ETV Bharat / state

অর্জুন সিং-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট - arjun singh

অর্জুন সিং-এর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট।

অর্জুন সিং
author img

By

Published : Apr 2, 2019, 8:39 PM IST

Updated : Apr 2, 2019, 11:36 PM IST

কলকাতা, 2 এপ্রিল : অর্জুন সিং-এর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। আজ বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে অর্জুন সিং-এর পক্ষে আইনজীবী এস কে কাপুর বলেন, "কাউন্সিলরদের ভয় দেখিয়ে আমার মক্কেলের বিরুদ্ধে সই করতে বাধ্য করা হয়েছে। বিভা বিশ্বাস নামে একজন কাউন্সিলরকে ভয় দেখানো হয়েছে। একজনের বিরুদ্ধে FIR করা হয়েছে।"

বিচারপতি বলেন, "একজন কাউন্সিলরের অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। তাই অর্জুন সিংকে পুরো ব্যাপারে আগামী 4 সপ্তাহের মধ্যে একটি হলফনামা পেশ করতে হবে এবং তার দু'সপ্তাহের মধ্যে রাজ্যকে জবাব দিতে হবে। তাই মামলাটির ৬ সপ্তাহ পরে শুনানি হবে।"

তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ার পর 18 মার্চ ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান অর্জুন সিং-এর বিরুদ্ধে 21 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। অর্জুনের অভিযোগ, "অনাস্থা প্রস্তাবের বিশেষ মিটিং ডাকার জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠিতে ভয় দেখিয়ে কাউন্সিলরদের দিয়ে সই করানো হয়েছে।"

ভাটপাড়া পৌরসভায় মোট কাউন্সিলরের সংখ্যা 35। তার মধ্যে মারা গেছেন একজন। 34 জনের মধ্যে 32 জন তৃণমূলের। আর বাকি দুইজন কংগ্রেস এবং বামফ্রন্টের। অর্জুন সিং BJP-তে যোগদান করার পর শাসক দল তৃণমূলের তরফে বলা হয়েছিল তাদের পক্ষে রয়েছেন অন্তত 21-22 জন কাউন্সিলর। অন্যদিকে অর্জুন সিং দাবি করছেন, তাঁর পক্ষে রয়েছেন 20 জনের বেশি কাউন্সিলর। 19 এপ্রিল ভাটপাড়া পৌরসভায় আস্থা ভোট হওয়ার কথা।

কলকাতা, 2 এপ্রিল : অর্জুন সিং-এর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। আজ বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানিতে অর্জুন সিং-এর পক্ষে আইনজীবী এস কে কাপুর বলেন, "কাউন্সিলরদের ভয় দেখিয়ে আমার মক্কেলের বিরুদ্ধে সই করতে বাধ্য করা হয়েছে। বিভা বিশ্বাস নামে একজন কাউন্সিলরকে ভয় দেখানো হয়েছে। একজনের বিরুদ্ধে FIR করা হয়েছে।"

বিচারপতি বলেন, "একজন কাউন্সিলরের অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। তাই অর্জুন সিংকে পুরো ব্যাপারে আগামী 4 সপ্তাহের মধ্যে একটি হলফনামা পেশ করতে হবে এবং তার দু'সপ্তাহের মধ্যে রাজ্যকে জবাব দিতে হবে। তাই মামলাটির ৬ সপ্তাহ পরে শুনানি হবে।"

তৃণমূল ছেড়ে BJP-তে যাওয়ার পর 18 মার্চ ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান অর্জুন সিং-এর বিরুদ্ধে 21 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। অর্জুনের অভিযোগ, "অনাস্থা প্রস্তাবের বিশেষ মিটিং ডাকার জন্য যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠিতে ভয় দেখিয়ে কাউন্সিলরদের দিয়ে সই করানো হয়েছে।"

ভাটপাড়া পৌরসভায় মোট কাউন্সিলরের সংখ্যা 35। তার মধ্যে মারা গেছেন একজন। 34 জনের মধ্যে 32 জন তৃণমূলের। আর বাকি দুইজন কংগ্রেস এবং বামফ্রন্টের। অর্জুন সিং BJP-তে যোগদান করার পর শাসক দল তৃণমূলের তরফে বলা হয়েছিল তাদের পক্ষে রয়েছেন অন্তত 21-22 জন কাউন্সিলর। অন্যদিকে অর্জুন সিং দাবি করছেন, তাঁর পক্ষে রয়েছেন 20 জনের বেশি কাউন্সিলর। 19 এপ্রিল ভাটপাড়া পৌরসভায় আস্থা ভোট হওয়ার কথা।

sample description
Last Updated : Apr 2, 2019, 11:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.