ETV Bharat / state

অক্সফোর্ডের বিতর্কসভায় ডাক মমতার - Mamata Banerjee at Oxford Union

2010 সালে রেলমন্ত্রী থাকাকালীন ডাক পেয়েছিলেন কেমব্রিজে, তারপর 2017 সালে অক্সফোর্ডে । এবার আবারও অক্সফোর্ডেই ডাক পেলেন তিনি । নবান্ন সূত্র খবর, আমন্ত্রণপত্র পেয়ে খুশি তিনি । ভার্চুয়াল সভায় যোগ দেবেন বলেও জানিয়েছেন ।

ফাইল ফোটো
ফাইল ফোটো
author img

By

Published : Jul 9, 2020, 5:07 PM IST

কলকাতা, 9 জুলাই : 30 বি হরিশ চাট্যার্জি স্ট্রিট থেকে দিল্লি । এক সাধারণ মেয়ের বিরোধী নেত্রী, রেলমন্ত্রী হয়ে ওঠা । সেখান থেকে বাংলার দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রী । আবার আট থেকে আশি সকলের আদরের দিদি । তাঁর কথায় উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বহু মানুষ । তাঁর বক্তৃতা ভোটে লড়ার প্রেরণা জুগিয়েছে অনেককে । যে কোনও বিতর্কসভায় তাঁর বক্তব্য বিতর্কসভার মাত্রা বাড়িয়েছে, মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন বহু মানুষ । সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার বার বার সমালোচনার মুখে পড়েছেন বিতর্কিত কথার জন্য । ভুল মন্তব্য করে প্রশ্নের মুখেও পড়েছেন তিনি । এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিতর্কসভায় বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাল অক্সফোর্ড ইউনিয়ন । 1823 সালের পর এই প্রথম কোনও মহিলা রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হল ।

সামনে রয়েছে বিল ক্লিনটন, উইনস্টন চার্চিল, রিচার্ড নিক্সন, জিমি কার্টার, ডোনাল্ড রেগানের মতো নাম । রয়েছে থেরেসা মে বা ডেভিড ক্যামেরনের নামও । এবার সেই তালিকাতেই জুড়ল বাংলার মুখ্যমন্ত্রীর নামও । তবে এই প্রথম নয়, এর আগে 2017 সালেও অক্সফোর্ড ইউনিয়নের বিতর্ক সভায় যোগ দেওয়ার ডাক পেয়েছিলেন তিনি । তবে, সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ।

কোরোনার জেরে ভার্চুয়াল বক্তৃতার আয়োজন করেছে বিশ্বের সেরা ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন । নবান্ন সূত্রে খবর, আমন্ত্রণপত্র পাওয়ার পরই ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য সম্মতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

বিতর্কের জন্য নির্দিষ্ট বিষয় বেঁধে দেওয়া থাকলেও এক্ষেত্রে তা হচ্ছে না । বিষয় বিবেচনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে তাঁকে । জানা গেছে, আমন্ত্রণপত্রেও সে বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে ।

কলকাতা, 9 জুলাই : 30 বি হরিশ চাট্যার্জি স্ট্রিট থেকে দিল্লি । এক সাধারণ মেয়ের বিরোধী নেত্রী, রেলমন্ত্রী হয়ে ওঠা । সেখান থেকে বাংলার দোর্দণ্ডপ্রতাপ মুখ্যমন্ত্রী । আবার আট থেকে আশি সকলের আদরের দিদি । তাঁর কথায় উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বহু মানুষ । তাঁর বক্তৃতা ভোটে লড়ার প্রেরণা জুগিয়েছে অনেককে । যে কোনও বিতর্কসভায় তাঁর বক্তব্য বিতর্কসভার মাত্রা বাড়িয়েছে, মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন বহু মানুষ । সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার বার বার সমালোচনার মুখে পড়েছেন বিতর্কিত কথার জন্য । ভুল মন্তব্য করে প্রশ্নের মুখেও পড়েছেন তিনি । এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিতর্কসভায় বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাল অক্সফোর্ড ইউনিয়ন । 1823 সালের পর এই প্রথম কোনও মহিলা রাজনৈতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হল ।

সামনে রয়েছে বিল ক্লিনটন, উইনস্টন চার্চিল, রিচার্ড নিক্সন, জিমি কার্টার, ডোনাল্ড রেগানের মতো নাম । রয়েছে থেরেসা মে বা ডেভিড ক্যামেরনের নামও । এবার সেই তালিকাতেই জুড়ল বাংলার মুখ্যমন্ত্রীর নামও । তবে এই প্রথম নয়, এর আগে 2017 সালেও অক্সফোর্ড ইউনিয়নের বিতর্ক সভায় যোগ দেওয়ার ডাক পেয়েছিলেন তিনি । তবে, সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ।

কোরোনার জেরে ভার্চুয়াল বক্তৃতার আয়োজন করেছে বিশ্বের সেরা ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন । নবান্ন সূত্রে খবর, আমন্ত্রণপত্র পাওয়ার পরই ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য সম্মতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

বিতর্কের জন্য নির্দিষ্ট বিষয় বেঁধে দেওয়া থাকলেও এক্ষেত্রে তা হচ্ছে না । বিষয় বিবেচনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে তাঁকে । জানা গেছে, আমন্ত্রণপত্রেও সে বিষয়ে উল্লেখ করে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.