ETV Bharat / state

প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগে মুড়ে দাহ হবে কোভিডে মৃতদের

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক সমস্ত আধিকারিকদের নিয়ে করোনা পরিস্থিতির রিভিউ মিটিং করেন । বৈঠক শেষে ফিরহাদ বলেন, বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে যাওয়ায় করোনার মৃতদেহ সৎকারের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে । এই সমস্যা দূর করতে প্লাস্টিকের বদলে কাপড়ে মোড়ানো হবে মৃতদেহ ।

প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগে দাহ হবে কোভিডে মৃতদের
প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগে দাহ হবে কোভিডে মৃতদের
author img

By

Published : May 10, 2021, 10:31 PM IST

কলকাতা, 10 মে : বৈদ্যুতিক চুল্লি গোলযোগের সমস্যা দূর করতে করোনার মৃতদেহ সৎকারের ক্ষেত্রে প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যবহার করবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এদিন এই কথা জানান ৷

কোভিড মৃতদেহ সৎকার নিয়ে বারে বারে সমস্যা তৈরি হচ্ছে । যান্ত্রিক ত্রুটির জন্য থমকে যাচ্ছে করোনা মৃতদেহ দাহ । গত শনিবার মধ্যরাতে বিকল হয়ে যায় নিমতলা মহাশ্মশান তিনটি বৈদ্যুতিক চুল্লি । যার ফলে থমকে যায় করোনা মৃতদেহ সৎকার । কোভিড মৃতদেহ কাল প্লাস্টিকে মুড়ে চুল্লিতে ঢোকানো হয় । এই কালো প্লাস্টিক থেকেই তৈরি হয় তরল রাসায়নিক। যার ফলে বিকল হয়ে যায় চুল্লির যন্ত্রাংশ । এই সমস্যায় সমাধান করতেই প্লাস্টিকের বদলে কাপড় ব্যবহারের সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের ।

এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক সমস্ত আধিকারিকদের নিয়ে করোনা পরিস্থিতির রিভিউ মিটিং করেন । বৈঠক শেষে ফিরহাদ বলেন, বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে যাওয়ায় করোনার মৃতদেহ সৎকারের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে । এই সমস্যা দূর করতে প্লাস্টিকের বদলে কাপড়ে মোড়ানো হবে মৃতদেহ । আপাতত 200 কাপড়ের ব্যাগ আনা হচ্ছে । চুল্লি যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ।

কী বললেন ফিরহাদ হাকিম

আরও পড়ুন : বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পরিকল্পনা কী, জানতে চাইল হাইকোর্ট

এছাড়াও ছোট ও বড় আকারের স্যানিটাইজার মেশিন আনিয়েছে কলকাতা পৌরনিগম । যেগুলি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্যারাডাইস করবে শহরকে । শহর জুড়ে বিভিন্ন প্রান্তে আরও বেশি সংখ্যায় সেফ হোম তৈরি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বৈঠকে ।

কলকাতা, 10 মে : বৈদ্যুতিক চুল্লি গোলযোগের সমস্যা দূর করতে করোনার মৃতদেহ সৎকারের ক্ষেত্রে প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যবহার করবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম এদিন এই কথা জানান ৷

কোভিড মৃতদেহ সৎকার নিয়ে বারে বারে সমস্যা তৈরি হচ্ছে । যান্ত্রিক ত্রুটির জন্য থমকে যাচ্ছে করোনা মৃতদেহ দাহ । গত শনিবার মধ্যরাতে বিকল হয়ে যায় নিমতলা মহাশ্মশান তিনটি বৈদ্যুতিক চুল্লি । যার ফলে থমকে যায় করোনা মৃতদেহ সৎকার । কোভিড মৃতদেহ কাল প্লাস্টিকে মুড়ে চুল্লিতে ঢোকানো হয় । এই কালো প্লাস্টিক থেকেই তৈরি হয় তরল রাসায়নিক। যার ফলে বিকল হয়ে যায় চুল্লির যন্ত্রাংশ । এই সমস্যায় সমাধান করতেই প্লাস্টিকের বদলে কাপড় ব্যবহারের সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের ।

এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক সমস্ত আধিকারিকদের নিয়ে করোনা পরিস্থিতির রিভিউ মিটিং করেন । বৈঠক শেষে ফিরহাদ বলেন, বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে যাওয়ায় করোনার মৃতদেহ সৎকারের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে । এই সমস্যা দূর করতে প্লাস্টিকের বদলে কাপড়ে মোড়ানো হবে মৃতদেহ । আপাতত 200 কাপড়ের ব্যাগ আনা হচ্ছে । চুল্লি যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি ।

কী বললেন ফিরহাদ হাকিম

আরও পড়ুন : বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পরিকল্পনা কী, জানতে চাইল হাইকোর্ট

এছাড়াও ছোট ও বড় আকারের স্যানিটাইজার মেশিন আনিয়েছে কলকাতা পৌরনিগম । যেগুলি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্যারাডাইস করবে শহরকে । শহর জুড়ে বিভিন্ন প্রান্তে আরও বেশি সংখ্যায় সেফ হোম তৈরি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে বৈঠকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.