ETV Bharat / state

7 নভেম্বর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে স্থগিতাদেশ হাইকোর্টের - The East-West Metrorail works will remain closed until November 7, High Court said

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে 7 নভেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট ৷

author img

By

Published : Sep 17, 2019, 1:52 PM IST

Updated : Sep 17, 2019, 4:39 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : 7 নভেম্বর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায় , 7 নভেম্বর মেট্রোরেল কর্তৃপক্ষকে হলফনামা দিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে হবে । পাশাপাশি, কলকাতা পৌরনিগমকেও এই মামলায় যুক্ত করতে হবে ৷ রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি বউবাজার এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কী ব্যবস্থা নিয়েছে সেই ব্যাপারেও হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে ৷

আজ মামলার শুনানিতে মেট্রোর তরফে আইনজীবী রঞ্জন বাচাওয়াত বলেন, "টানেলের জল বন্ধ করা গেছে । দিনরাত বিশেষজ্ঞরা সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখছেন । ইতিমধ্যে আমরা 78টি বাড়ির কয়েকশো পরিবারকে সরিয়েছি । তাদের বিভিন্ন হোটেলে রাখা হয়েছে । বউবাজার এলাকার কিছু সোনার দোকানকে খোলার অনুমতি দেওয়া হয়েছে । ওই এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পুরো চেষ্টা চালানো হচ্ছে । 83টি পরিবারকে এখন পর্যন্ত 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া গেছে । যারা আক্রান্ত তাদের নিরাপত্তা ও সুরক্ষার সমস্ত ব্যবস্থা করার কাজেই আমরা ব্যস্ত ।" অন্যদিকে মামলাকারীর তরফে আইনজীবী রিজু ঘোষাল বলেন, "যা বলা হচ্ছে সেটা লিখিত হলফনামা আকারে দিয়ে বলা হোক । কারণ যা বলা হচ্ছে সেটা কতটা করা হয়েছে সেটা দেখা যাবে ।" এরপরই ডিভিশন বেঞ্চ 7 নভেম্বর পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় ৷

3 সেপ্টেম্বর মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে বলা হয়, হাইকোর্টকে না জানিয়ে পুনরায় কাজ শুরু করবে না তারা । সেইমতো তারা নিজেরা কাজ বন্ধ রেখেছে । বিশেষজ্ঞদের বক্তব্য বা পরামর্শ নিয়ে 16 সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাবে মেট্রোরেল কর্তৃপক্ষ । ইস্ট -ওয়েস্ট মেট্রোর প্রায় 9.8 কিলোমিটারের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে । আর মাত্র 1 কিলোমিটারের মতো কাজ বাকি আছে । কিন্ত এই কাজ আপাতত বন্ধ রেখেছে তারা । আর আজ হাইকোর্ট 7 নভেম্বর পর্যন্ত সেই কাজের উপর স্থগিতাদেশ জারি করল ।

কলকাতা, 17 সেপ্টেম্বর : 7 নভেম্বর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট ৷ প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায় , 7 নভেম্বর মেট্রোরেল কর্তৃপক্ষকে হলফনামা দিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে হবে । পাশাপাশি, কলকাতা পৌরনিগমকেও এই মামলায় যুক্ত করতে হবে ৷ রাজ্যের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটি বউবাজার এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কী ব্যবস্থা নিয়েছে সেই ব্যাপারেও হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে ৷

আজ মামলার শুনানিতে মেট্রোর তরফে আইনজীবী রঞ্জন বাচাওয়াত বলেন, "টানেলের জল বন্ধ করা গেছে । দিনরাত বিশেষজ্ঞরা সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখছেন । ইতিমধ্যে আমরা 78টি বাড়ির কয়েকশো পরিবারকে সরিয়েছি । তাদের বিভিন্ন হোটেলে রাখা হয়েছে । বউবাজার এলাকার কিছু সোনার দোকানকে খোলার অনুমতি দেওয়া হয়েছে । ওই এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পুরো চেষ্টা চালানো হচ্ছে । 83টি পরিবারকে এখন পর্যন্ত 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া গেছে । যারা আক্রান্ত তাদের নিরাপত্তা ও সুরক্ষার সমস্ত ব্যবস্থা করার কাজেই আমরা ব্যস্ত ।" অন্যদিকে মামলাকারীর তরফে আইনজীবী রিজু ঘোষাল বলেন, "যা বলা হচ্ছে সেটা লিখিত হলফনামা আকারে দিয়ে বলা হোক । কারণ যা বলা হচ্ছে সেটা কতটা করা হয়েছে সেটা দেখা যাবে ।" এরপরই ডিভিশন বেঞ্চ 7 নভেম্বর পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় ৷

