ETV Bharat / state

রাজ্যে বিক্ষোভের নামে চলা তাণ্ডব নিয়ে উদ্বেগ রাজ্যপালের - পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল

টুইটে রাজ্যপাল লিখেছেন , " রাজ্যে যা ঘটছে তাতে আমি অত্যন্ত মর্মাহত । সংবিধান রক্ষার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁকে সংবিধানের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে হয় । আমি রাজ্যপাল হিসাবে সংবিধান ও আইন রক্ষায় যথাসম্ভব করব । "

governor
রাজ্যপাল
author img

By

Published : Dec 14, 2019, 7:45 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদের নামে রাজ্যজুড়ে শুক্রবার থেকে যে তাণ্ডব চলছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আইনটির বিরোধিতা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি । আজ টুইট করে রাজ্যে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য মনে করিয়ে দেন রাজ্যপাল ।

আরও পড়ুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ, মুর্শিদাবাদের পোড়াডাঙা স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

টুইটে রাজ্যপাল লিখেছেন , " রাজ্যে যা ঘটছে তাতে আমি অত্যন্ত মর্মাহত । সংবিধান রক্ষার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁকে সংবিধানের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে হয় । আমি রাজ্যপাল হিসাবে সংবিধান ও আইন রক্ষায় যথাসম্ভব করব । "

  • .@MamataOfficial. Distressed and pained at events unfolding in the State. Chief Minister as per oath has to ‘bear true faith and allegiance to the Constitution of India..’ and I as Governor will ‘to the best of my ability preserve, protect and defend the Constitution and the law’

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যজুড়ে অশান্তি শুরু হয়েছে । একাধিক জায়গায় রেল স্টেশনে ও ট্রেনে আগুন লাগানো হয়েছে । রেল লাইন ও জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে । আক্রান্ত হয়েছে পুলিশ । ভাঙচুর করা হয়েছে অ্যাম্বুলেন্স সহ একাধিক যানবাহন । অশান্তির জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন । ব্যাহত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা ।

কলকাতা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদের নামে রাজ্যজুড়ে শুক্রবার থেকে যে তাণ্ডব চলছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আইনটির বিরোধিতা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি । আজ টুইট করে রাজ্যে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য মনে করিয়ে দেন রাজ্যপাল ।

আরও পড়ুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ, মুর্শিদাবাদের পোড়াডাঙা স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

টুইটে রাজ্যপাল লিখেছেন , " রাজ্যে যা ঘটছে তাতে আমি অত্যন্ত মর্মাহত । সংবিধান রক্ষার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁকে সংবিধানের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে হয় । আমি রাজ্যপাল হিসাবে সংবিধান ও আইন রক্ষায় যথাসম্ভব করব । "

  • .@MamataOfficial. Distressed and pained at events unfolding in the State. Chief Minister as per oath has to ‘bear true faith and allegiance to the Constitution of India..’ and I as Governor will ‘to the best of my ability preserve, protect and defend the Constitution and the law’

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যজুড়ে অশান্তি শুরু হয়েছে । একাধিক জায়গায় রেল স্টেশনে ও ট্রেনে আগুন লাগানো হয়েছে । রেল লাইন ও জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে । আক্রান্ত হয়েছে পুলিশ । ভাঙচুর করা হয়েছে অ্যাম্বুলেন্স সহ একাধিক যানবাহন । অশান্তির জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন । ব্যাহত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা ।

New Delhi, Dec 14 (ANI): Congress interim President Sonia Gandhi on December 14 took a jibe at the Centre over recently passed Citizenship Amendment Act. She said, "Modi-Shah are not bothered at all that Citizenship Amendment Act will shred the soul of India, just like it is happening in Assam and other states of the northeast." She was addressing a gathering at 'Bharat Bachao' rally in the national capital.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.