ETV Bharat / state

10 অগাস্ট থেকে শুরু স্নাতক স্তরে ভরতির প্রক্রিয়া

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর পড়ুয়াদের অনলাইনে ভরতির প্রক্রিয়া শুরু হবে। জানিয়ে দিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর ।

The process of admission at the graduate level starts from 10th August
The process of admission at the graduate level starts from 10th August
author img

By

Published : Jul 17, 2020, 1:29 AM IST

কলকাতা, 17 জুলাই : আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ । এর পরেই শুরু হয়ে যাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভরতির প্রক্রিয়া । এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, গত বছরের মতো এবারও সম্পূর্ণ অনলাইনে হবে ভরতির প্রক্রিয়া । গতকাল সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে উচ্চশিক্ষা দপ্তর।

বিজ্ঞপ্তিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে কোন নিয়মে স্নাতক কোর্সগুলিতে পড়ুয়ারা ভরতি হবে, তার পাশাপাশি ভরতি প্রক্রিয়া শুরুর দিনও ঘোষণা করা হয়েছে । আগামী 10 অগাস্ট থেকে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিতে স্নাতক কোর্সে ভরতির প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে ‌দপ্তরের তরফে ।

গতকাল ভরতি নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে । 2020-'21 শিক্ষাবর্ষে ভরতির প্রক্রিয়ায় নিয়মাবলী কী হবে তা নিয়ে বহু কলেজ থেকে প্রশ্ন আসছিল উচ্চশিক্ষা দপ্তরের কাছে । অনলাইন ভরতির প্রক্রিয়ায় সাফল্য বিবেচনা করে এবং রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তার জন্য আগে থেকেই উপযুক্ত পরিকাঠামো মজুত আছে । সেই বিষয়টিকে মাথায় রেখে সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে, 2020-'21 শিক্ষাবর্ষে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিতে স্নাতকে ভরতির প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হবে । ভরতির জন্য দেওয়া নিয়মাবলী মেনে 10 অগাস্ট থেকে প্রক্রিয়া চালু করতে বলা হয়েছে দপ্তরের তরফে ।

কোন নিয়মে স্নাতকে পড়ুয়ারা ভরতি হবে? বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ভরতি প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে হবে । ভরতি প্রক্রিয়া চলাকালীন কাউন্সেলিং বা নথি যাচাইয়ের জন্য পড়ুয়াদের ক্যাম্পাসে ডাকা যাবে না । কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার শারীরিক উপস্থিতির প্রয়োজন হবে না । আবেদনের পর যে সকল প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে টেলিকমিউনিকেশন বা ই-মেলের মাধ্যমে তা কলেজ কর্তৃপক্ষকে তাদের জানাতে হবে । পেমেন্টের ব্যবস্থা ব্যাঙ্কের মাধ্যমে করতে হবে, কলেজে সশরীরে এসে নয় ।

এছাড়াও আবেদনের সময় পড়ুয়াদের সব নথি অনলাইনে আপলোড করতে হবে । যদি নথি যাচাই করতে হয় তাহলে তা ক্লাস শুরুর পর করতে হবে । যাচাইয়ের পর নথিতে কোনও সমস্যা নজরে এলে সেই পড়ুয়ার অ্যাডমিশন বাতিল হয়ে যাবে । সবশেষে বলা হয়েছে, সময়ে সময়ে সরকারের তরফে জারি করা সব COVID-19-এর নিয়মাবলী মেনে চলতে হবে সকলকে । তবে, এই নিয়মাবলী শুধুমাত্র স্নাতক কোর্সে ভরতির জন্য প্রযোজ্য । তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

কলকাতা, 17 জুলাই : আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ । এর পরেই শুরু হয়ে যাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভরতির প্রক্রিয়া । এর আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, গত বছরের মতো এবারও সম্পূর্ণ অনলাইনে হবে ভরতির প্রক্রিয়া । গতকাল সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে উচ্চশিক্ষা দপ্তর।

বিজ্ঞপ্তিতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে কোন নিয়মে স্নাতক কোর্সগুলিতে পড়ুয়ারা ভরতি হবে, তার পাশাপাশি ভরতি প্রক্রিয়া শুরুর দিনও ঘোষণা করা হয়েছে । আগামী 10 অগাস্ট থেকে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিতে স্নাতক কোর্সে ভরতির প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে ‌দপ্তরের তরফে ।

গতকাল ভরতি নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে । 2020-'21 শিক্ষাবর্ষে ভরতির প্রক্রিয়ায় নিয়মাবলী কী হবে তা নিয়ে বহু কলেজ থেকে প্রশ্ন আসছিল উচ্চশিক্ষা দপ্তরের কাছে । অনলাইন ভরতির প্রক্রিয়ায় সাফল্য বিবেচনা করে এবং রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তার জন্য আগে থেকেই উপযুক্ত পরিকাঠামো মজুত আছে । সেই বিষয়টিকে মাথায় রেখে সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে, 2020-'21 শিক্ষাবর্ষে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিতে স্নাতকে ভরতির প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হবে । ভরতির জন্য দেওয়া নিয়মাবলী মেনে 10 অগাস্ট থেকে প্রক্রিয়া চালু করতে বলা হয়েছে দপ্তরের তরফে ।

কোন নিয়মে স্নাতকে পড়ুয়ারা ভরতি হবে? বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ভরতি প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে হবে । ভরতি প্রক্রিয়া চলাকালীন কাউন্সেলিং বা নথি যাচাইয়ের জন্য পড়ুয়াদের ক্যাম্পাসে ডাকা যাবে না । কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার শারীরিক উপস্থিতির প্রয়োজন হবে না । আবেদনের পর যে সকল প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবে টেলিকমিউনিকেশন বা ই-মেলের মাধ্যমে তা কলেজ কর্তৃপক্ষকে তাদের জানাতে হবে । পেমেন্টের ব্যবস্থা ব্যাঙ্কের মাধ্যমে করতে হবে, কলেজে সশরীরে এসে নয় ।

এছাড়াও আবেদনের সময় পড়ুয়াদের সব নথি অনলাইনে আপলোড করতে হবে । যদি নথি যাচাই করতে হয় তাহলে তা ক্লাস শুরুর পর করতে হবে । যাচাইয়ের পর নথিতে কোনও সমস্যা নজরে এলে সেই পড়ুয়ার অ্যাডমিশন বাতিল হয়ে যাবে । সবশেষে বলা হয়েছে, সময়ে সময়ে সরকারের তরফে জারি করা সব COVID-19-এর নিয়মাবলী মেনে চলতে হবে সকলকে । তবে, এই নিয়মাবলী শুধুমাত্র স্নাতক কোর্সে ভরতির জন্য প্রযোজ্য । তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.