ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর হাতে মূর্তি উন্মোচন, পরীক্ষা পিছল বিদ্যাসাগরে - Amit Shah

পুনরায় প্রতিস্থাপন হবে বিদ্যাসাগরের মূর্তি । ১১ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করবেন। এর জেরে পিছল বিদ্যাসাগর কলেজে বায়োকেমিস্ট্রির প্র্যাকটিক্যাল পরীক্ষা ।

বিদ্যাসাগর কলেজ
author img

By

Published : Jun 8, 2019, 5:22 PM IST

Updated : Jun 8, 2019, 5:30 PM IST

কলকাতা, 8 জুন : পুনরায় প্রতিস্থাপন হবে বিদ্যাসাগরের মূর্তি। ১১ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করবেন । আর তার জেরেই বিদ্যাসাগর কলেজে ১১ জুনের বায়োকেমিস্ট্রির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন পরিবর্তন করল কলকাতা বিশ্ববিদ্যালয় । বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে ।

গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এগজ়ামিনেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যাসাগর কলেজে বায়োকেমিস্ট্রি অনার্সের দ্বিতীয় সেমেস্টারের কোর কোর্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা 11 ও 12 জুনের পরিবর্তে যথাক্রমে 13 ও 14 জুন হবে । পরীক্ষার সময় ও পরীক্ষা সংক্রান্ত অন্য বিষয়গুলি অপরিবর্তিত থাকবে ।

বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুণ্ডু বলেন, "11 জুন এখানে পরীক্ষা হওয়া সম্ভব নয় । ল্যাবে ওই দিন ঢুকতেই পারবে না পড়ুয়ারা । পড়ুয়াদের হেনস্থা করে লাভ নেই । ওদের যাতে হেনস্থার মুখে পড়তে না হয় তাই আমরা বিষয়টি চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলাম । তারপরেই বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে ।"

এই সংক্রান্ত আরও পড়ুন : মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন : মমতা

তবে, বিদ্যাসাগর কলেজের অন্য ক্যাম্পাসে থিয়োরি পরীক্ষা রুটিন অনুযায়ী হবে বলে জানিয়েছেন গৌতম কুণ্ডু । তিনি বলেন, "থিয়োরি পরীক্ষাগুলি চলছে শংকর ঘোষ লেনের মেইন বিল্ডিংয়ে । থিয়োরি পরীক্ষা আমাদের যেমন চলছে তেমনই চলবে । প্রাকটিক্যাল পরীক্ষাটা এই বিল্ডিংয়ে হওয়ার জন্যই অসুবিধা হয়েছে ।"

Vidyasagar college
এই সেই বিজ্ঞপ্তি

সপ্তম দফার আগে কলকাতায় অমিত শাহ প্রচারে আসেন । এখানে তিনি ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন তিনি । মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আসতেই বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে কালো পতাকা দেখানো হয় ও ইট বৃষ্টি শুরু হয় । সেখানে থেকে মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে যেতেই ধুন্ধুমার বেঁধে যায় । একদল দুষ্কৃতী বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় । যা নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে মূর্তি ভাঙা নিয়ে চাপানউতোর শুরু হয় । নরেন্দ্র মোদি আহমেদাবাদের সভা থেকে ঘোষণা করেন, স্বস্থানেই বিদ্যাসাগরের মূর্তি স্থাপন হবে । যা শুনে উঠে-পড়ে লাগে তৃণমূল । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও স্পষ্ট জানিয়ে দেন, কারোর সাহায্য চাই না । এরপর তিনিও বিদ্যাসাগরের মূর্তি পুনঃস্থাপনের কথা জানান । কথা মতো 11 জুন মূর্তি উন্মোচন হবে ।

কলকাতা, 8 জুন : পুনরায় প্রতিস্থাপন হবে বিদ্যাসাগরের মূর্তি। ১১ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করবেন । আর তার জেরেই বিদ্যাসাগর কলেজে ১১ জুনের বায়োকেমিস্ট্রির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন পরিবর্তন করল কলকাতা বিশ্ববিদ্যালয় । বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে ।

গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এগজ়ামিনেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যাসাগর কলেজে বায়োকেমিস্ট্রি অনার্সের দ্বিতীয় সেমেস্টারের কোর কোর্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা 11 ও 12 জুনের পরিবর্তে যথাক্রমে 13 ও 14 জুন হবে । পরীক্ষার সময় ও পরীক্ষা সংক্রান্ত অন্য বিষয়গুলি অপরিবর্তিত থাকবে ।

বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুণ্ডু বলেন, "11 জুন এখানে পরীক্ষা হওয়া সম্ভব নয় । ল্যাবে ওই দিন ঢুকতেই পারবে না পড়ুয়ারা । পড়ুয়াদের হেনস্থা করে লাভ নেই । ওদের যাতে হেনস্থার মুখে পড়তে না হয় তাই আমরা বিষয়টি চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলাম । তারপরেই বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে ।"

এই সংক্রান্ত আরও পড়ুন : মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন : মমতা