3 সেপ্টেম্বর মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে বলা হয়, হাইকোর্টকে না জানিয়ে পুনরায় কাজ শুরু করবে না তারা । সেইমতো তারা নিজেরা কাজ বন্ধ রেখেছে । বিশেষজ্ঞদের বক্তব্য বা পরামর্শ নিয়ে 16 সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাবে মেট্রোরেল কর্তৃপক্ষ । ইস্ট -ওয়েস্ট মেট্রোর প্রায় 9.8 কিলোমিটারের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে । আর মাত্র 1 কিলোমিটারের মতো কাজ বাকি আছে । কিন্ত এই কাজ আপাতত বন্ধ রেখেছে তারা । আর আজ হাইকোর্ট 7 নভেম্বর পর্যন্ত সেই কাজের উপর স্থগিতাদেশ জারি করল ।

Intro:মেট্রোরেলের কাজ আপাতত ৭ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে Body: মানস নস্কর


আগামী ৭ নভেম্বর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের কাজ বন্ধ থাকবে, নির্দেশ হাইকোর্টের

কলকাতা ১৭ সেপ্টেম্বর ঃ
আগামী ৭ নভেম্বর পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের কাজ বন্ধই থাকবে। নির্দেশ হাইকোর্টের।প্রধান বিচারপতি টি বি রাধাকৃষনান ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ ঐ দিন মেট্রোরেলকে কতৃপক্ষকে হলফনামা দিয়ে জানাতে হবে বর্তমান পরিস্থিতি। পাশাপাশি রাজ্যের ডিসাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বউবাজার এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কি ব্যাবস্থা নিয়েছে সেই ব্যাপারেও রাজ্যের কাছে হলফনামা চাওয়া হয়েছে। এবং কলকাতা পৌরনিগমকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।

আজ মামলার শুনানিতে মেট্রোরেলের তরফে আইনজীবী রঞ্জন বাচাওয়াত জানান,"টানেলের জল বন্ধ করা গেছে।দিনরাত বিশেষজ্ঞরা সাম্প্রতিক পরিস্থিতি খতিয়ে দেখছেন।ইতিমধ্যে আমরা ৭৮ টি বাড়ির কয়েকশো পরিবারকে সরানো হয়েছে। তাদেরকে বিভিম্ন হোটেলে রাখা হয়েছে। বউবাজার এলাকার কিছু সোনার দোকানকে খোলার অনুমতি দেওয়া হয়েছে। ঐ এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পুরো দস্তুর প্রচেষ্টা চালানো হচ্ছে। ৮৩ টি পরিবারকে এখন পর্যন্ত ৫ লক্ষটাকা করে ক্ষতিপূরণ দেওয়া গেছে।যারা আক্রান্ত তাদের নিরাপত্তা ও সুরক্ষার সমস্ত ব্যাবস্থা করার কাজেই আমরা ব্যস্ত।"অন্যদিকে মামলাকারীর তরফে আইনজীবী রিজু ঘোষাল বলেন,"যা বলা হচ্ছে সেটা লিখিত হলফনামা আকারে দিয়ে বলা হোক।কারন যা বলা হচ্ছে সেটা কতটা করা হয়েছে সেটা দেখা যাবে।"

এর পরই ডিভিশন বেঞ্চ ঐ নির্দেশ দেয়।এবং টানেল বোরিং এর কাজ আপাতত ৭ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানায়।

এর আগে ৩ সেপ্টেম্বর মেট্রোরেল কতৃপক্ষের তরফে জানানো হয়, হাইকোর্টকে না জানিয়ে পুনরায় কাজ শুরু করবে না মেট্রোরেল কতৃপক্ষ। আপাতত মেট্রোরেল কতৃপক্ষ নিজেই কাজ বন্ধ রেখেছে। বিশেষজ্ঞ দের বক্তব্য/পরামর্শ নিয়ে ১৬ সেপ্টেম্বরের মধ্যে কোর্টকে জানাবে মেট্রোরেল কতৃপক্ষ।
ইস্ট -ওয়েস্ট মেট্রোর প্রায় ৯.৮ কিলোমিটারের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর মাত্র ১ কিলোমিটার মতো কাজ বাকি আছে। কিন্ত এই কাজ আপাতত বন্ধ রাখছে তারা।আজকের নির্দেশে ঐ সময়সীমা বাড়িয়ে ৭ নভেম্বর পর্যন্ত করা হলো।Conclusion:
Last Updated : Sep 17, 2019, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.