দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের সূচি প্রকাশ করে দিয়েছিল । সেই অনুযায়ী 15 জুন থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । কিন্তু, মাধ্যমিকের সূচি প্রকাশ করছিল না পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । অবশেষে আজ মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হল পর্ষদের তরফে ।

The schedule of  madhyamik exam published
প্রকাশিত মাধ্যমিকের সূচি

একনজরে দেখে নেওয়া যাক 2021 সালের মাধ্যমিক পরীক্ষার সূচি :

  • 1 জুন: প্রথম ভাষা
  • 2 জুন: দ্বিতীয় ভাষা
  • 3 জুন: ভূগোল
  • 5 জুন: ইতিহাস
  • 7 জুন: গণিত
  • 8 জুন: জীবন বিজ্ঞান
  • 9 জুন: ভৌতবিজ্ঞান
  • 10 জুন: অপশনাল ইলেকটিভ সাবজেক্ট

আরও পড়ুন : পিছিয়ে গেল উচ্চমাধ্যমিকের শেষ দিনের পরীক্ষা, কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.