তবে, বিদ্যাসাগর কলেজের অন্য ক্যাম্পাসে থিয়োরি পরীক্ষা রুটিন অনুযায়ী হবে বলে জানিয়েছেন গৌতম কুণ্ডু । তিনি বলেন, "থিয়োরি পরীক্ষাগুলি চলছে শংকর ঘোষ লেনের মেইন বিল্ডিংয়ে । থিয়োরি পরীক্ষা আমাদের যেমন চলছে তেমনই চলবে । প্রাকটিক্যাল পরীক্ষাটা এই বিল্ডিংয়ে হওয়ার জন্যই অসুবিধা হয়েছে ।"

Vidyasagar college
এই সেই বিজ্ঞপ্তি

সপ্তম দফার আগে কলকাতায় অমিত শাহ প্রচারে আসেন । এখানে তিনি ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন তিনি । মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আসতেই বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে কালো পতাকা দেখানো হয় ও ইট বৃষ্টি শুরু হয় । সেখানে থেকে মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে যেতেই ধুন্ধুমার বেঁধে যায় । একদল দুষ্কৃতী বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয় । যা নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে মূর্তি ভাঙা নিয়ে চাপানউতোর শুরু হয় । নরেন্দ্র মোদি আহমেদাবাদের সভা থেকে ঘোষণা করেন, স্বস্থানেই বিদ্যাসাগরের মূর্তি স্থাপন হবে । যা শুনে উঠে-পড়ে লাগে তৃণমূল । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও স্পষ্ট জানিয়ে দেন, কারোর সাহায্য চাই না । এরপর তিনিও বিদ্যাসাগরের মূর্তি পুনঃস্থাপনের কথা জানান । কথা মতো 11 জুন মূর্তি উন্মোচন হবে ।

Intro:কলকাতা, ৮ জুন: পুনরায় প্রতিস্থাপন হবে বিদ্যাসাগরের মুর্তি। আগামী ১১ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর কলেজে গিয়ে উন্মোচন করবেন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুর্তি। আর তার জেরেই বিদ্যাসাগর কলেজে ১১ জুনের বায়োকেমিস্ট্রির প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন পরিবর্তন করল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Body:গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এগজামিনেশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যাসাগর কলেজে সেন্টারে বায়োকেমিস্ট্রি অনার্সের দ্বিতীয় সেমিস্টারের কোর কোর্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা ১১ ও ১২ জুনের পরিবর্তে যথাক্রমে ১৩ ও ১৪ জুন হবে। সময় ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। বিদ্যাসাগরের মুর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানের জন্যই এই পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে তা উল্লেখ না করা হলেও পরীক্ষার দিনগুলো থেকেই স্পষ্ট যে বিদ্যাসাগরের মুর্তি প্রতিস্থাপনের জন্যই বিদ্যাসাগর কলেজে থাকা পরীক্ষার দিন বদল করা হয়েছে।

বিষয়টি নিয়ে বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুণ্ডু বলেন, "এখানে ১১ তারিখে নিশ্চয়ই পরীক্ষা করা যেত না। ল্যাবটা তো এখানে। ল্যাবে তো অ্যাক্সেস পাবে না ওইদিন। ঢুকতেই পারবে না। পড়ুয়াদের হেনস্থা করে তো কোনো লাভ নেই। সেই জন্য বিশ্ববিদ্যালয় যা সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালোই সিদ্ধান্ত যে, তারিখটা পরিবর্তন করে দিয়েছে। শুধু শুধু পড়ুয়াদের যাতে হেনস্থার মুখে না পড়তে হয় তাই আমরা চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিলাম। তারপরেই বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে।" তবে, ল্যাব বিধান সরণির বিদ্যাসাগর কলেজে হওয়ায় প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন বদল করা হলেও বিদ্যাসাগর কলেজের অন্য ক্যাম্পাসে থিয়োরি পরীক্ষা রুটিন অনুযায়ীই হবে বলে জানাচ্ছেন গৌতম কুণ্ডু। তিনি বলেন, "থিয়োরিগুলো চলছে শঙ্কর ঘোষ লেনের মেইন বিল্ডিংয়ে। থিয়োরি আমাদের অ্যাস ইউজ্যুয়াল চলবে। থিয়োরি নিয়ে কোনও অসুবিধা নেই। ওইদিনগুলোতে থিয়োরি পরীক্ষা আছে। প্রাকটিক্যালটা যেহেতু এই বিল্ডিংয়ে ওই জন্য এই অসুবিধা হয়েছে।"

সপ্তম দফার লোকসভা নির্বাচনের আগে কলকাতায় অমিত শাহ আসেন প্রচারে। একটি মিছিল করেন তিনি। সেই মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আসতেই বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে কালো পতাকা দেখানো হয় ও ইট ছোঁড়াছুঁড়ি হয়। সেখানে থেকে মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে যেতেই আবার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। তার জেরেই ভাঙা হয় কলেজের ভিতরে থাকা বিদ্যাসাগরের মুর্তি। এরপরেই তৃণমূল ও বিজেপির মধ্যে মুর্তি ভাঙা নিয়ে চাপানউতোর শুরু হয়। সেই ভাঙা মুক্তির জায়গাতেই নতুন মুর্তি প্রতিস্থাপন হতে চলেছে ১১ জুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্মোচন করবেন এই নতুন মুর্তির।





Conclusion:
Last Updated : Jun 8, 2019, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.