ETV Bharat / state

The New Google Map : নতুন গুগল ম্যাপে মিলবে সরকারি বাসের রুট - The New Google Map

এবার স্মার্টফোনেই মিলবে সরকারি বাসের সন্ধান ৷ নেই কোনও প্রয়োজন নতুন অ্যাপের ৷ গুগল ম্যাপই আপনাকে বলে দেবে কোন রুটে আসছে কোন সরকারি বাস এবং তার ভাড়া কত (The New Google Map) ৷

The New Google Map
নতুন গুগল ম্যাপে মিলবে বাসের রুট
author img

By

Published : Apr 13, 2022, 10:48 PM IST

কলকাতা, 13 এপ্রিল : প্রয়োজন নেই কোনও নতুন অ্যাপের । এবার স্মার্টফোনে গুগুলেই সন্ধান মিলবে শহরের কোন রাস্তায় পাওয়া যাবে কোন সরকারি বাস। দ্রুত শুরু হতে চলেছে এই পরিষেবা (The New Google Map)। এমনটাই জানা গেছে রাজ্য পরিবহন দফতরের মাধ্যমে।

আপনি খুব তাড়ায় রয়েছেন। গন্তব্যে পৌঁছতে হবে তাড়াতাড়ি। কিন্তু বাস স্টপে এসে জানতে পারলেন এই মাত্র বেরিয়ে গিয়েছে বাস ৷ তাও ভাবলেন একটু অপেক্ষা করলে নিশ্চই মিলবে আরেকটা বাস। কিন্তু কই বাস ? কারণ আপনি জানেন না কখন আসবে পরের বাস। এই সমস্যা বাস যাত্রীদের নিত্যদিনের। তাই এবার যাত্রী পরিষেবাকে আরও একটু সহজ করতে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) বা পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দফতরের পক্ষ থেকে নেওয়া হতে চলেছে এই নতুন উদ্যোগ। গুগল ম্যাপের সহায়তায় এই পরিষেবা পাওয়া যাবে।

কীভাবে পাওয়া যাবে এই পরিষেবা ? নিজের স্মার্টফোনে গুগল ব্রাউজারে টাইপ করতে হবে 'বাস বিটুইন '(Bus Between) ৷ তাহলে মিলে যাবে কলকাতার কোন রাস্তা দিয়ে যাচ্ছে কোন বাস। এই পরিষেবাটি একবারে 'রিয়েল টাইম' অর্থাৎ গুগল ম্যাপ ট্র্যাক করবে বর্তমানে আপনার গন্তব্যের বাসটি ঠিক কোথায় আছে । এই পরিষেবার মাধ্যমে যাত্রী যেই বাস স্টপে অপেক্ষা করছেন সেখানে বাস পৌঁছতে আনুমানিক কতটা সময় লাগতে পারে তাও জানা যাবে। এমনকি কোন বাস স্টপ পর্যন্ত কত ভাড়া লাগবে সেটাও জানতে পারা যাবে। কোন কোন বাস কোথায় কোথায় যায় তারও তথ্য দেওয়া থাকবে।

আরও পড়ুন : গরমের হাত থেকে বাঁচতে শহরের রাজপথে খুব শীঘ্র আসছে বেসরকারি এসি বাস

WBTC-র ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, "আগে এই পরিষেবাটি শুধুমাত্র জিপিএস-র সাহায্যে চলত। তবে এবার সেই আগের পরিষেবার সঙ্গে The Electronic Ticketing Machine (ETM) ব্যবস্থা যুক্ত করা হল। এর ফলে শুধু বাসের অবস্থানই নয়, জানা যাবে কোন বাসে কোথায় যেতে ঠিক কত ভাড়া লাগবে।" গুগলের তরফে বিজয় কুমার দতওয়ালিয়া বলেন, "নিঃসন্দেহে এই ব্যবস্থা গণপরিবহনের মানকে আরও উন্নত করবে। এর ফলে সাধারণ মানুষ শুধু বাসের বর্তমান অবস্থানই নয়, ভাড়া সম্বন্ধেও একটা ধারণা করতে পারবেন ৷" 2017 সালে পরিবহন দফতরের উদ্যোগে ও গুগলের সহায়তায় গুগল ম্যাপের সরকারি বাসের অবস্থান জানার ব্যবস্থা চালু করে। তবে এবার তার সঙ্গে এই এটিএম পরিষেবা যুক্ত করা হল।

