কলকাতা, 20 মার্চ : নিমতিতা বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে এবার রাজ্যের শ্রমমন্ত্রী জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রী তদন্তকারী সংস্থা এনআইএ-র গোয়েন্দারা। এনআইএ সূত্রে খবর, প্রয়োজনে মন্ত্রীর বয়ান নথিভুক্তও করা হতে পারে ৷ তদন্তে নেমে এনআইএ-র অনুমান ধৃতদের সাথে বাংলাদেশের যোগ আছে ৷ এই ঘটনায় বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি-র যোগ থাকলেও থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা ।
এনআইএ সূত্রে খবর, এই ঘটনায় যাদের সিআইডি ইতিমধ্যেই গ্রেফতার করেছে ৷ তাদের সঙ্গে প্রাথমিকভাবে একবার কথাও বলেছেন এনআইএ-র গোয়েন্দারা। কিন্তু প্রয়োজনে ধৃতদের আরও একাধিকবার জেরা করবে তদন্তকারীরা। পাশাপাশি এনআইএ সূত্রে খবর যেহেতু এই বিস্ফোরণের ঘটনায় প্রথম দিকে রেল পুলিশ ও পরে সিআইডি-র সিটের টিম তদন্ত করেছিল ৷ ফলে সিআইডি-র সিটের সেই সকল তদন্তকারী ও রেল পুলিশের আধিকারিকদের সঙ্গে তদন্ত নিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু প্রথমে জাকির হোসেনকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়।
জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য পুলিশের সিআইডি-র গোয়েন্দাদের কাছ থেকে এই ঘটনার তদন্তের রিপোর্ট ও কেস ডাইরি সংগ্রহ করেছে এনআইএ । সূত্রের খবর, এই নিয়ে দিল্লির সাথে এনআইএ-র সদর দফতরের গোয়েন্দাদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। ঘটনার তদন্তভার গ্রহণ করেই এনআইএ-র একটি সদস্য দল নিমতিতা স্টেশনে ঘটনাস্থলে যায়। সেখানে প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলেন এনআইএ গোয়েন্দারা।
আরও পড়ুন : নিমতিতা বিস্ফোরণকাণ্ডে তদন্ত শুরু এনআই-এর
প্রথমে এই ঘটনায় তদন্তভার গ্রহণ করেছিল রাজ্য পুলিশের সিআইডি-র গোয়েন্দারা। সিআইডি-র তরফে একটি বিশেষ টিমও গঠন করা হয়। তার পরেই এই ঘটনায় তদন্তভার চলে যায় এনআইএ-র কাছে ।