ETV Bharat / state

ভুলে বাড়িতে অ্যাডমিট কার্ড, পুলিশের তৎপরতায় পরীক্ষায় বসল ছাত্রী - কলকাতা

জীবনের প্রথম বড় পরীক্ষাটা হয়ত দিতে পারবে না ৷ ভেবেছিল অনন্যা ৷ কিন্তু, পুলিশের তৎপরতায় সে বসল পরীক্ষায় ৷ কলকাতা পুলিশের এই মানবিক মুখকে ধন্যবাদ জানিয়েছে অনন্যার পরিবার ৷

madhyamik-examination
কলকাতা পুলিশের তৎপরতায় পরীক্ষায় বসল ছাত্রী
author img

By

Published : Feb 18, 2020, 2:43 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : অ্যাডমিট কার্ড বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে চলে এসেছিল ছাত্রী ৷ বাণী বিদ্যামন্দির গার্লস হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রের ঘটনা ৷ পরীক্ষা শুরুর আগে বিষয়টি নজরে আসে ৷ কিন্তু অ্যাডমিট ছাড়া পরীক্ষা দেবে কীভাবে ? মাথায় আকাশ ভেঙে পড়ে ৷ অবশেষে পুলিশের সহযোগিতায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারল ফুলবাগানের নিউ ন্যাশনাল স্কুলের অনন্যা সিংহ ৷

আজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে অ্যাডমিট বের করতে গিয়েই বিষয়টি নজরে আসে অনন্যার ৷ পরীক্ষার অ্যাডমিটই আনেনি সে ৷ মাথায় আকাশ ভেঙে পড়ে তার ও তার পরিবারের ৷ কান্নাকাটি জুড়ে দেয় অনন্যা ৷ একে তো জীবনের প্রথম বড় পরীক্ষা তার উপর অ্যাডমিট আনতে ভুল ৷ ভেবেছিল পরীক্ষা হয়ত দেওয়াই হবে না ৷ এরপর অন্য অভিভাবক তৎক্ষণাৎ যোগাযোগ করেন পুলিশের সঙ্গে ৷ বিষয়টি নজরে আসে বেলেঘাটা থানার OC প্রদীপ ঘোষালের ৷ শুনেই তৎপর হয়ে ওঠেন তিনি ৷ বাড়িতে অ্যাডমিট কোথায় আছে জানত শুধু অনন্যাই ৷ নিজের গাড়িতে তুলে নেন অনন্যা ও তার অভিভাবকদের । সোজা পৌঁছে যান অনন্যার বাড়ি । সেখান থেকে অ্যাডমিট নিয়ে ফের তাঁদের পৌঁছে দেন বাণী বিদ্যামন্দির গার্লস হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে ৷ পরীক্ষা শুরুর আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান ছাত্রী ও তার অভিভাবকেরা ৷

বেলেঘাটা মেনরোডের ওই পরীক্ষাকেন্দ্র থেকে অনন্যার বাড়ি খানিকটা দূরে । পুলিশের সাহায্য ছাড়া হয়ত সম্ভব হত না অ্যাডমিট নিয়ে এসে যথাসময়ে পরীক্ষা দেওয়া ৷ ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পেরে চওড়া হাসি অনন্যার মুখে ৷ যথাসময়ে পরীক্ষা দিতে পারায় খুশি অনন্যার বাড়ির লোকজন । তাঁরা কলকাতা পুলিশের এই মানবিক মুখকে ধন্যবাদ জানিয়েছেন ।

কলকাতা, 18 ফেব্রুয়ারি : অ্যাডমিট কার্ড বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে চলে এসেছিল ছাত্রী ৷ বাণী বিদ্যামন্দির গার্লস হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রের ঘটনা ৷ পরীক্ষা শুরুর আগে বিষয়টি নজরে আসে ৷ কিন্তু অ্যাডমিট ছাড়া পরীক্ষা দেবে কীভাবে ? মাথায় আকাশ ভেঙে পড়ে ৷ অবশেষে পুলিশের সহযোগিতায় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে পারল ফুলবাগানের নিউ ন্যাশনাল স্কুলের অনন্যা সিংহ ৷

আজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে অ্যাডমিট বের করতে গিয়েই বিষয়টি নজরে আসে অনন্যার ৷ পরীক্ষার অ্যাডমিটই আনেনি সে ৷ মাথায় আকাশ ভেঙে পড়ে তার ও তার পরিবারের ৷ কান্নাকাটি জুড়ে দেয় অনন্যা ৷ একে তো জীবনের প্রথম বড় পরীক্ষা তার উপর অ্যাডমিট আনতে ভুল ৷ ভেবেছিল পরীক্ষা হয়ত দেওয়াই হবে না ৷ এরপর অন্য অভিভাবক তৎক্ষণাৎ যোগাযোগ করেন পুলিশের সঙ্গে ৷ বিষয়টি নজরে আসে বেলেঘাটা থানার OC প্রদীপ ঘোষালের ৷ শুনেই তৎপর হয়ে ওঠেন তিনি ৷ বাড়িতে অ্যাডমিট কোথায় আছে জানত শুধু অনন্যাই ৷ নিজের গাড়িতে তুলে নেন অনন্যা ও তার অভিভাবকদের । সোজা পৌঁছে যান অনন্যার বাড়ি । সেখান থেকে অ্যাডমিট নিয়ে ফের তাঁদের পৌঁছে দেন বাণী বিদ্যামন্দির গার্লস হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে ৷ পরীক্ষা শুরুর আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান ছাত্রী ও তার অভিভাবকেরা ৷

বেলেঘাটা মেনরোডের ওই পরীক্ষাকেন্দ্র থেকে অনন্যার বাড়ি খানিকটা দূরে । পুলিশের সাহায্য ছাড়া হয়ত সম্ভব হত না অ্যাডমিট নিয়ে এসে যথাসময়ে পরীক্ষা দেওয়া ৷ ফলে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পেরে চওড়া হাসি অনন্যার মুখে ৷ যথাসময়ে পরীক্ষা দিতে পারায় খুশি অনন্যার বাড়ির লোকজন । তাঁরা কলকাতা পুলিশের এই মানবিক মুখকে ধন্যবাদ জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.