কলকাতা, 13 এপ্রিল : প্রয়োজন নেই কোনও নতুন অ্যাপের । এবার স্মার্টফোনে গুগুলেই সন্ধান মিলবে শহরের কোন রাস্তায় পাওয়া যাবে কোন সরকারি বাস। দ্রুত শুরু হতে চলেছে এই পরিষেবা (The New Google Map)। এমনটাই জানা গেছে রাজ্য পরিবহন দফতরের মাধ্যমে।

আপনি খুব তাড়ায় রয়েছেন। গন্তব্যে পৌঁছতে হবে তাড়াতাড়ি। কিন্তু বাস স্টপে এসে জানতে পারলেন এই মাত্র বেরিয়ে গিয়েছে বাস ৷ তাও ভাবলেন একটু অপেক্ষা করলে নিশ্চই মিলবে আরেকটা বাস। কিন্তু কই বাস ? কারণ আপনি জানেন না কখন আসবে পরের বাস। এই সমস্যা বাস যাত্রীদের নিত্যদিনের। তাই এবার যাত্রী পরিষেবাকে আরও একটু সহজ করতে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) বা পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দফতরের পক্ষ থেকে নেওয়া হতে চলেছে এই নতুন উদ্যোগ। গুগল ম্যাপের সহায়তায় এই পরিষেবা পাওয়া যাবে।

কীভাবে পাওয়া যাবে এই পরিষেবা ? নিজের স্মার্টফোনে গুগল ব্রাউজারে টাইপ করতে হবে 'বাস বিটুইন '(Bus Between) ৷ তাহলে মিলে যাবে কলকাতার কোন রাস্তা দিয়ে যাচ্ছে কোন বাস। এই পরিষেবাটি একবারে 'রিয়েল টাইম' অর্থাৎ গুগল ম্যাপ ট্র্যাক করবে বর্তমানে আপনার গন্তব্যের বাসটি ঠিক কোথায় আছে । এই পরিষেবার মাধ্যমে যাত্রী যেই বাস স্টপে অপেক্ষা করছেন সেখানে বাস পৌঁছতে আনুমানিক কতটা সময় লাগতে পারে তাও জানা যাবে। এমনকি কোন বাস স্টপ পর্যন্ত কত ভাড়া লাগবে সেটাও জানতে পারা যাবে। কোন কোন বাস কোথায় কোথায় যায় তারও তথ্য দেওয়া থাকবে।

আরও পড়ুন : গরমের হাত থেকে বাঁচতে শহরের রাজপথে খুব শীঘ্র আসছে বেসরকারি এসি বাস

WBTC-র ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, "আগে এই পরিষেবাটি শুধুমাত্র জিপিএস-র সাহায্যে চলত। তবে এবার সেই আগের পরিষেবার সঙ্গে The Electronic Ticketing Machine (ETM) ব্যবস্থা যুক্ত করা হল। এর ফলে শুধু বাসের অবস্থানই নয়, জানা যাবে কোন বাসে কোথায় যেতে ঠিক কত ভাড়া লাগবে।" গুগলের তরফে বিজয় কুমার দতওয়ালিয়া বলেন, "নিঃসন্দেহে এই ব্যবস্থা গণপরিবহনের মানকে আরও উন্নত করবে। এর ফলে সাধারণ মানুষ শুধু বাসের বর্তমান অবস্থানই নয়, ভাড়া সম্বন্ধেও একটা ধারণা করতে পারবেন ৷" 2017 সালে পরিবহন দফতরের উদ্যোগে ও গুগলের সহায়তায় গুগল ম্যাপের সরকারি বাসের অবস্থান জানার ব্যবস্থা চালু করে। তবে এবার তার সঙ্গে এই এটিএম পরিষেবা যুক্ত করা হল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.