কলকাতা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদের নামে রাজ্যজুড়ে শুক্রবার থেকে যে তাণ্ডব চলছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আইনটির বিরোধিতা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি । আজ টুইট করে রাজ্যে চলা বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাংবিধানিক কর্তব্য মনে করিয়ে দেন রাজ্যপাল ।
আরও পড়ুন নাগরিকত্ব আইনের প্রতিবাদ, মুর্শিদাবাদের পোড়াডাঙা স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
টুইটে রাজ্যপাল লিখেছেন , " রাজ্যে যা ঘটছে তাতে আমি অত্যন্ত মর্মাহত । সংবিধান রক্ষার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী । তাঁকে সংবিধানের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে হয় । আমি রাজ্যপাল হিসাবে সংবিধান ও আইন রক্ষায় যথাসম্ভব করব । "
-
.@MamataOfficial. Distressed and pained at events unfolding in the State. Chief Minister as per oath has to ‘bear true faith and allegiance to the Constitution of India..’ and I as Governor will ‘to the best of my ability preserve, protect and defend the Constitution and the law’
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.@MamataOfficial. Distressed and pained at events unfolding in the State. Chief Minister as per oath has to ‘bear true faith and allegiance to the Constitution of India..’ and I as Governor will ‘to the best of my ability preserve, protect and defend the Constitution and the law’
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 14, 2019.@MamataOfficial. Distressed and pained at events unfolding in the State. Chief Minister as per oath has to ‘bear true faith and allegiance to the Constitution of India..’ and I as Governor will ‘to the best of my ability preserve, protect and defend the Constitution and the law’
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 14, 2019
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যজুড়ে অশান্তি শুরু হয়েছে । একাধিক জায়গায় রেল স্টেশনে ও ট্রেনে আগুন লাগানো হয়েছে । রেল লাইন ও জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে । আক্রান্ত হয়েছে পুলিশ । ভাঙচুর করা হয়েছে অ্যাম্বুলেন্স সহ একাধিক যানবাহন । অশান্তির জেরে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন । ব্যাহত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা ।