ETV Bharat / state

২ লাখ ৮৪ হাজার কোটি টাকার লগ্নির প্রস্তাব, বিজ্ঞপ্তি বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটের

author img

By

Published : Feb 8, 2019, 11:27 PM IST

২ লাখ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার লগ্নির প্রস্তাব আসায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রচুর বেকারের কর্মসংস্থান হবে

business summit

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : দু'দিনের বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটে মোট ২ লাখ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। মউ স্বাক্ষরিত হয়েছে ৮৬টি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করল বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট। এই লগ্নির প্রস্তাবে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সম্পূর্ণ প্রস্তাব কার্যকর হলে ৮ থেকে ১০ লাখ বেকারের কর্মসংস্থান হবে। প্রসঙ্গত, গতকালই ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি।

গতকাল বিনিয়োগ প্রস্তাবের শুরুটা করেছিলেন মুকেশ আম্বানি। এরপর একে একে রাজ্যকে বিনিয়োগের প্রস্তাব দেয় জিন্দাল স্টিল ওয়ার্ক, গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড, BP ওয়ার্ল্ড, ITC ফুড প্রসেসিং, কোকাকোলা সহ দেশের বৃহত্তর শিল্প গোষ্ঠীগুলি। এর মধ্যে সবথেকে বেশি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড। প্রস্তাবের অঙ্ক ১৫ হাজার কোটি টাকা। জিন্দাল স্টিল ওয়ার্ক ৭ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। কুলপি বন্দর প্রকল্পের জন্য BP ওয়ার্ল্ড প্রস্তাব দেয় ৩ হাজার কোটি টাকার। কোকাকোলার থেকে প্রস্তাব আসে ৫০০ কোটি টাকার। ITC ফুড প্রসেসিং দিয়েছে ১৭০০ কোটি টাকা। এছাড়াও রুদ্র চ্যাটার্জি হেল্থ সিটি প্রকল্পের জন্য বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩৫০ কোটি টাকা। রেকর্ড সংখ্যক বিনিয়োগের প্রস্তাব এসেছে এই বছর। তা নিয়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

undefined

তিনি জানান, এই দু'দিনের শিল্প সম্মেলনে মোট ২ লাখ ৮৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। মউ স্বাক্ষরিত হয়েছে ৮৬ টি। শিল্পপতিদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে প্রায় ১২০০-এর উপর। শিল্প সম্মেলনে অসাধারণ সাফল্য এসেছে। দেশ-বিদেশের শিল্পমহল যেভাবে এগিয়ে এসেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিনিয়োগের সেরা ঠিকানা বাংলা।

আজ শিল্পপতিদের কাছে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি তাঁদের সপরিবারে বাংলায় আসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের উদ্দেশ্যে মমতা বলেন, "সামনের বছরও শিল্প সম্মেলনে আপনারা আসুন। পরিবারের সকলকে নিয়ে বাংলায় আসুন। এই রাজ্যের বৈচিত্র্য ও সংস্কৃতিকে উপভোগ করুন। ভারতকে পথ দেখাবে বাংলা। অন্য রাজ্য এত বড় মাপের শিল্প সম্মেলন করে দেখাতে পারেনি। ইংরেজি নতুন বছরের একদম শুরুতেই আগামী বছর শিল্প সম্মেলন হবে।"

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : দু'দিনের বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিটে মোট ২ লাখ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। মউ স্বাক্ষরিত হয়েছে ৮৬টি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করল বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট। এই লগ্নির প্রস্তাবে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সম্পূর্ণ প্রস্তাব কার্যকর হলে ৮ থেকে ১০ লাখ বেকারের কর্মসংস্থান হবে। প্রসঙ্গত, গতকালই ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি।

গতকাল বিনিয়োগ প্রস্তাবের শুরুটা করেছিলেন মুকেশ আম্বানি। এরপর একে একে রাজ্যকে বিনিয়োগের প্রস্তাব দেয় জিন্দাল স্টিল ওয়ার্ক, গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড, BP ওয়ার্ল্ড, ITC ফুড প্রসেসিং, কোকাকোলা সহ দেশের বৃহত্তর শিল্প গোষ্ঠীগুলি। এর মধ্যে সবথেকে বেশি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড। প্রস্তাবের অঙ্ক ১৫ হাজার কোটি টাকা। জিন্দাল স্টিল ওয়ার্ক ৭ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। কুলপি বন্দর প্রকল্পের জন্য BP ওয়ার্ল্ড প্রস্তাব দেয় ৩ হাজার কোটি টাকার। কোকাকোলার থেকে প্রস্তাব আসে ৫০০ কোটি টাকার। ITC ফুড প্রসেসিং দিয়েছে ১৭০০ কোটি টাকা। এছাড়াও রুদ্র চ্যাটার্জি হেল্থ সিটি প্রকল্পের জন্য বিনিয়োগ প্রস্তাব এসেছে ৩৫০ কোটি টাকা। রেকর্ড সংখ্যক বিনিয়োগের প্রস্তাব এসেছে এই বছর। তা নিয়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

undefined

তিনি জানান, এই দু'দিনের শিল্প সম্মেলনে মোট ২ লাখ ৮৪ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। মউ স্বাক্ষরিত হয়েছে ৮৬ টি। শিল্পপতিদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে প্রায় ১২০০-এর উপর। শিল্প সম্মেলনে অসাধারণ সাফল্য এসেছে। দেশ-বিদেশের শিল্পমহল যেভাবে এগিয়ে এসেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিনিয়োগের সেরা ঠিকানা বাংলা।

আজ শিল্পপতিদের কাছে বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি তাঁদের সপরিবারে বাংলায় আসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের উদ্দেশ্যে মমতা বলেন, "সামনের বছরও শিল্প সম্মেলনে আপনারা আসুন। পরিবারের সকলকে নিয়ে বাংলায় আসুন। এই রাজ্যের বৈচিত্র্য ও সংস্কৃতিকে উপভোগ করুন। ভারতকে পথ দেখাবে বাংলা। অন্য রাজ্য এত বড় মাপের শিল্প সম্মেলন করে দেখাতে পারেনি। ইংরেজি নতুন বছরের একদম শুরুতেই আগামী বছর শিল্প সম্মেলন হবে।"

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST:
1. 00:00
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
SOURCE:
DURATION:
STORYLINE:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.